Tag: সৌজন্য সাক্ষাত

  • তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

    আবুল কালাম আজাদ : তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

    মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১টায় তথ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ এনামুল আহসানসহ তথ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

    বাংলাদেশের বিপুল জনশক্তি নির্ভর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বে চলমান বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলাচনা করেন। বিশেষত মানবসম্পদ খাতে অধিকতর সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

    এ সময় আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর, যার অন্যতম ভিত্তি হলো মানব সম্পদ খাতে পারষ্পারিক সহযোগিতা। তিনি আগামীতে জনশক্তিখাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে তাঁর সরকারের ইচ্ছার কথা ব্যক্ত করেন।

    আমিরাতের রাষ্ট্রদূত কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত ইতিপূর্বে গঠিত যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে আরব আমিরাতের সম্মতির কথা ব্যক্ত করেন।

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার ভূঁয়সী প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, আমিরাত সরকার বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় রাখে এবং বাংলাদেশের যে কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে।

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্ রচনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

    তথ্যমন্ত্রী আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমিরাত সরকার ও জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা সহযোগিতার আওতায় কৃষি ও সর্বোচ্চ নিয়োগকারী খাত ‘এসএমই’-তে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আমিরাত সরকারের প্রতি আহ্বান জানান।

  • ভূমিমন্ত্রীর সাথে চসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাত

    ভূমিমন্ত্রীর সাথে চসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাত

    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

    শনিবার (১০ অক্টোবর) সকালে এই সৌজন্য সাক্ষাতে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নগরীর ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ ও সড়ক সংস্কারের তড়িৎ পদক্ষেপের প্রশংসা করে বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে তাঁর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

    এ সময় প্রশাসক মাননীয় মন্ত্রীর দৃষ্টির আকর্ষণ করে বারইপাড়া খাল খনন, কুলগাঁও বাসটার্মিনাল, লালচাঁন খাল ও রাস্তা অধিগ্রহণ ও অর্থ সহায়তায় সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া নগরীর পাহাড়তলীস্থ জোড়ঢেবা ও ভেলুয়ার দিঘীকে পর্যটনের আওতায় এনে দৃষ্টিনন্দন করতেও মাননীয় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন প্রশাসক। মন্ত্রী এ বিষয়ে প্রশাসককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

    সাক্ষাতে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।

    মানসিকভাবে সুস্থ ও একটি স্বাস্থ্যবান
    জাতি গঠনে সকলের দরকার সম্মিলিত প্রয়াস

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চিকিৎসার পাশাপাশি মানসিক রোগীকে পারিবারিক ও সামাজিক সমর্থন দেয়া খুবই জরুরি। অন্যান্য রোগের ন্যায় মানসিক রোগেরও আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। ঝাড়ফুক বা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি পরিহারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

    আজ সকালে চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে ‘মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশন (সযধধ/মা) ও চসিক এর যৌথ উদ্যোগে আয়োজিত “নগরবাসীর মানসিক স্বাস্থ্য সেবায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন,এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ-অবাধ সুযোগ’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, নগরবাসীর মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও একটি স্বাস্থ্যবান জাতি গঠনে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। এজন্য চসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

    তিনি বলেন নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়েছে। যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তারাই নয় বরং যারা এখনো এই রোগে আক্রান্ত হননি তাদের মাঝেও বাড়ছে মানসিক নানা সমস্যা। একইসঙ্গে যারা কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মাঝেও দেখা দিচ্ছে নানা রকম মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাব। তাই সবাইকে সচেতন থাকর আহবান জানান প্রশাসক।

    এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফি, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী, মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশন (মা)’র সভাপতি শরীফ জহির উদ্দিন মো. আবু রায়হান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা, সমন্বয়কারী মোহিনী সংগীতা সিনহা, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশন (মা)’র কার্যনির্বাহী সদস্য ফারুক তাহের।

    আখতারুজ্জামান চৌধুরী’র কবরে পুষ্পমাল্য
    দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন চসিক প্রশাসক

    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সাংসদ জননেতা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী (বাবু)’র আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

    শনিবার সকালে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

    এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, মরহুম আখতারুজ্জামান চৌধুরী ছিলেন চট্টগ্রামের অবিসংবাদিত নেতা। আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু একটি নামই নয়, একটি আদর্শ। তিনি ছিলেন একজন জনপ্রিয় রাজনীতিক। তিনি ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু। তাঁর আলোয় আলোকিত হয়েছিল সমগ্র চট্টগ্রাম তথা বাংলাদেশের রাজনীতি। আখতারুজ্জামান চৌধুরী বাবু আমৃত্যু আনোয়ারা-কর্ণফুলীর মানুষের পাশে নিজেকে উজাড় করে গেছেন। নীতি-নৈতিকতা ছিল অনন্য সম্পদ। জনগণ ছিল তাঁর পরম আত্মার আত্মীয়, জয় করেছেন তাদের মন, ভালোবাসা। চট্টগ্রামের স্বার্থ রক্ষায় তিনি আমরণ আন্দোলন সংগ্রাম করেছেন। দলের নেতা কর্মীদের আখতারুজ্জামান চৌধুরীর জীবন কর্মকান্ড থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান প্রশাসক।

    শ্রদ্ধানিবেদনকালে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক এম,এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি মোঃ সোলায়মান চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ আবদুর রহিম, মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম চৌধুরী আনিস, ১০ নং হাইলধর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, দক্ষিন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, প্যানেল চেয়ারম্যান মোঃ নুর আলী, দক্ষিণ জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরেক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ওবায়দুল কাদেরের সাথে চসিক প্রশাসক সুজনের সৌজন্য সাক্ষাত

    ওবায়দুল কাদেরের সাথে চসিক প্রশাসক সুজনের সৌজন্য সাক্ষাত

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন আজ সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি’র সাথে ঢাকাস্থ তাঁর সরকারী বাসভবনে সাক্ষাৎ করেন।

    এসময় প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজন তাঁর দায়িত্ব পালনের মেয়াদকালীন সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মপরিকল্পনায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহযোগিতা কামনা করেন।

    সহায়ক পরিষদ নিয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসেনি-চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নবনিযুক্ত প্রশাসকের সহায়ক পরিষদ গঠন সংক্রান্ত কোন নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনও আসেনি।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়েছে। এর জবাব না আসায় বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি কেউ কেউ সহায়ক পরিষদে নিজের অন্তর্ভুক্তির কল্পিত তথ্য তুলে ধরছেন যা অনভিপ্রেত ও অনৈতিক। যারা এসব করছেন তাদের আইনের আওতায় আনা হবে। জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ ইস্যুসহ যে-সকল কাজ নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররা এতদিন করতেন সে কাজগুলো এখন কিভাবে করা যাবে সে ব্যাপারেও মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। শীঘ্রই মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি সর্তক করে দেন যে, নতুন করে নগরীতে বিলবোর্ড স্থাপন ও সড়কে যেকোন ধরণের তোরণ নির্মাণ করা যাবে না। তোরণ নির্মাণের আগে চসিকের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। এ ক্ষেত্রে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সুন্দর ও পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন ।

    বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবর জেয়ারত করলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে গতকাল বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জেয়ারত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

    এই সময় তিনি বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিনীই শুধু নন, রাজনৈতিক সতীর্থ হিসেবে বঙ্গবন্ধুকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুর্দ্ধ করেছিলেন। তাঁর কারণেই মানুষ মুজিব মহামানবে পরিণত হয়ে উঠতে পেরেছিলেন। তাই বেগম মুজিব বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বাঙালির জাগরণের ইতিহাসের অংশ হয়ে চিরঞ্জীব রইবেন।

    এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগ যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন, আব্দুস সালাম মাসুম, রেজাউল করিম সোহেল, মোঃ সাইফুল্লাহ আনছারী, বেলাল নূরী, মঈনুল আলম জয়, মহিউল আলম হাজী উপস্থিত ছিলেন।

    অসুস্থ তারেক সোলেমান সেলিমের শয্যাপাশে
    চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

    ২০ নম্বর আলকরন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক এবং গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রনেতা তারেক সোলেমান সেলিম বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

    তাঁর শারীরিক খোঁজ খবর নিতে গতকাল শনিবার বিকেলে এই হাসপাতালে উপস্থিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। তিনি কিছু সময় সেখানে অতিবাহিত করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক পরিস্থিতির খবরাখবর নেন। তাঁর পরিবারের সদস্যরা এ সময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চসিক প্রশাসককে অবহিত করেন।

    চসিক প্রশাসক এ সময় মহান আল্লাহতায়ালার দরবারে তারেক সোলেমান সেলিমের আশু রোগ মুক্তি কামনা করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন, ফরহান আহমেদ, মহিউদ্দিন শাহ, মাঈনুল হক লিমন, তারেক হায়দার বাবু, আব্দুস সালাম মাসুম, রেজাউল করিম সোহেল, মোঃ সাইফুল্লাহ আনছারী এ সময় উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাবেক গণ পরিষদ সদস্য আবু ছালেহের সাথে রেজাউল করিমের সাক্ষাত

    সাবেক গণ পরিষদ সদস্য আবু ছালেহের সাথে রেজাউল করিমের সাক্ষাত

    সাবেক গণ পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ের আবু ছালেহের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    এসময় গণ পরিষদ সদস্য আবু ছালেহ এম রেজাউল করিম চৌধুরীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

