Tag: সেলাই মেশিন

  • লোহাগাড়ায় বিপ্লব বড়ুয়ার উদ্যোগ : ১৫ অসহায়-দুস্থ মহিলা পেল সেলাই মেশিন

    লোহাগাড়ায় বিপ্লব বড়ুয়ার উদ্যোগ : ১৫ অসহায়-দুস্থ মহিলা পেল সেলাই মেশিন

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে উপজেলার ১৫ জন অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    ৫ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এসব সেলাই মেশিন আনুষ্টানিকভাবে দুস্থ মহিলাদের হাতে তুলে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল কবির সেলিম, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো. ইলিয়াছ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রাসেলও আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসেন রবিন প্রমুখ।

    জানা যায়, মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে দুস্থ মহিলার মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • কিশোরগঞ্জে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অটো রিকশা ও সেলাই মেশিন প্রদান

    কিশোরগঞ্জে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অটো রিকশা ও সেলাই মেশিন প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ।ডেস্ক : ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন-যাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশব্যাপী দারিদ্র্য বিমোচন কার্যক্রমের অংশ হিসাবে কিশোরগঞ্জে কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে ৪টি অটো রিকশা ও ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।

    ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩ টায় ‘কিশোরগঞ্জস্থ শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে’ কর্মহীন মানুষদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট সামাজসেবক হাজী মোহাম্মদ হানিফ মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন চরশোলাকিয়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া ।

    মোহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পর্ষদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, সাংগঠনিক সমম্বয়ক মোহাম্মদ কিবরিয়া চেরাগী, মোহাম্মদ শফিকুর রহমান, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শফিক কবির ও মোহাম্মদ ফারুকুজ্জামান প্রমুখ।

  • ঘোষণা ছিল সেলাই মেশিন এক্সেসোরিজের এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী : জব্দ

    ঘোষণা ছিল সেলাই মেশিন এক্সেসোরিজের এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী : জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকার শিমু ট্রেডিং হাউস নামে একটি প্রতিষ্ঠানের নামে হংকং থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা ছিল সেলাই মেশিন এক্সেসরিজ। কিন্তু চালানে এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষাতে এসব মালামাল ধরা পড়ে।

    মিথ্যা ঘোষণায় প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করায় চালানে আসা মালামালগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন জানান, কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতার কারণে এই বিশাল শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে।

    তিনি বলেন, চালানে সেলাই মেশিন এক্সেসরিজ থাকার কথা থাকলেও চালানটির কায়িক পরীক্ষায় ৮৩ হাজার ৫শ পিচ স্কার্ফ, ১ লাখ ইনসুলিন সিরিঞ্জ, ৩৭৯ জোড়া জুতা, ৩টি সাইকেল, ১১৩টি লেডিস ব্যাগ, ৪০টি ঘড়ি, ১০ লিটার শ্যাম্পু, ৩ লিটার ফেস ওয়াশ ও ২টি এয়ারকন্ডিশন পাওয়া যায়।

    পণ্যগুলো জব্দ করার পাশাপাশি এসব পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানা তিনি।

  • আনোয়ারায় দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

    আনোয়ারায় দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আনোয়ারা উপজেলার দুস্থ ৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

    আজ শুক্রবার দুপুরে মন্ত্রীর চট্টগ্রাম নগরীস্থ সার্সন রোডের বাস ভবনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রাম-১৩ নির্বাচনী এলাকায় বিতরণের জন্য এসব সেলাই মেশিনের বরাদ্দ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

    মন্ত্রীর হাত থেকে বরাদ্দকৃত সেলাই মেশিন গ্রহণ করেন ফরিদা বেগম, লাখি আকতার, শিরীন আকতার, মুন্নি সোলতানা রূপা ও রুজি আকতার।

    এসময় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি উপস্তিত ছিলেন।

    এছাড়াও সেলাই মেশিন বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা রাবেয়া চৌধুরী, আনোয়ারা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদারসহ উপজেলার বিভিন্ন প্রতিনিধিগণ।

  • রাউজানের কদলপুর ইউনিয়নে সেলাই মেশিন পেলেন ১৬ নারী

    রাউজানের কদলপুর ইউনিয়নে সেলাই মেশিন পেলেন ১৬ নারী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ১৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।

    স্থানীয় কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ ভট্টচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী,নাসিরুল হক চৌধুরী ,কাজী সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন জয়নাল, সাইফুল হক চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, ম্যালকম চক্রবতী, সেলিম উদ্দিন, পঙ্কজ ভট্টচার্য্য, ইউপি সদস্য মুরাদুল হক চৌধুরী, নাছির উদ্দিন , আলী আকবর, মোহাম্মদ রাশেদ, ইলিয়াছ মিয়া, আবু তৈয়ব চৌধুরী, জয়নাল আবেদীন, আবদুল করিম, রণিকা ভট্টচার্য্য, জেনু বড়ুয়া,রাশেদা বেগম, মোহাম্মদ লোকমান প্রমুখ।