Tag: সেন্ট্রাল বয়েজ অব রাউজান

  • মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি দিল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

    মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি দিল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

    বুধবার (৬ জানুয়ারি) রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শওকত বাঙালী।

    বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ তৈয়্যব চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আবু বক্কর আরাফাত, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, মাসুম বিল্লাহ, আরফানুল ইসলাম আবির, মোবারক হোসেন, হাফেজ ইফতেখার মাহমুদ, সৈয়্যদ সালমান নূরাইন, মোঃ এরশাদ, আনিসুর রহমান কাদেরী, বেলাল হোসেন সিফাত প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

    ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

    নিজস্ব প্রতিবেদক : সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (CRI) এর তত্ত্বাবধানে ও ইয়ং বাংলা’র ব্যবস্থাপনায় দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দেওয়া হল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

    ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮ টায় ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড বিজয়ী শীর্ষ ৩০ টি সংগঠনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স ক্যাটাগরিতে ৪র্থ স্থানে থাকা চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম সামাজিক সংগঠন “সেন্ট্রাল বয়েজ অব রাউজান” এই পুরষ্কারে ভূষিত হয়।

    জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য এবার ৬০০ টিরও বেশি সংগঠন আবেদন করে। এদের মধ্যে প্রাথমিক তালিকায় থাকা সংগঠনগুলোর মধ্য থেকে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, দরিদ্রদের উন্নয়ন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, পরিবেশ সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনসহ আরো বেশ কিছু ক্ষেত্রে অবদানের জন্য এই সংগঠনগুলো থেকে বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়।

    এতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনবদ্য ভূমিকা রাখায় সেন্ট্রাল বয়েজ অব রাউজান’কে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড” এ ভূষিত করা হয়।

    এ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম বলেন, আমাদের এই অর্জন সমগ্র রাউজানবাসীর। আমরা মানুষের দুঃসময়ে আমাদের রাউজানবাসীর অভিভাবক এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশে নিজের জীবন বাজি রেখে কাজ করেছি। আজ এর স্বীকৃতি পেলাম। ফারাজ করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় আমাদের এই সংগঠন আরো বহুদূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

    জানা যায়, দুর্যোগকালীন সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতায় ২০১৫ সাল থেকে কাজ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এ পর্যন্ত ৭০ হাজার মানুষকে ত্রাণ দিয়েছে প্রতিষ্ঠানটি।

    করোনা প্রাদুর্ভাবের কঠিন সময়ে এই সংগঠনের সদস্যরা জীবন বাজি রেখে অসহায় মানুষের জন্য কাজ করেছে। বর্তমানে শতাধিক সদস্য এই প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছেন। দেশব্যাপী কাজের পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • রাঙ্গামাটিতে সেন্ট্রাল বয়েজ’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান, থাকবেন ফারাজ করিম

    রাঙ্গামাটিতে সেন্ট্রাল বয়েজ’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান, থাকবেন ফারাজ করিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান: মেধা ও মননের সংগঠন “সেন্ট্রাল বয়েজ অব রাউজান” এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান হবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজান মুন্সির মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সস্থ সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রস্তুতি সভায় ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

  • মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের বিনির্মাতা হিসেবে নিজেদের গড়ে তোলবে। এরাই আগামীতে রাউজানের স্বপ্ন দ্রষ্টা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মতো আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

    চট্টগ্রামের রাউজানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সন্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আরো : পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    বক্তারা আরো বলেন, একজন সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষে এই ধরণের আয়োজন নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

    আজ ৬ নভেম্বর বুধবার সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।

    উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবু রতন কান্তি দেবাশীষ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

    এছাড়াও অতিথি ছিলেন ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী শিকদার, পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ন আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব তপন দে, রাউজান পৌরসভা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

    স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ নগদ টাকা মেধাবৃত্তি হিসেবে প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মোহাম্মদ রিফাত, রাকিব চৌধুরী, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, মিজানুর রহমান, ওমর ফারুক মনি, মোহাম্মদ আরমান, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ রবিন, তাজনবী ইমন, মোহাম্মদ ফয়সাল, আরমান উদ্দিন, সাজ্জাদ হোসেন, প্রিয়টন দে, জুনাইদ উল্লা তুষার, নুর উদ্দিন মুন্না, অমিত দাশগুপ্ত, নেওয়াজ চৌধুরী, ফরহানুল ইসলাম, তৌসিফ আহমেদ রাহাত, জাহেদুল ইসলাম ফরহাদ, জুনায়েদ আহমেদ শওকত, তামিম শিকদার সাইফ, মোহাম্মদ নাহিদ, এফ.এ ফাহিম, মোরশেদ আলম, তানভীর হোসেন প্রমুখ।

  • পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    রাউজান থেকে বার বার নির্বাচিত সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে উত্তর চট্টলার আলোচিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

    আগামী ৬ই নভেম্বর সাংসদের ৬৬তম জন্মদিনে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে থাকছে সন্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।

    সাংসদপুত্র, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজকর্মী ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাউজানের যে সকল মেধাবী শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সম্মাননা স্মারক ও মেধাবৃত্তি প্রদান করা হবে।

    কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান ছাড়াও যে সকল মেধাবী শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।

    সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব ও সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি বলেন, সাংসদপুত্র, তরুণ প্রজন্মের অহংকার ফারাজ করিম চৌধুরী যুব জাগরণে যেভাবে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন তাতে করে আগামী দিনে কোনো মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সমস্যার কারণে নিজের কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের সুযোগ থেকে বঞ্চিত হবেনা।

    রাউজানের যে সকল মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিন্মের নাম্বারগুলোতে যোগাযোগ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

    এসব নাম্বারে ০১৮১৫ ৩৭৩১৪৮, ০১৮২৯ ৯৯১৮১৭৬, ০১৮৬৫ ৭৬৪৪৬৫, ০১৮৫৬ ২০৭৮১৩ যোগাযোগ করে ব্যাতিক্রমী এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন মেধাবী শিক্ষার্থীরা

  • রাউজানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি : বৃদ্ধের কারাদণ্ড

    রাউজানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি : বৃদ্ধের কারাদণ্ড

    রাউজানে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ রফিক(৬০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এই দণ্ডাদেশ দেন।

    মোঃ রফিক উপজেলার ৭ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারী পাড়ার মৃত নবাব মিয়ার পুত্র।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম জানান, গত শুক্রবার স্কুল বন্ধের দিন এলাকার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বান্ধবীকে সাথে নিয়ে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান জনৈক স্কুল ছাত্রী। এ সময় মোঃ রফিক শ্রেণী কক্ষে প্রবেশ করে পঞ্চম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীটির শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তার সাথে থাকা বান্ধবীটি চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হয়।

    পরে বিষয়টি স্থানীয়দের কেউ রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীকে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের হেল্পডেস্ক টিমকে বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ প্রদান করেন।

    রবিবার সকালে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের হেল্পডেস্ক টিমের সদস্যরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের কাছে বিষয়টির খোঁজ নেন।

    এ সময় স্থানীয় লোকজন বলেন, রফিকের বিরুদ্ধে শ্লীলতাহানির একাধিক অভিযোগ রয়েছে। পরে হেল্পডেস্ক টিমের সদস্যরা কৌশল অবলম্বন করে রফিককে হাজির করে রাউজান থানায় নিয়ে আসেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণের ভিত্তিতে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, মোঃ রফিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।