Tag: সোনাইছড়ি

  • সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়িতে ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী জসিম উদ্দিন

    সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়িতে ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী জসিম উদ্দিন

    সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেশবপুর গ্রামের মরহুম হাজি রাজা মিয়ার ৫ম পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক অর্থ সম্পাদক মোঃ জসীম উদ্দীন। তিনি আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী।

    জসিম বলেন, রাজনৈতিক প্রধান আদর্শ হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আর রাজনৈতিকভাবে পথ প্রদর্শক হলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা। ২০১৩ সালে আমি সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করি। ব্যাক্তিগত জীবনে সর্ব প্রথম আমি ১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত ছাত্রলীগের সাধারণ কর্মী হিসেবে রাজনীতির সাথে জড়িত থেকে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছি। ১৯৯৬ সরকারের সকল আন্দোলন সংগ্রামে, রাজপথে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাধারণ কর্মী হিসেবে দায়ীত্ব পালন করি। ২০০৩ সালে আওয়ামী লীগের দুঃ সময়ে সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেশবপুর থেকে আওয়ামীলীগের সাথে সক্রিয় অবস্থায় বিপুল ভোটের ব্যাবধানে ইউপি সদস্য নির্বাচিত হই। সেই থেকে একটানা ১০ বছর মেম্বার থেকে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করার কারনে নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করি। আগামী ইউপি নির্বাচনে যদি আমাকে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে সোনাইছড়িকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

    ২৪ ঘণ্টা/দুলু

  • মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়িতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়িতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়ির ৪নং ওয়ার্ডে শেখ চিকনেরপাড়া কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার বিকালে পূর্ব বক্তারপাড়া ডংব্যাং সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সোনাইছড়ি যুবলীগের সভাপতি নুরুল আলম বাবলু, যুবলীগ সদস্য মোঃ আশরাফ, সাহাব উদ্দীন, ইসলাইল হোসেন মনি এবং ছাত্রলীগ নেতা আকবর আলী জিকু প্রমূখ।

    উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বক্তারপাড়া একাদশ বনাম শেখ চিকনেরপাড়া একাদশ। মাসব্যাপী লিগ পদ্ধতির এ টুর্ণামেন্টে মোট ৮ দল অংশ নিবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের সোনাইছড়িতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

    সীতাকুণ্ডের সোনাইছড়িতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজারের সুভাস ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। তার নাম রিত্তিকা চৌধুরী (১৬)। সে ঔই এলাকার লালু চৌধুরীর কন্যা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পোষ্টমোটেমের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    জানা যায়, রিক্তিকা রাত ১০ টার দিকে নিজ ঘরে সবার অলক্ষ্যে ঘরের বীমের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। কি কারণে সে আত্নহত্যা করেছে পরিবারের কেউ তা বলতে পারছে না।

    খবর পেয়ে মডেল থানার এসআই হারুন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাবলু।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, রাতে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের সোনাইছড়ির বেড়িবাঁধে কৃষকলীগের বৃক্ষরোপণ উদ্বোধন

    সীতাকুণ্ডের সোনাইছড়ির বেড়িবাঁধে কৃষকলীগের বৃক্ষরোপণ উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : “মুজিব বর্ষের আহ্বান ৩টি করে চারা গাছ লাগান” এ স্লোগানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ সাগর উপকুল বেড়িবাঁধে বৃক্ষরোপণের আয়োজন করেছে সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগ। ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সহযোগীতায় সোমবার বিকালে উক্ত বৃক্ষরোপণের উদ্বোধন করেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ।

    সোনাইছড়ি কৃষকলীগের সভাপতি মোঃ মামুন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব আ.ম.ম দিলসাদ।

    বিশেষ অথিতি ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক, সদস্য সচিব, মোঃ ইউসুফ খান, ইউপি সদস্য জহুরুল আলম, তরুণ আওয়ামীলীগ নেতা, সমাজ সেবক শাহরিয়ার রাশেদ, সোনাইছড়ি কৃষকলীগের যুগ্ন-আহবায়ক সম্পাদক মোঃ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম, ৩ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তহিদ চৌধুরী, মহিউদ্দিন মহিন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের সোনাইছড়িতে শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

    সীতাকুণ্ডের সোনাইছড়িতে শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে সোনিয়া আক্তার নামের এক গৃহবধূ।

    শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের ২নং ওয়ার্ডে রাজা মিয়া মিকারের বাড়ীতে এঘটনা ঘটে। সোনিয়া ঐ বাড়ির কাউছারের স্ত্রী।

    শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। রান্না ঘরে তিরের সাথে উড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে সোনিয়া আত্মহত্যা করেন বলে জানান, শ্বশুর বাড়ির লোকজন। সোনিয়ার পরিবারের দাবী এটি পরিকল্পিত হত্যা।

    সোনিয়ার বাবা আব্দুর রশিদ জানান, আমার মেয়ের স্বামী ও তার শ্বশুর বাড়ীর লোকজন আমার মেয়েকে দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করতো। এইসব বিষয়ে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে অনেক বার শালিশী বৈঠকও হয়।

    এই বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য জাহানারা জানান, সোনিয়ার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে তিন চার বার বৈঠক হয়। আমি একটি বৈঠকে উপস্থিত ছিলাম। কাউছার এর ছোট বোন কিছু দিন আগে প্রেমের সম্পর্কের কারণে একটি ছেলের সাথে ঘর থেকে পালিয়ে যায়। এতে ক্ষুদ্ধ হয় তারা। সোনিয়ার শ্বশুর শাশুড়ির দাবী তার ননদকে পালিয়ে যেতে সোনিয়া সহযোগীতা করেছে। তার জন্য তাকে দায়ী করে ঐ বৈঠকে। সোনিয়ার পরিবারে দাবী কাউছার মাদকাসক্ত।

    সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুমন বর্ণিক জানান, এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পারিবারিক কলহের জেরে মহিলাটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধের কাজ পরিদর্শনে এমপি দিদার

    সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধের কাজ পরিদর্শনে এমপি দিদার

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এর পাক্কা মসজিদ এলাকায় সাগর তীরে বেড়িবাঁধ সংস্কার কাজের পরিদর্শন ও নবনির্মিত ২টি কালভার্ট এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    দীর্ঘ ১৪ বছর পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় ১৭ লক্ষ টাকা ব্যায়ে তিনশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

    আজ মঙ্গলবার সকালে উক্ত কাজের পরিদর্শন করতে গিয়ে দিদাররুল আলম এমপি জেলে পাড়া এলাকায় দুইটি কালর্ভাটের উদ্ভোধন করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, সমাজ সেবক দিদারুল ইসলাম মাহমুদ, ইউপি সদস্য মোঃ ফোরকান, জহুরুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া বলেন, বেড়িবাঁধটি অস্থায়ীভাবে করা হচ্ছে সামনে বাজেট পাশ হলে স্থায়ীভাবে বেড়িবাঁধের কাজ পুনরায় করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ১৪ বছর পর সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু

    ১৪ বছর পর সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু

    কামরুল ইসলাম দুলু:দীর্ঘ ১৪ বছর পর অবশেষ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় চারশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ কাজে ব্যায় ধরা হয়েছে ১৭ লক্ষ টাকা।

    অমাবস্যা-পূর্ণিমাসহ বিভিন্ন সময়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে দিন যাপন করতে হয়। সাগরের লবনাক্ত পানি ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে উপকূলীয় ওই এলাকার মানুষ প্রতিনিয়ত নানা আশংকার মধ্যে দিন পার করছে।

    জানা যায়, সীতাকুণ্ড উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ঘোড়ামরা (পাক্কা মসজিদ) এলাকায় চারশত মিটার ভেড়িবাঁধ ভেঙে যায়। প্রতিবছর প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষ মেরামতের আশ্বাস দিলেও দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি।

    অবশেষ স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন এবং জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদের সহযোগীতায় উক্ত বেঁড়িবাধ সংস্কারের কাজ শুরু হয়।

    এব্যাপারে জেলা পরিষদের সদস্য দিলসাদ বলেন, ঘোড়ামরা গ্রাম প্রতিরক্ষা বাঁধ নির্মান নামে একটা প্রকল্প জেলা পরিষদে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে, এছাড়াও সংসদ সদস্যের মাধ্যমে একটা চাহিদাপত্র পানি ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বরাবরে প্রদান করেন। সেই চাহিদাপত্র মোতাবেক পানি উন্নয়ন বোর্ড যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই সংস্কার কাজ শুরু করে।

    আম্ফান,আইলা থেকে শুরু করে প্রতিটা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বসত বাড়িতে পানি ডুকে তলিয়ে যেতো বসত ঘর খেকে শুরু করে ফসলের মাঠ। এতে করে উপকূলে থাকা মানুষ গুলো চিন্তায় কোন অন্ত ছিলো না। সে থাকে বেঁড়িবাধ এর পাশে প্রায় ৫০০ একর জমিতে থাকা ফসল মালিকরা থাকতো চরম আতঙ্কে। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাজ শুরু হয়েছে। এতে খুশি এলাকার হাজারো জনসাধারণ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের সোনাইছড়িতে মনির চেয়ারম্যানের পক্ষ থেকে সবজি বিতরণ

