Tag: সৈয়দপুর বিমানবন্দর

  • পহেলা জুন থেকে চালু হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর

    পহেলা জুন থেকে চালু হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর

    নীলফামারী প্রতিনিধি:করোনা ভাইরাসের কারনে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু হতে যাচ্ছে।

    সোমবার (পহেলা জুন) থেকে আগের রূপে ফিরতে পারে এই বিমানবন্দর। তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা- সৈয়দপুর ঢাকা যাত্রীবাহী বিমান আকাশপথে চলাচল করবে।

    বিষয়টি নিশ্চিত করে রবিবার(৩১ মে) সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত কুমার জানিয়েছেন,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলার প্রতিদিন তিনটি করে ফ্লাইট চলাচল করবে।

    এর আগে করোনা ভাইরাসের সব ধরনের স্বাস্থ্যবিধি বিশেষ করে শারীরিক দূরত্ব মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা যাবে বলে জানান সৈয়দপুর বিমানবন্দরের নির্ভরযোগ্য একটি সুত্র।

    ১ জুন থেকে সীমিত পরিসরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।

    উল্লেখ্যঃ- যাত্রীদের সুরক্ষায় শারীরিক পরীক্ষা করার জন্য স্ক্যানিং ব্যবস্থাসহ প্রবেশ পথে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। সরকারের সব নিয়ম মেনে বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।এর আগে গত ২৫ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বন্ধ করে দেয় সিএএবি।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • সৈয়দপুর বিমানবন্দরে বহিরাগতদের হামলায় আহত এপিবিএন সদস্য হাসপাতালে

    সৈয়দপুর বিমানবন্দরে বহিরাগতদের হামলায় আহত এপিবিএন সদস্য হাসপাতালে

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে জোড় পূর্বক প্রবেশ করার সময় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলার শিকার হয়ে এপিবিএন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এ ঘটনায় মামলা হওয়ায় বহিরাগত তিন মোটর সাইকেল আরোহীকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে বিমানবন্দরের প্রবেশ পথে।

    সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চতুর্থ তলায় ৩০ নং বেডে চিকিৎসাধিন এপিবিএন সদস্য কনস্টেবল মোঃ সেলিম হোসেন জানান, বিমানবন্দরে আন্তর্জাতিক মানে উন্নীত করণের কাজ চলমান থাকায় মূল ভবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধ রয়েছে। শুধুমাত্র যাত্রী ও সহযোগী ১ জন ছাড়া কেউ এখন সেখানে যেতে পারেনা। কিন্তু আজ সকাল আনুমানিক ১১ টার দিকে দুইজন মোটর সাইকেল আরোহী বিমানবন্দরে প্রবেশকালে তাদের প্রবেশে নিষেধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে উটে এবং বলতে থাকে আমরাদেরকে চেনো।

    এসময় তাদের বিমানবন্দর ম্যানেজারের অনুমতি নিয়ে প্রবেশ করার জন্য বলা হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে প্রতিবাদ করলে তারা মোটর সাইকেল থেকে নেমে আমাকে ধাক্কা দেয় এবং আমার পোশাক ছিড়ে ফেলে। এতে বাধা দিলে তারা দু’জনে মিলে পাশে থাকা গাছের সাথের লাঠি খুলে নিয়ে আমার উপর হামলা চালায় এবং বেড়ক মারপিট করে। এতে আমি হাতে পায়ে এবং মাথায় মারাত্মকভাবে জখম হই।

    পরে বিমাবন্দরে দায়িত্বরত এপিবিএন সদস্যসহ আনসার ও পুলিশ সদস্যরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মোটর সাইকেল আরোহী তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    এ ঘটনায় এপিবিএন’র ইন্সপেক্টর সালেকুজ্জামান বাদী হয়ে আটক ৩ জনের নামে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন।

    আটক ব্যক্তিরা হলো সৈয়দপুর শহরের হাতীখানা মহল্লার শরিফের ২ ছেলে মোঃ ওমর আলী (২৪), হায়দার আলী (২২) এবং আলী আহসানের ছেলে এজাজ আহমেদ (২৫)।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে কাঠমান্ডুর প্রস্তাবকে স্বাগত জানাল ঢাকা

    সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে কাঠমান্ডুর প্রস্তাবকে স্বাগত জানাল ঢাকা

    বাংলাদেশ ও নেপালের মধ্যে যোগাযোগ জোরদারের অংশ হিসাবে নিলফামারি জেলার সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে কাঠমান্ডুর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঢাকা।

    আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নেপালের পররাষ্ট্র মন্ত্রী প্রদীপ কুমার গ্যাওয়ালির মধ্যে দিপক্ষীয় বৈঠক শেষে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই বিমানরন্দর ব্যবহারের জন্য নেপাল একটি প্রস্তাব দিয়েছে।’

    তিনি বলেন, এখন একটি কারিগরি কমিটি দেখবে যে, কী ধরনের বিমান এখানে ওঠানামা করতে পারবে। এই বিমানবন্দরটি সম্প্রসারিত করা হচ্ছে।

    বর্তমানে ১২ থেকে ১৪টি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে চলাচল করে। তাই লোকজন সহজেই ঢাকায় আসতে পারছেন।’

    মন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশ বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে এবং এই ক্ষেত্রে বিদ্যমান বাধা অপসারণ করতেও একমত হয়েছে।

    নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় সংস্থা জিএমআর নেপালে শিগগিরই একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করতে যাচ্ছে। ফলে বাংলাদেশ আগামী পাঁচ/ছয় বছরের মধ্যে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ পেতে পারে। বাংলাদেশের আমন্ত্রণে গ্যাওয়ালি সোমবার এখানে পৌঁছেছেন।

    ১৯৭৯ সালে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে যাত্রা শুরু করে সৈয়দপুর বিমানবন্দর। এটি মোট ১৩৬.৫৯ একর জমির উপর অবস্থিত। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এটি পরিচালনা করছে। বিমানবন্দরটি সৈয়দপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে এবং রাজধানী ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

    তিনটি বিমান পরিবহন; বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।

  • ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

    ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ ১৭ ফেব্রুয়ারী সোমবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী। এ কারণে দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় প্রায় আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। একই অবস্থা দেখা গেছে সড়ক ও রেলপথের পরিবহন যাতায়াতে।

    সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, (সকাল ১০টা) ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা রয়েছে মাত্র ২০০ মিটারের কম। গত দুই দিন থেকে ঘন কুয়াশার কারনে এ অবস্থা চলছে বিমানবন্দরে। এতে সকালের ফ্লাইটগুলো প্রায় ২ ঘন্টা দেরিতে চলাচল করছে।

    ঘন কুয়াশার কারনে সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী উড়োজাহাজের সিডিউল বিপর্যয় হয়েছে। বেলা ২টা পর্যন্ত কোন উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরন না করায় ঢাকাগামী ৪টি উড়োজাহাজের আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। অপরদিকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে একই সংখ্যক সৈয়দপুরগামী যাত্রী আটকা পড়েছে।

    এদিকে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে চলছে বাহনগুলো। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে পারছেনা দূরপাল্লার কোচগুলো। সিডিউল মেনে চলছে না ট্রেনগুলো।

    ঘন কুয়াশা পড়লেও গতকাল রবিবারের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রী বেড়েছে। সোমবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রী সেলসিয়াস।

    সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দত্ত জানান, ঘন কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে।

  • সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নায়ক আকবর আলীকে রাজকীয় সংবর্ধনা

    সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নায়ক আকবর আলীকে রাজকীয় সংবর্ধনা

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে সৈয়দপুর বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সৈয়দপুর উপজেলা প্রশাসনের সাথে সর্বস্তরের ক্রিকেটপ্রেমী আপামর জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেছে।

    ১৩ ফেব্রুয়ারী দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    ফ্লাইট নামবে সাড়ে ১২ টার দিকে। কিন্তু সকাল ১০র মধ্যে সৈয়দপুর বিমানবন্দরে মানুষ আর মানুষ। অপেক্ষা কখন আসবে জাতীয় বীর। এই অপেক্ষা বাংলাকে ১ম বিশ্বকাপের স্বাক্ষী করার সেই নায়ক আকবর আলীর জন্য। অপেক্ষা আর অপেক্ষা। অতঃপর সৈয়দপুরে নামলেন নায়ক।
    সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া হয় সংবর্ধনা। ব্যাজ পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাসিম আহমেদ।

    উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত সহ অন্যান্য কর্মকর্তারা।

    এসময় তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি সত্যিই অভিভুত এবং এ অভিজ্ঞতা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে আজ।
    পরে সবার ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় নায়ক রংপুর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন।

    এসময় বিমানবন্দর থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দু’ধারে সর্বস্তরের মানুষ পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানায়।

  • নভো এয়ার ও ইউএস বাংলার সিডিউল বিপর্যয়,সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তিতে

    নভো এয়ার ও ইউএস বাংলার সিডিউল বিপর্যয়,সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তিতে

    সৈয়দপুর বিমানবন্দরে নির্ধারিত সময়ে ফ্লাইট না হওয়ায় তিনটি কোম্পানীর এয়ারক্রাফটে ঢাকায় যাওয়ার জন্য আগত যাত্রীরা দূর্ভোগে পড়েছে।

    শনিবার (২ নভেম্বর) সকালে নভো এয়ারের একটি ফ্লাইট প্রায় ২ ঘন্টা বিলম্বে আসে। এসময় শতাধিক যাত্রী ভোগান্তি পোহায়ে অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

