চট্টগ্রাম জেলা পর্যায়ে সেরা করদাতার সম্মাননা পেলেন সীতাকুণ্ডের এস এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন।
১৩ নভেম্বর বুধবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ২০১৮-১৯ করবর্ষে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।
শিপ ব্রেকিং ইয়ার্ড ব্যবসায়ী আলহাজ্ব মোঃ লোকমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।
অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রাম জেলার প্রায় ৮০ জন সেরা করদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ব্যবসায়ী মো: লোকমান হোসেন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার আলহাজ্ব মোঃ সিরাজুল হক এর পুত্র। এস এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান দীর্ঘ ৩০ বছর যাবৎ সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।