Tag: সুলতানপুর

  • রাউজানের সুলতানপুর শরীফ পাড়ায় রাইজিং স্টার এর অভিষেক, গুণীজন সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    রাউজানের সুলতানপুর শরীফ পাড়ায় রাইজিং স্টার এর অভিষেক, গুণীজন সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের সুলতানপুর শরীফ পাড়া রাইজিং স্টার ক্লাবের অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ৪৯ নং সুলতানপুর শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

    বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ গণি নয়ন, তরুণ সমাজকর্মী আরিফুল ইসলাম চৌধুরী সোহেল। সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাবরসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

    আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকণ, উপহার সামগ্রী, এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    প্রধান অতিথি জোনায়েদ কবির সোহাগ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ভালো শিক্ষার্থীর পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।