Tag: সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন

  • চট্টগ্রাম উত্তর-দক্ষিণ শাখার উদ্যোগে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    চট্টগ্রাম উত্তর-দক্ষিণ শাখার উদ্যোগে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    দেশব্যাপী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে গতকাল শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখা কর্তৃক মাস্ক বিতরণ ও কেক কেটে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের উত্তর জেলার সাধারণ সম্পাদক হোসেন আল জাহিদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ।

    আরো বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম সুমন, দক্ষিণ জেলার সভাপতি এডভোকেট নুরুল আলম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শাহ ইমন, উত্তর জেলার সহ-সভাপতি মইনুল আবেদিন বিজয় অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মুরাদ আহমেদ শাওন, শাওন আরাফাত, আকরাম হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ৷

    অনুষ্ঠানে বক্তারা বলেন ছোট ছোট মানবিক কাজের মধ্য দিয়ে শুরু করে আরও বড় পরিসরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা শীতবস্ত্র থেকে স্কুল কলেজ ও ইউনিভার্সিটি পর্যায়ে অসহায় শিক্ষার্থী, দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।

    অসহায় মুমূর্ষ রোগীদের জন্য রক্ত জোগাড় করে দিতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সকল মানবিক কর্মীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে জানান উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হোসেন আল জাহিদ সুমন। তিনি সকল দানবীর দানশীল মানুষকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

  • হালিশহরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    হালিশহরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের আওতাধীন হালিশহর থানার উদ্যোগে শুক্রবার (২৫ ডিসেম্বর) নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া দারুচ্ছুন্নাহ ও এতিমখানায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, শিক্ষা সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হালিশহর বি ব্লক ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মনির কাউছার, পোর্ট ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

    উল্লেখ্য, “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এ শ্লোগান কে ধারন করে ২০১৫ সনের ৯ জানুয়ারি শীতার্ত পথবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।

  • সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা

    সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা

    সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় ভাবে ২০২০-২১ সেশনের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

    কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি সলিম উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হোসাইন আল জাহিদ সুমন।

    আগামী ০১ সপ্তাহের মধ্যে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ ভাবে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

    মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে পথচলা শুরু সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন (Save The Future Foundation) এর। চেয়ারম্যান হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।

    এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন।

  • সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তরজেলার উদ্যোগে পথশিশুদের সাথে দুপুরের খাবার

    সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তরজেলার উদ্যোগে পথশিশুদের সাথে দুপুরের খাবার

    মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে পথচলা শুরু সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন (Save The Future Foundation) এর।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই সংগঠনটি বাংলাদেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবন মান উন্নয়নের উদ্দেশ্যে।

    এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম উত্তরজেলার আয়োজনে পথশিশুদের সাথে বিশিষ্টজনের দুপুরের বিরিয়ানি ভোজ ও আলোচনা সভা।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকর্মী ও রাজনীতিবিদ শফিউল আলম বলেন, আমাদের সমাজের মৌলিক অধিকার বঞ্চিতদের মাঝে আলো পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের মত যুবসমাজের, আমরাই পারি এই সমাজকে বদলে দিতে, এক পর্যায়ে উনি আজীবন এই সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সদস্য মাহবুবুল ইসলাম সুমন।

    সভাপতির বক্তব্যে সুমন বলেন, আমরা সমাজের প্রতিটি সচেতন ব্যক্তি যদি একটি করে সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিতে পারি তাহলে আমাদের সমাজ থেকে এই কলঙ্ক নির্মূল হয়ে যাবে।

    তিনি আরো বলেন, এই সকল বাচ্চাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে কখনো আমাদের স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব নয়। উত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলায় একটি করে হলেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ ও স্থায়ীভাবে শিক্ষাদানের লক্ষ্যে শিক্ষা কেন্দ্র স্থাপন করার ইচ্ছাপোষণ করেন।

    সুমনের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি শফিউল আলম একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের সঞ্চালক তরুন ছাত্রনেতা ও সমাজকর্মী হোসেন আল জাহিদ সুমন উপস্থিত সবার কাছে এই ফাউন্ডেশনের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান।

    এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা বাবর উদ্দিন সাগর, আফাজউদ্দিন বাপ্পী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভুঁইয়া, মানবতার ফেরিওয়ালা খ্যাত মেহেদি হাসান, আলোর আশা যুব ফাউন্ডেশন ও সোহা স্কুলের প্রতিষ্ঠাতা আনওয়ার এলাহী ফয়সাল, ছাত্র নেতা রোজন, গোলাম মোস্তফা, ওমর ফারুক, রাজনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপস্থিত সকলে এই সংগঠনের পাশে থেকে মানবিক কাজে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম