Tag: সোমালিয়া

  • সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৯

    সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৯

    সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে বুধবার দফায় দফায় গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

    দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান। খবর এএফপি’র

    স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান বার্তা সংস্থা এএফপি’কে ফোনে জানান, সন্ত্রাসীরা আজ সকালে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালায়। এখন পর্যন্ত আমরা নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।

    আরও জানান, নিহতদের মধ্যে সকলেই বেসামরিক লোক। দুটি বিস্ফোরণে এরা নিহত হয়েছেন।

  • সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

    সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

    সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

    বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এমন খবর দিয়েছে।

    এএএমআইএন অ্যাম্বুলেন্স সেবার প্রতিষ্ঠাতা ডা. আবদুল কাদির আদেন বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি মরদেহ ও ৩০ আহত ব্যক্তিকে বহন করেছি।

    স্থানীয় বাসিন্দা আহমেদ আবদুললাহি বলেন, লুল ইয়েমেনি রেস্তোরাঁয় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। আমি রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু বিস্ফোরণে পর ফিরে এসেছি। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে।

    সোমালিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রীত রেডিও জানিয়েছে, সেখানে একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

    আফ্রিকার শিং খ্যাত এলাকার দেশগুলোর সরকার ব্যবস্থা উৎখাত করে নিজেদের শাসন প্রতিষ্ঠায় আল শাবাব সোমালিয়া এবং এর আশপাশে বেশ কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের গাড়ি বোমা হামলা চালায়।

    শুক্রবারের হামলাও তারা চালিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

  • সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

    সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

    সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে দেশটির সশস্ত্র সংগঠন আল-শাবাবের অস্ত্রধারীদের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। দেশটির পদস্থ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আলজাজিরা।

    সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর জানান, রোববার রাতে হোটেলটিতে থাকা লোকজনকে জিমি করে রাখা বন্দুকধারীরা। পরে তাদের উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সেখানে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ৩ ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

    এ সময় অন্তত ১৭ জন নিহত হন। এ সময় ৪ হামলাকারীও নিহত হন বলে সরকারের মুখপাত্র দাবি করেন।

    পুলিশ কর্মকর্তা আহমদ বাসান গণমাধ্যমে জানান, এ ঘটনায় আহত ১২ জনের মধ্য দুজন সরকারি কর্মকর্তা, ৩ জন নিরাপত্তাকর্মী, ৪ জন বেসামরিক এবং অজ্ঞাত পরিচয় ৪ জন রয়েছেন।
    এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

    সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মসজিদে নামাজ পড়া অবস্থায় সোমালিয়ার সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

    মসজিদে নামাজ পড়া অবস্থায় সোমালিয়ার সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

    করোনাভাইরাসের এই সংকটের মুহূর্তে দুঃসংবাদ সোমালিয়ার ক্রীড়াঙ্গনে। দেশটির জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কনইয়ারেকে মসজিদের ভেতর গুলি করে হত্যা করা হয়েছে।

    দেশটির ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে আফগুয়ে শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘটনার সময় আব্দিওয়ালি মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন।

    আব্দিওয়ালি ওলাদ ২০১৫ সালে ফুটবল থেকে অবসর নেন। তারপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। ৩৯ বছর বয়সী আব্দিওয়ালি বর্তমানে সোমালিয়া যুব দলের গোলকিপার কোচ হিসেবে কাজ করছিলেন। তিনি সিএএফ ‘বি’ কোচিংয়ের লাইসেন্সও পেয়েছিলেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • করোনা আক্রান্ত সোমালিয়ার আইনমন্ত্রীর মৃত্যু

    করোনা আক্রান্ত সোমালিয়ার আইনমন্ত্রীর মৃত্যু

    সারাবিশ্বে করোনা কড়াল গ্রাস ফেলেছে। করোনায় আক্রান্ত হচ্ছেন সকল পেশার মানুষই। আফ্রিকার দেশ সোমলিয়ার আইনমন্ত্রী খলিফ মুমিন তোহো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ভাইস প্রেসিডেন্ট আলি গুদলাবে হুসেইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    এতে বলা হয়, একদিন আগেই রাজ্যটির রাজধানী জওহরে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার পর সোমালিয়ার রাজধানী মগাদিশুর মারটিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

    এর আগে গত বুধবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানায় সোমালিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।

  • করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূরের মৃত্যু

    করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূরের মৃত্যু

    প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনের মৃত্যু হয়েছে। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই মারা যান। সোমালিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর।

    ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নূর হাসান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্ম দেশটির রাজধানী মোগাদিসুতে।

    সোমালিয়ায় এখন পর্যন্ত ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

    আক্রান্তদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া বাকি চারজনের চিকিৎসা চলছে। এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণ গেছে ৪৩ হাজার ৫২২ জনের।

  • করোনায় মারা গেলেন সোমালিয়ার বিখ্যাত খেলোয়াড় মুহাম্মদ ফারাহ’র

    করোনায় মারা গেলেন সোমালিয়ার বিখ্যাত খেলোয়াড় মুহাম্মদ ফারাহ’র

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সোমালিয়ার সাবেক লিজেন্ড ফুটবলার মুহাম্মদ ফারাহ।

    মঙ্গলবার লন্ডনের হাসপাতালে ৫৯ বছর বয়সী এই লিজেন্ড মারা গেছেন। খবর ঘানাম্যানস্পোটর্স’র।

    খবরে বলা হয়, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় করোনা ধরা পড়ে তার শরীরে।

    এরপর না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুতে কনফেডারেশন অব ফুটবল এবং সোমালিয়া ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। এর আগে গত সপ্তাহে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

    জানা গেছে, সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।