Tag: সৈয়দ সাইফুদ্দীন আহমদ

  • আল্লাহ পাকের নৈকট্য ও প্রিয়নবীর (দ.) সন্তুষ্টি অর্জনে দ্বীনের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে: সৈয়দ সাইফুদ্দীন আহমদ

    আল্লাহ পাকের নৈকট্য ও প্রিয়নবীর (দ.) সন্তুষ্টি অর্জনে দ্বীনের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে: সৈয়দ সাইফুদ্দীন আহমদ

    কীর্তিমান আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ.) শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.) ৫৪ তম খোশরোজ শরীফ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মাইজভাণ্ডার দরবার শরীফে উদ্যাপিত হয়েছে।

    খোশরোজ মাহফিলে সভাপতির বক্তব্যে শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, প্রতিকূল কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সর্বদা দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে রাখাই একজন মুমিন মুসলমানের একমাত্র ব্রত হওয়া উচিত। যুগে যুগে হকপন্থিরা নানা পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু সবর ও শোকরের মাধ্যমে আল্লাহর ওপর অবিচল আস্থা রাখতে হবে। মানুষকে সুপথে প্রতিষ্ঠিত রাখা এবং মানুষের সেবা করাই মাইজভাণ্ডারী ত্বরীক্বার মূল উপজীব্য।

    তিনি বলেন, মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবন মিশনই হলো দ্বীন প্রচার ও মানবকল্যাণ। আল্লাহ পাকের নৈকট্য, প্রিয়নবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের সন্তুষ্টি অর্জনে যাবতীয় প্রতিকূলতা মোকাবিলা করে দ্বীনের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে। জনকল্যাণে নিবেদিত হয়ে এবং ধৈর্য ও ত্যাগের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়ে ইনসানে কামেলের মর্যাদা অর্জন করতে হবে।

    তিনি মাইজভাণ্ডারী ত্বরীক্বার অনুসারীদেরকে জ্ঞান, সচ্চরিত্র ও আদর্শের শক্তিতে উজ্জীবিত হয়ে ইহজীবনে শান্তি ফিরিয়ে আনা এবং পরকালীন নাজাতের পথ সুগম করার তাগিদ দেন।

    খোশরোজ শরীফ উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসা অগণিত ভক্ত জনতা হযরত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক)সহ দরবারের প্রসিদ্ধ রওজা সমূহে মিলাদ-জিয়ারত-মুনাজাতে শামিল হন। এসময় নিজেদের হাজত-মকসুদ ও বাঞ্ছা সিদ্ধির জন্য তাঁরা আউলিয়ায়ে কেরামের উসিলায় অশ্রুসিক্ত ফরিয়াদ জানান।

    মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন।

    মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আলহাজ্ব কাজী মহসীন চৌধুরী, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দীন মিয়া, আল্হাজ্ব কবীর চৌধুরী, সাধারণ সম্পাদক খলিফা আলহাজ্ব আলমগীর খান মাইজভাণ্ডারী, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন ভুঁইয়া চাঁদপুরী, সহপ্রচার সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, আন্জুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা মো: বোরহান উদ্দীন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো: শহীদুল্লাহ, খলিফা মো: সাইফুল ইসলাম, খলিফা মনির হোসেন প্রমুখ।

    মিলাদ কিয়াম শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। পরে সবার মাঝে তবরুক পরিবেশন করা হয়।

  • হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র তুরস্ক গমন

    হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র তুরস্ক গমন

    ওয়ার্ল্ড সূফি ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) ইস্তাম্বুল দারুস সালাম কুল্লি ইয়াফি এর আমন্ত্রণে ৯ম আন্তর্জাতিক সূফি সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

    তিনি ১৪ ফেব্রুয়ারি সকালে ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা করেন।

    হুজুর কেবলা ১৫-১৭ ফেব্রুয়ারি ইস্তাম্বুলের দারুস সালাম কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩দিনের উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ইসলামে সূফিবাদের আলোকে বিশ্বে শান্তি ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর বক্তব্য রাখবেন। এ সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিগণ যোগদান করবেন।

    প্রসঙ্গতঃ হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আমন্ত্রণে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সূফিবাদি মানবিক ইসলামের বিকাশ ও চর্চায় ভূমিকা রেখে আসছেন।