Tag: সেগুন ও গামারি কাঠ

  • সীতাকুণ্ডে এক সাপ্তাহে ১২ লক্ষ টাকার চোরাই কাঠসহ কভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে এক সাপ্তাহে ১২ লক্ষ টাকার চোরাই কাঠসহ কভার্ডভ্যান আটক

    কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ডে ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারীকাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    আজ বুধবার (১০ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে উপজেলার কদমরসুলের লালবেগ এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কাভার্ডভ্যানটি আটক করে।

    কাভার্ডভ্যানটিতে ২৫০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ ছিল। যার অনুমানিক ৬ লক্ষ টাকা বলে জানান বন কর্মকতারা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারী কাঠ বোঝায় করে (ঢাকা মেট্টো ট১৬-৭৭০৯) একটি মিনি কাভার্ডভ্যান যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদসহ স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই মিনিকাভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা এর পিছনে ধাওয়া করে লালবেগ এলাকা থেকে আটক করতে সক্রম হয়।

    এসময় গাড়ি রেখে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।

    এই বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

    উল্লেখ যে, এর আগে গত ৩জুন বুধবার ৬ লক্ষ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা এবং ৭ জুন রবিবার একলক্ষ টাকার সেগুন ও গামারী কাট আটক করে বিট কর্মকর্তারা।

    এ নিয়ে এক সাপ্তাহে ১২ লক্ষ টাকার অবৈধ কাট আটক করা হয় বলে জানান ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরসরাই নিজামপুর এলাকা থেকে কাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে নিয়ে আসেন।

    কাভার্ডভ্যানটিতে অনুমানিক ১২ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারি কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারি গোল কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ট ১১-৬০৭৫) একটি কাভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারা কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দিয়ে দেয় বন কর্মকর্তারা।

    পরে কাভার্ডভ্যানটির চালক ব্যরিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পযার্য়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করতে করতে মিরসরাই নিজামপুর এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট- কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।