Tag: সেলাই মেশিন বিতরণ

  • বঙ্গমাতার জন্মদিনে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

    বঙ্গমাতার জন্মদিনে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় টেলিভিশনে প্রধানমন্ত্রীর ভাষন উপভোগ এবং দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় ৮ আগষ্ট শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হলরুমে এ বিষয়ে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি তহমিনা আক্তার মোল্লা, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক দ্রৌপতি দেবী আগরওয়ালা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ।

    আলোচনা সভা শেষে সদর উপজেলার ৬ জন দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়াও জেলার ৪টি উপজেলা গুলিতেও ৬ টি করে সেলাই মেশিন দেওয়া হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • সীতাকুণ্ডে মুজিব বর্ষ উপলক্ষে ৩০ জন দরিদ্র মহিলা পেলেন সেলাই মেশিন

    সীতাকুণ্ডে মুজিব বর্ষ উপলক্ষে ৩০ জন দরিদ্র মহিলা পেলেন সেলাই মেশিন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে এল.জি.এস.পি প্রজেক্ট -৩ এর আওতায় আত্ম-কর্মসংস্থানের জন্য ৩০ জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

    রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম এসব মেশিন তাদের হাতে তুলে দেন।

    অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যাবৃন্দ, আওয়ামীলীগ নেতা আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সওঃ, আবুল হোসেন বাবুল, কামরুজ্জামান, মুন্সী কোম্পানি, তৌহিদ, পেয়ার আহম্মদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, আমজাদ, সেলিম মজিদ, ছাত্রলীগ সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক মোঃ আদিল, ছাত্রনেতা আশরাফ, ফারুক, নাজমুল, তুহিন, রানা, তারেক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে ইপসার পক্ষ থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    সীতাকুণ্ডে ইপসার পক্ষ থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    কামরুল ইসলাম দুলুঃ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সীতাকুণ্ডে ইপসা’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম মফিজুর রহমান মিলনায়তনে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এক সময় নারীরা পিছিয়ে থাকলেও বর্তমানে সর্বক্ষেত্রে অবদান রাখছে নারীরা।

    তিনি আরো বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মকান্ডে নারী জনগোষ্ঠীর অংশগ্রহণের কোন বিকল্প নেই। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে এর ফলে বর্তমান সরকারের অর্থনৈতিক কর্মকান্ড- সম্প্রসারিত হবে এবং দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

    ইপসা’র অর্থ সম্পাদক পলাশ কুমার চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, মুরাদপু্র ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,প্রাথমিক শিক্ষা অফিসার মো.নুরুচ্ছফা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমূখ।