Tag: সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী

  • নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকতের নজিবুল বশর মাইজভান্ডারী

    নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকতের নজিবুল বশর মাইজভান্ডারী

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি। এবারের নির্বাচনে ফুলের মালা প্রতীক পেয়েছিলেন সৈয়দ নজিবুল বশর।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আমি আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী হয়েছেন আটজন। এর মধ্য, আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার।

    এছাড়া, আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব তরমুজ প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহামমদ ফেরদৌস আলম চেয়ার প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান ঈগল প্রতীক নিয়ে, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুফদ্দীন আহমদ একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।

  • ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নজিবুল বশরের সাক্ষাৎ

    ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নজিবুল বশরের সাক্ষাৎ

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ জুন) এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

    এ সময় তাদের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিছু কর্মকর্তার বিবৃতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। তবে, সেই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী, বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্কের ওপর জোর দেন।

    এ সময় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্থামী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে আশ্বস্ত করেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কতিপয় ব্যক্তির করা টুইট ও মন্তব্যগুলো ভারত সরকার বা সেই ব্যক্তিদের নিজ রাজনৈতিক দলের মতাদর্শকে প্রতিফলিত করে না। ভারতীয় জনতা পার্টি ৫ জুন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে লিখিত আকারে এই মন্তব্যগুলির স্পষ্ট নিন্দা জানায়।

    তারা উভয়েই একমত হন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল কাজ করছে, যারা এই অবমাননাকর মন্তব্যগুলিকে ব্যবহার করে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।

    মাইজভান্ডারী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের ও পাকিস্তানের স্বপক্ষের শক্তিগুলো এই ঘটনাটিকে দেশের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।

    ভারত-বাংলাদেশ বন্ধুত্বের এই নিরবচ্ছিন্ন সংহতির নিদর্শন হিসেবে মাইজভাণ্ডারী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব নিশ্চিত করে বাংলাদেশ তরিকত ফেডারেশন কর্তৃক প্রকাশিত প্রেস বিবৃতির একটি কপি হস্তান্তর করেন।

    এ সময় মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো শক্তিকে দুই দেশের মধ্যে এই ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত করতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

  • ফটিকছড়িতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় এমপি পরিবারের ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

    ফটিকছড়িতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় এমপি পরিবারের ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফটিকছড়িবাসীর চিকিৎসা সেবার কথা চিন্তা করে ফটিকছড়ি সদর ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

    এ হাসপাতাল সংস্কারে সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে সাংসদ তাঁহার ব্যক্তিগত তহবিল থেকে বিশ লক্ষ টাকা এবং সাংসদ পুত্র আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকাসহ মোট ২৫ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষনা দিয়েছেন।

    বৃহস্পতিবার ২৫ জুন উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন।

    এ হাসপাতাল সংস্কার তদারকির দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিনকে এবং করোনা হাসপাতাল রুপান্তরে সরকারী অনুদান না থাকায় যেই বিশাল অংকের টাকার দরকার তাতে সহযোগীতা করার জন্য সাংসদ সকল মানবতাবাদী বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

    ইতোমধ্যে কোভিড-১৯ হাসাপাতাল রুপান্তিরত করতে অনেক অরাজনৈতিক সংগঠন, মানবতাবাদী ব্যক্তিবর্গ, অনেক প্রবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সংগঠন সহ অনেকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন।

    করোনা হাসপাতাল সংস্কারে সাংসদ ও পরিবারের পক্ষ থেকে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষনা দেওয়ায় ফটিকছড়ির বিশিষ্টজনেরা এমপি পরিবারকে স্বাগত জানিয়েছেন।

    এদিকে ফটিকছড়ি করোনা হাসপাতাল তৈরি এবং তার জন্য অনন্য ভূমিকা রাখাসহ ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করায় ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও তাঁর পুত্র সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীকে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • কারফিউ জারি করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন সাংসদ ভান্ডারী

    কারফিউ জারি করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন সাংসদ ভান্ডারী

    এম জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি :::করোনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে লকডাউন করে কারফিউ জারি করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। অন্যথায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

    সোমবার (৬ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ- ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষে জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এ সময় তিনি প্রশাসনকে বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ফটিকছড়িতে এখনো করোনার প্রার্দূভাব ঘটেনি। তার আগেই মানুষকে ঘরে রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে ধরনের পদক্ষেপ নিন। আমাদের ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ বাহিনী রয়েছে। মানুষের জীবন রক্ষার্থে প্রয়োজনে আপনারা যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিন। এ থেকে পিছু হটার সুযোগ নেই।

    প্রশাসনের অনুমতি ছাড়া কেউ ত্রাণ বিতরণ করতে পারবেনা। প্রশাসনের সাথে সমন্বয় করে বিতরণ করতে হবে। সবাইকে অবশ্যয় সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্যথাই প্রশাসন কঠোর থেকে কঠোরে রুপ নেবে।

    উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, সহকারী কমিশনার ভূমি জানে আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলিয়াছ চৌধুরী, মেয়র ইসমাঈল হোসেন, ফটিকছড়ি থানা ওসি বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • করোনা : বাবা ভান্ডারীর ওরশ স্থগিত

    করোনা : বাবা ভান্ডারীর ওরশ স্থগিত

    ফটিকছড়ি প্রতিনিধি: হযরত গাউছুল আজম আলহাজ্ব শাহ্‌ছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাচানী, আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (কঃ) কেবলা কাবার বার্ষিক ওরশ স্থগিত করা হয়েছে। আগামী ২২ চৈত্র, ৫ এপ্রিল বার্ষিক ওরশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    বুধবার (২৫ মার্চ) দুপুরে মাইজভান্ডার গাউছিয়া রহমান মনজিলের সম্মেলন কক্ষে দরবারের সকল আওলাদে পাক ও প্রশাসনের সমন্বয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে ওরশ শরীফ ও করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সরকারী ঘোষণা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওরশের সকল আনুষ্ঠানিকতা ও গণ জমায়েত এর কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়েছে। তবে ওরশ উপলক্ষে কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিলসহ কর্মসূচী সীমিত আকারে বিভিন্ন মনজিলে ঘরোয়া ভাবে পালন করা হবে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার ওরশ কমিটির সভাপতি ও বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। সভায় দরবারের সকল মনজিলের সকল সম্মানিত আওলাদগন উপস্থিত ছিলেন।

    সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিএফ এর যুগ্ন মহাসচিব, শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

    সভায় ফটিকছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এইচ. এম. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন ও ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।