Tag: সৈয়দপুর

  • সৈয়দপুর বাইপাস সড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

    সৈয়দপুর বাইপাস সড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

    নীলফামারীর সৈয়দপুর শহরের সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ধলাগাছ মোড়স্থ বাইপাস থেকে এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

    ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গুরুত্বর আহতাবস্থায় যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ।

    এলাকাবাসীরা জানায়, ঘটনার রাতে এশার নামাজের আজানের পর ওই পথে আসা কয়েকজন মুসল্লি দেখতে পান মহাসড়কের উপর যুবকটির ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে।

    তারা কাছে গিয়ে টের পান যে যুবকটি এখনও বেঁচে আছেন। এমতাবস্থায় তারা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছে। বর্তমানে সেখানেই তার মৃতদেহ রয়েছে। তবে এখনও পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যুবকটি সড়ক দূর্ঘটনার শিকার।

    উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক থেকে দুই জনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাত সোয়া ৮টার দিকে বাইপাস মহাসড়কের বসুনিয়াপাড়া মোড়ের নিকট থেকে মুমুর্ষ অবস্থায় জয়দেব রায় (৩০) নামে এক যুবককে উদ্ধার করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর মারা যায় ওই যুবক। নিহত জয়দেব রায় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের পুত্র। সে উত্তরা ইপিজেডের কট বিডি লিমিটেড এর শ্রমিক।

    আরো:: উখিয়ায় একই পরিবারের ৪ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

  • সৈয়দপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

    সৈয়দপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

    নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা বৃদ্ধটি অবশেষে মারা গেছেন।

    ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। মৃতের মরদেহ নীলফামারী মর্গে সংরক্ষিত রয়েছে। মৃত. বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।

    জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় শহরের দারুল উলুম মাদরাসা মোড় থেকে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসক তার অবস্থা অত্যন্ত গুরুত্বর বলে জানান।

    এতে উদ্ধারকারীরা তাৎক্ষনিক বৃদ্ধের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচার করলেও তার কোন ওয়ারিশ না আসায় পরিচয় জানা যায়নি। দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার দুপুরে অবশেষে তিনি মারা যান। এমতবাস্থায় বৃদ্ধের মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়।

  • সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আন্ত:ক্লাস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী শিক্ষক বিলকিস বানু, সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল হক।

    ‘দুর্নীতিই উন্নয়নের অন্তরায়’ শীর্ষক ওই বিতর্ক প্রতিযোগিতাটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রেজা মাহমুদ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সেলিম সরকার, কৃষিবিদ লোকমান হাকিমসহ অন্যন্য শিক্ষকন্ডলী।

    প্রতিযোগিতায় ৬ টি দল অংশগ্রহন করে। এদের মধ্যে ৯ম বিজ্ঞান শাখার সামিরা তানজিবা দিনার দল ১ম স্থান অধিকার করেন। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন একই শাখার সানজিদা আক্তার শোভা। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।

  • সৈয়দপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি বিপাকে শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ

    সৈয়দপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি বিপাকে শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ

    শরৎকালের গুড়ি গুড়ি বৃষ্টি নীলফামারীর সৈয়দপুরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ২৪ ও ২৬ এ উঠানামা করছে।

    আজ ২৯ সেপ্টেম্বর রবিবার আবহাওয়া সৈয়দপুরে সর্বোচ্চ ২৪ ও সর্বনিম্ন ২৩ ডিগ্রী সেলসিয়াস।

    আকাশে কালো মেঘ আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি। সকাল থেকে দুপুর কোনো সময়ই সূর্যের দেখা নেই। এতে থমকে গেছে পুরো শহরের ব্যস্তময় জীবন। বাড়ির বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। কেউ কেউ বের হচ্ছে ছাতা নিয়ে ব্যস্ততার কারণে।

    এর মধ্যে বৃষ্টিতে বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষার্থী, দিনমজুর খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশা ও অটোচালকদের জীবনের তাগিদে বৃষ্টিতে ভিজে রাস্তায় বের হতে দেখা যায়।

    শিক্ষার্থীদেরও সময় মত ছুটতে হচ্ছে স্কুলে। আবার ছুটির সময় বাড়ি ফিরতে বৃষ্টির কবলে পড়ে অনেকের নাস্তানাবুদ অবস্থা।

    সকাল কিংবা রাত থেকেই আকাশে কালো মেঘের রাশি। এর কিছুক্ষণ পরে গুড়ি গুড়ি ও মুষল ধারে বৃষ্টি ঝরছে। এতে পথচারীদের নানান কাজে ছুটাছুটি করতে দেখা যায়। কখন থেমে থেমে আবার কখন মাঝারি, কখন বা হালকা গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে কর্দমাক্ত হয়ে উঠছে।

    উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি জমেছে। এতে একেবারে নিচু জমির ফসলগুলো পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি সবজির ক্ষেতগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কৃষকসহ চাষিদের দুশ্চিন্তা দেখ দিয়েছে। এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি চলতে থাকে তাহলে বিভিন্ন শাক ও সবজির ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে।