যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, গণতান্ত্রিক সরকারকে বেকাদায় ফেলতে এক শ্রেণির সুশীল সমাজরা বিভ্রান্তি ছড়াচ্ছে। নীল নকশা তৈরি করছে একটি মহল। এ অপচেষ্টা বাস্তবায়ন করতে এক-এগারোর কুশীলবরা উঠে পড়ে লেগেছে।
আপনারা চাইছেন নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য। অসংবিধানিক পন্থায় একটি সরকারের কাছে ক্ষমতা দিয়ে নিজেরা সুবিধা আদায় করতেন। বর্তমানে যুব সমাজ এত বোকা নয়।
মানবিকতা ন্যায়পরায়ণতা স্বচ্ছতা দিয়ে যুবলীগ এগিয়ে যাচ্ছে। আপনাদেরও এসব যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে।
সোমবার (৩০ মে) দুপুর ১২ টায় নগরীর পাঁচলাইশের দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের সম্মেলন উদ্বোধনী বক্তব্যে পরশ এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে ব্যর্থ প্রমাণ করাতে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের ভূমিকা নিয়ে হাজির হয়েছে।
চক্রান্তকারীদের উদ্দ্যেশে পরশ বলেন, ভুলে যাবেন না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন জনগণই তাঁর শক্তি। শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে৷ তিনিই ন্যায়ের প্রতীক।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সততা, নিষ্ঠার মাধ্যমে নিজের কার্যক্রম তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর চেয়ে বড় নিরপেক্ষ কে আছেন? আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা অধীনে অনুষ্ঠিত হবেও বলেও জানান তিনি।
পরশ বলেন, ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ২০২৩ সালে আবারও জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে পরিশ্রম করতে হবে।
নগর যুবলীগকে নির্দেশনা দিয়ে পরশ বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে, গ্রুপিং বন্ধ করতে হবে, অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ করতে হবে।
মহানগর যুবলীগের আহ্বয়ক ফরদি উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন চৌধুরী, সিডিএর চেয়ারম্যান জহিরুল দোভাষ প্রমুখ নের্তৃবৃন্দরা উপস্থিত আছেন।
২৪ ঘন্টা/রাজীব