    সীতাকুণ্ডের সোনাইছড়িতে মনির চেয়ারম্যানের পক্ষ থেকে সবজি বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ এর ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও করোনা যুদ্ধে কর্মহীনের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।

    সোমবার (১৮ মে) বিকালে সোনাইছড়ির ২ ও ৩ ওয়ার্ডের বিভিন্ন পেশার কর্মহীন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে আলু, মিষ্টি কুমড়া, বরবটি, করলা, শশা, লেবু, পটল, টমেটো, ও কলমি শাক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ. ম. ম দিলশাদ।

    অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য জহিরুল আলম, ফোরকান উদ্দিনসহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের সোনাইছড়ি কৃষক লীগের সভাপতি মামুন,সম্পাদক নুরউদ্দিন

    সীতাকুণ্ডের সোনাইছড়ি কৃষক লীগের সভাপতি মামুন,সম্পাদক নুরউদ্দিন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল হক।

    এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। সন্মেলনে সফিউল গাউস চৌধুরী মামুনকে সভাপতি ও নুর উদ্দীন জাহেদকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনির আহমেদ, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামসুল আলম, মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, তৌহিদুল আলম চৌধুরী, মহিউদ্দীন মঈন, খায়ের হোসেন প্রমুখ।

  • সোনাইছড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল ,আটক ৩

    সোনাইছড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল ,আটক ৩

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শামীমা আকতার শারমিন (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক মো.সোজায়েত হোসেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেছি। লাশের গলায় তিনটি আঘাতের চিহৃ রয়েছে।’

    পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো.সোহেল (৩৮), দেবর মো.রুবেল (২৮) ও শশুর ছালে আহাম্মদ মিয়া (৬৭) কে আটক করে থানায় নিয়ে আসেন।

    জানা যায়, উপজেলার সোনাইছড়ি ঘোড়ামরা এলাকার মাদকাশক্ত সি.এন.জি ড্রাইভার সোহেল বুধবার গভীর রাতে জুয়া খেলে ঘরে আসে। এরপর ঘরে থাকা স্ত্রী শারমিনের সাথে বৃহস্পতিবার কিস্তির টাকা কিভাবে শোধ করবে এটা নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়। ভোরে সোহেলের স্ত্রী‘র খারাপ লাগছে বলে স্থানীয় ডাক্তার ঘরে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এরপর দীর্ঘ সময় লাশটি ঘরে পড়ে থাকে।

    দুপুরের পর বিষয়টি যে কোনভাবে পুলিশ অবগত হয়ে বিকালে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেন। উদ্ধারকৃত লাশের গলায় তিনটি আঘাতের চিহৃ রয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি মো.ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমারা গৃহবধূর লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেছি,গলায় আঘাতের চিহৃ রয়েছে, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী,শশুর ও দেবরকে থানায় নিয়ে আসছি, সুরতহাল রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

    এব্যাপারে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডে একজন গৃহবধূর লাশ পুলিশ এসে নিয়ে গেছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা বুঝতে পারছিনা। পোষ্টমোটেমের রির্পোট আসলে কারণ জানা যাবে। তাদের সংসারে সবসময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

  • সীতাকুণ্ডের সোনাইছড়ি আ.লীগের কাউন্সিলে বেলাল সভাপতি, মনির সম্পাদক নির্বাচিত

    সীতাকুণ্ডের সোনাইছড়ি আ.লীগের কাউন্সিলে বেলাল সভাপতি, মনির সম্পাদক নির্বাচিত

    সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

    শুক্রবার বিকালে বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ বেলাল উদ্দিন এবং সাধারন সম্পাদক নির্বাচন হয়েছেন ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।

    এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    কাউন্সিলে সভাপতি পদে প্রতিদন্ধীতা করেন মোঃ বেলাল উদ্দিন ও মোঃ আলাউদ্দিন। সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা করেন মনির আহমেদ, মোঃ ইসমাইল ও অহিদুল আলম চৌধুরী। ব্যালেটের মাধ্যমে ভোটাররা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক আবদুল্ললাহ আল বাকের ভুইয়া,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি আ.ম.ম দিলসাদ, প্রধান সন্মনয়কাররীর মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, আইন সম্পাদক এড.ভবতোষ, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইদ্রিস,নুরুল আলম কোম্পানী।

    চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, নাজীম উদ্দিনসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।