Tag: সেগুন কাঠ

  • সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ কার্ভাডভ্যান জব্দ

    সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ কার্ভাডভ্যান জব্দ

    পাচার করার সময় সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    কাভার্ডভ্যানটিতে আনুমানিক তিন লক্ষ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা কাট ছিল বলে জানান বিট কর্মকর্তারা।

    বৃহস্পতিবার সকাল ৫ টার সময় গোপন সংবাদের সূত্রে কাভার্ডভ্যানের ভিতর (ঢাকা মেট্রো – ড-১২-১৯৯৭) অবৈধভাবে কাঠ পাচার কালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় জব্দ করা হয়।

    ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ বলেন, নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সেগুন গোল ও রদ্দা কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ৬ লক্ষ টাকার সেগুন কাঠসহ মিনিকাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ৬ লক্ষ টাকার সেগুন কাঠসহ মিনিকাভার্ডভ্যান আটক

    কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা ফাজিলপুর এলাকা থেকে কাঠ বোঝায় মিনিকাভার্ড ভ্যানটি আটক করে নিয়ে আসেন।

    কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ২০-০৩১৬) একটি মিনি কভার্ড ভ্যান।

    এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে।

    এক পর্যায়ে বন কর্মকর্তারা আরেকটি গাড়ি নিয়ে কভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করতে করতে ফাজিলপুর এলাকায় গিয়ে ফাজিলপুর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ এর সহযোগিতায় কভার্ডভ্যানটি আটক করতে সক্রম হয়। এরপর গাড়িটি মাদামবিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    আজ বুধবার (২২ জানুয়ারী) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরশ্বরাই থেকে কাঠ বোঝায় মিনি কভার্ড ভ্যানটি আটক করে নিয়ে আসেন ।

    কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই
    গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ১৭-৫১৫৯) একটি মিনিকভার্ড ভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যারিকেট দিয়ে আটকের চেষ্টা করেন কর্মকর্তারা। পরে কাভার্ডভ্যানটির চালক ব্যারিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পর্যায়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে মিরশ্বরাই গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদামবিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

  • সীতাকুণ্ডে ১৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ১৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠ সহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    রোববার রাত ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের সামনে সেগুন রদ্দা কাঠ বোঝায় কভার্ডভ্যান আটক করে বন কর্মকতারা। কভার্ডভ্যানটিতে অনুমানিক ১৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন রদ্দা কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে যাচ্ছিল (ঢাকা মেট্রো ট ২২-৮৭৬৮) একটি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকতার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, ও মনিরল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকতারা সহ কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট থামানোর সংকেত দিলে গাড়ি চালক সংকেত অমান্য করে ঢাকার অভিমুখে দ্রুত গতিতে চলে যেতে থাকে। বন বিভাগের কর্মকর্তরা গাড়িটির পিছনে মাইক্রো যোগে ধাওয়া করে উপজেলার লালবেগ এলাকায় গতিরোধ করে। এসময় গাড়ির চালক ও হেলপার রাস্তার পার্শে কভার্ডভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়।

    এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

  • ফটিকছড়িতে কাঠ পাচারকালে গুলিবিনিময়: কাঠ আটক

    ফটিকছড়িতে কাঠ পাচারকালে গুলিবিনিময়: কাঠ আটক

    এম জুনায়েদ,ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে গাছ চোরাকারবারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। প্রতিনিয়ত গাছ চোরাকারবারীরা চুরি করছে সরকারি বিভিন্ন বাগানের কাঠ।

    গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনছড়ি বন এলাকা থেকে গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় দুটি চাঁদের গাড়িসহ ১শত ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বন কর্মকর্তারা।

    বৃহস্পতিবার সকালে পুলিশের সহযোগিতায় গাড়ী ভর্তি এসব চোরাই কাঠ নাজিরহাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

    শোভনছড়ি বিট কর্মকর্তা আবু তাহের বলেন, উদ্ধারকৃত কাঠের মূল্য আনুমানিক দেড় লাখ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা।

    তিনি আরো বলেন, শোভনছড়ি থেকে চোরাকারবারীরা কাঠ চুরি করে নিয়ে যাওয়ার সময় কাঠগুলো আটক করতে গেলে চোরাকারবারীদের সাথে ৩ রাউন্ড গুলি বিনিময় হলে তারা পিছু হটে।

    এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই বিট কর্মকর্তা।

    উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারী বাগান থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে কাঠ।
    কাঞ্চননগর, খিরাম, নানুপুর -আজাদী বাজার সড়ক দিয়ে রাউজান হয়ে কাঠ পাচার হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। রহস্যজনক কারণে বিভিন্ন বিটের কর্মকর্তারা মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালালেও বেশিরভাগ সময় নীরব ভূমিকা পালন করে বলে একাধিক সুত্র জানিয়েছে।

  • সীতাকুণ্ডে ১৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

    সীতাকুণ্ডে ১৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

    জেলার সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন।

    আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের সামনে কাঠ বোঝায় কভার্ডভ্যান আটক করে বন কর্মকতারা। কভার্ডভ্যানটিতে অনুমানিক ১৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

    জানা যায় চট্টগ্রাম শহর থেকে চোরাই কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে যাচ্ছিল (ঢাকা মেট্রো ট ১৮-১৩৮৩) কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকতার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, ফরেস্টার স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকতারাসহ কাঠ বোঝাই কভার্ড ভ্যানটি মাদামবিবির হাট থামানোর সংকেত দিলে গাড়ি চালক সংকেত অমান্য করে ঢাকার অভিমুখে দ্রুত গতিতে চলে যায়। বন বিভাগের কর্মকর্তরা গাড়িটির পিছনে মটর সাইকেল যোগে ধাওয়া করে, এক পর্যায়ে সীতাকুন্ড উপজেলার ভাঙ্গাপুল এলাকায় গতিরোধ করে, এসময় গাড়ির চালক ও হেলপার রাস্তার পার্শে কভার্ড ভ্যান রেখে দৌড় দিয়ে পালিয়ে যায়।

    এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান। ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।