    সাক্ষাতকালে আবু ছালেহ বলেন, রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। কোন লোভ লালসা কখনো তাকে ছুতে পারেনি। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যাক্তিকে মূল্যায়ন করেছেন। তাকে বিজয়ী করলে চট্টগ্রামের চলমান উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এসময় মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, আবু ছালেহ আওয়ামী ও মুক্তিযুদ্ধের একজন কিংবদন্তী। আমরা এক সাথে রাজনীতি করেছি। উনার মতো একজন প্রতিভাবান, সৎ ও যোগ্য রাজনৈতিক নেতার কাছ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা আর বিশ্বাস নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। জীবনের সবটুকু দিয়ে সে আস্থা বিশ্বাসের মূল্য দিব। বন্দরনগরী চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী এবং একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে নগরীর সর্বস্তরের মানুষের মতামত নিয়ে কাজ করবো।

  • মোদীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

    মোদীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

    ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

    বৈঠকে চলতি মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিষয় নিয়ে আলোচনা হয়।

    ‘দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে,’ প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে এ সময় আলোকপাত করেন।

    করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতালের ব্যবস্থা রেখেছে।

    তিনি বলেন, ‘যদি কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয় তখন তাকে চিকিৎসার জন্য ঐ হাসপাতালে স্থানান্তর করা হবে।’

    প্রধানমন্ত্রী বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।

    ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের আর্থ সামাজিক সূচকগুলোর উন্নয়ন বিশেষকরে শিশু মৃত্যু হার হ্রাস থেকে নারী শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সাক্ষরতায় চমকপ্রদ সাফল্যের ভূয়শী প্রশংসা করেন।

    তিনি বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন।

  • মেয়রের সঙ্গে সিইউজে নেতাদের সৌজন্য সাক্ষাত

    মেয়রের সঙ্গে সিইউজে নেতাদের সৌজন্য সাক্ষাত

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব নির্বাচিত কমিটির নেতারা।

    বুধবার দুপুরে নগরীর টাইগার পাসে সিটি করপোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রামের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সিটি মেয়র।

    মতবিনিময়কালে আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাজের দর্পন হিসেবে সংবাদ মাধ্যম যথাযথ ভূমিকায় থাকলে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের বিপথে যাওয়ার সুযোগ থাকে না। সাংবাদিকদের পক্ষপাতদুষ্ট না হয়ে নির্মোহভাবে তাদের সংবাদ পরিবেশনের ব্যাপারে সজাগ থাকতে হবে।

    এসময় একজন রাজনীতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে সব সময় সাংবাদিকদের সুখে-দু:খে ছিলেন উল্লেখ করে আগামীর দিনগুলোতেও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

    সিইউজে সভাপতি মোহাম্মদ আলী এসময় বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আ জ ম নাছির উদ্দীন যেভাবে চট্টগ্রামকে একটি সুন্দর শহরে রূপান্তরিত করেছেন তা বন্দরনগরীর মানুষ আজীবন স্মরণ করবে।

    মতবিনিময়কালে সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম আশাবাদ প্রকাশ করেন, মেয়রের মেয়াদ পূর্ণ হওয়ার পরও চট্টগ্রামের উন্নয়নে আ জ ম নাছির উদ্দীন অতীতের মতো সবসময় চট্টগ্রামবাসীর পাশে থাকবে।

    এসময় উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল।

  • সিটি মেয়র এর সাথে চট্টগ্রাম জেলার নব নিযুক্ত সিভিল সার্জন’র সৌজন্য সাক্ষাত

    সিটি মেয়র এর সাথে চট্টগ্রাম জেলার নব নিযুক্ত সিভিল সার্জন’র সৌজন্য সাক্ষাত

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন এর সাথে চট্টগ্রাম জেলার নব নিযুক্ত সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বি সৌজন্য সাক্ষাত করেন।

    আজ মঙ্গলবার দুপুরে টাইগারপাস সিটি কর্পোরেশন কার্যালয়ে সাক্ষাতকালে নব নিযুক্ত সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি বিষয়ে আলোচনা করেন এবং টিকাদান কর্মসূচির সফলতার জন্য এ্যাওয়ার্ড পাওয়ায় সিটি মেয়রকে অভিনন্দন জানান।

    এসময় মেয়র নবাগত সিভিল সার্জনকে ধন্যবাদ জানিয়ে বলেন নগরবাসির স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে যা দেশের অন্য কোন সিটি কর্পোরেশনে নেই।

    এ চিকিৎসা সেবা বৃদ্ধির জন্য চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ ও চসিক স্বাস্থ্য বিভাগের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন মেয়র। সিভিল সার্জন নরবাসীর স্বাস্থ্য সেবায় সিটি মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এসময় বিদায়ী সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী,বিএমএ চট্টগ্রাম এর সাধারন সম্পাদক ডা.ফয়সল ইকবাল,মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা.আশিষ মূখার্জী, চসিক মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা.প্রীতি বড়ুয়া উপস্থিত ছিলেন।

    সাক্ষাতকালে নব নিযুক্ত সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।