Tag: সোনালী ব্যাংক

  • সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার সর্দি-জ্বর ও কাশি, নমুনা পরীক্ষায় ৬ জন করোনা পজেটিভ

    সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার সর্দি-জ্বর ও কাশি, নমুনা পরীক্ষায় ৬ জন করোনা পজেটিভ

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ : সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত ৬ কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ ঘটনায় ব্যাংকের ওই শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

    গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল বারেক চৌধুরী।

    তিনি জানিয়েছেন গত সপ্তাহে সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত মোট সাতজন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সেই সাথে ব্যাংকের ওই শাখাটি বন্ধ রাখা হয়।

    এরপর গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। শুক্রবার করোনা পজেটিভ ফলাফল আসে দুজনের। এবং সর্বশেষ গতকাল রাতে সেই ৭ জনের মধ্যে আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। মোট ছয়জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে।

    এর আগে গত ২০ এপ্রিল ঢাকার মতিঝিলের দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

    একজন কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ায় শাখাটি বন্ধ করা হয় যা এখনো বন্ধ রয়েছে তবে বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হচ্ছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সোনালি ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, বন্ধ মতিঝিল শাখা

    সোনালি ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, বন্ধ মতিঝিল শাখা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ এসেছে সোনালী বাংকের এক কর্মকর্তার।

    তিনি রাজধানী ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখায় কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ব্যাংকটি।

    তাছাড়া ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখা সোমবার থেকে সাময়িক বন্ধ ঘোষণা করে আগামী মঙ্গলবার থেকে উক্ত শাখার গ্রাহকদের পার্শ্ববর্তী দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবা গ্রহণের অনুরোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

    এর আগে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার এক কর্মকর্তার করোনার সন্দেহে ওই শাখাটি লকডাউন করা হয়। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ এলে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

    এর বাইরে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংকের শাখাও বন্ধ হয়েছে। বেশ কয়েকজ ব্যাংকারের করোনার আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছে মরণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে।

    এতে একশ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

    এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯২ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪৮ জনে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • ৭৭১ জন নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক : আবেদনের শেষ সময় ৪ ফেব্রুয়ারি

    ৭৭১ জন নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক : আবেদনের শেষ সময় ৪ ফেব্রুয়ারি

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংকে সিনিয়র পদে ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৪ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে এসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চাকুরির আবেদন করতে পারবেন।

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালি, রুপালি ও জনতা ব্যাংকসহ মোট সাত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন ধরা হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।

    ৭৭১ জনের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ জন, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ জন, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-৮ জন, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ-৩০ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৬ জনকে নিয়োগ দেয়া হবে।

    আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান। তাছাড়া শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান হতে হবে। তবে কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

    ০১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের নারী পুরুষ যে কউ আবেদন করতে পারবে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আগ্রহী প্রার্থীদের চাকরির ধরন স্থায়ী।

    আগ্রহীরা erecruitment.bb.org.bd এ ওয়েভসাইট ভিজিট করে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি পাঠাতে হবে।