    একইভাবে বিকালে একই কোম্পানীর আরেকটি ফ্লাইট পৌনে একঘন্টা বিলম্বে আসে এবং সৈয়দপুর ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে অপেক্ষমান যাত্রীরা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া চলার কারণে এমনটি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেলেও বিলম্বের কারণ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার কিছুই জানেন না বলে জানিয়েছেন।

    এদিকে ইউএস বাংলার একটি ফ্লাইট বিকালে আসার কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে রাত হলেও দেখা নেই। বিমানবন্দরের প্যাসেঞ্জার লাউঞ্জে অপেক্ষমান যাত্রীরা প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করেও কোন সঠিক উত্তর পাচ্ছেন না কর্তৃপক্ষের কাছ থেকে।

    সন্ধ্যায় সরেজমিনে গিয়ে বিমানবন্দরে দেখা যায় অসংখ্য যাত্রী ফ্লাইটের অপেক্ষায়। ইউএস বাংলার একটি ফ্লাইট বিকাল ৪ টায় আসার কথা থাকলেও তা সন্ধা ৭ টায় আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

    এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দত্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে বা বিকালে কোন ফ্লাইট বিলম্বে এসেছে বা চলে গেছে এ ধরণের কোন তথ্য তার জানা নেই। একইভাবে ৪টার ইউএস বাংলার ফ্লাইট সন্ধা ৭টায় আসবে এমন খবরও তিনি জানেন না।

    একইদিনে ৩ টি ফ্লাইটের দীর্ঘ বিলম্বের কারণে প্রায় সহস্রাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অসহনীয় অপেক্ষার পর সকালে ও বিকালে নভো এয়ারের যাত্রীরা যেতে পারলেও ইউএস বাংলার যাত্রীরা আদৌ যেতে পারবেন কি না এ নিয়ে চরম সংশয়ে আছেন।

     

  • সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীতকরণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে : বিমানমন্ত্রী

    সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীতকরণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে : বিমানমন্ত্রী

    বর্তমান সরকারের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীতকরণের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরিকল্পনার অন্যতম প্রকল্প।

    যা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনাসমূহ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যই মতবিনিময় সভা মিলিত হওয়া।

    উপরোক্ত মন্তব্য করেছেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী এমপি।

    তিনি আজ ২৪ অক্টোবার বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নীলফামরী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুল ইসলাম, বাংলাদেশ পর্যটন কর্পোারেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণাালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ আলী, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ শামিম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

    মত বিনিময় সভায় বিমানমন্ত্রী আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর কে আন্তর্জাতিক করার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কারণ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাগিদ দিয়েছেন। তাই আমাদের আগমন এবং এ মত বিনিময় সভা।

    তিনি বলেন, এজন্য জমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার স্থাপনা দ্রুত স্থানান্তর করতে তিনি এ কাজ দ্রততার সাথে সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন এবং কর্তৃপক্ষকে সতর্কতা ও বিচক্ষণতার সাথে কাজ সম্পন্নকরণে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ প্রদান করেন।

    বিমানবন্দর আন্তর্জাতিক করার জন্য প্রায় ৮ শত ৯৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। এ কারণে বর্তমান সৈয়দপুর-পার্বতীপুর সড়কসহ সৈয়দপুর সেনানিবাসের বিভিন্ন স্থাপনা একিভূত হবে। এর ফলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পৃথক একটি সড়ক নির্মাণ করতে হবে। পাশাপাশি শহরের রাবেয়া মোড় এলাকা দিয়ে আরেকটি নতুন সড়ক তৈরী করা হবে।

    এভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে সৈয়দপুরে। এতে করে সৈয়দপুরের বর্তমান অবস্থার অনেকগুণ বেশি উন্নয়ন সাধিত হবে। পরিবর্তন ঘটবে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থানের। বৃদ্ধি পাবে নানামুখি কর্মসংস্থান এবং অবকাঠামোগতভাবে আমূল পরিবর্তন হবে পুরো উত্তরাঞ্চলের।

    মন্ত্রী বলেন, জমি অধিগ্রহণে কোন জমির মালিকই কোনভাবেই প্রতারণার শিকার হবেন না এবং এক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোন প্রকার সংশ্লিষ্টতা বরদাস্ত করা হবেনা।

    সৈয়দপুর ও পার্বতীপুরের জমির মূল্যের তারতম্য বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

    সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ সম্পন্ন হলে প্রাথমিকভাবে ভারত, নেপাল, ভূটান ও শ্রীলংকার সাথে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা উন্নীত হবে। এতে করে এদেশগুলোর সাথে ব্যবসায়ীক কার্যক্রম সম্প্রসারণে অনেক সুযোগ সৃষ্টি হবে। দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করণের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।