Tag: সৌদি আরবে

  • রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত তারাবির অনুমতি সৌদি বাদশাহ’র

    রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত তারাবির অনুমতি সৌদি বাদশাহ’র

    ২৪ ঘন্টা ডট নিউজ। ধর্ম ডেস্ক : সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজানের বাকি মাত্র কদিন। করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে আসন্ন রমজানে দেশটিতে জামাতে তারাবি হবে কি হবে না এমন আলোচনা চলে আসছিলো।

    আলোচনার ইতি ঘটিয়ে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত সংস্করণে তারাবিহ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

    খবর রয়টার্স ও আল-আরাবিয়াহর সূত্রে বলা হয় বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এমন খবর দিয়েছেন।

    এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে ১০ রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম, মুয়াজ্জিনসহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন।

    রয়টার্সের খবরে বলা হয়েছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় সওদা করতে পারেন।

    এদিকে করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৬৩১ জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।

    এর আগে গত ১২ এপ্রিল রবিবার সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ, করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • সৌদি আরবে প্রাইভেট কার উল্টে ২ বাংলাদেশির মৃত্যু,আহত ৩

    সৌদি আরবে প্রাইভেট কার উল্টে ২ বাংলাদেশির মৃত্যু,আহত ৩

    ২৪ ঘন্টা ডট নিউজ। প্রবাস ডেস্ক : সৌদি আরবের জান্নাতুল বাকি মসজিদের সামনে প্রাইভেটকার উল্টে ২ বাংলাদেশির মৃত্যু ও একই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে মদিনা থেকে জেদ্দায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে। 

    নিহতরা হলেন, বাংলাদেশের নারায়নগঞ্জ জেলা বন্দর উপজেলার মুছাপুর ইউপির বাজুবাগ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে সাজ্জাদ (২৬। ও একই উপজেলার ফাইম বন্দর ভূঁইয়া বাড়ি ছালাবাবার মাজার সংলগ্ন সালাউদ্দিনের ছেলে মেহজাবিন ফাইম (২৪)। 

    এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পিছকামতাল গ্রামের মো. হারুজ মিয়ার ছেলে সেলিম, মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, পার্শ্ববর্তী ধামগড় ইউপি জাঙ্গাল গ্রামের মতিউর রহমান।

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই উপজেলার ৫ জন হতাহতের ঘটনায় তাদের পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।

    হতাহত সবাই সৌদি আরবের মাছের মার্কেটে ডেলিভারি ম্যান হিসাবে কর্মরত ছিলেন জানিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান। তিনি বলেন, গত তিন বছর আগে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সৌদি আরবে গিয়ে সেখানকার মাছের আড়তে কাজ নেন।

    শুক্রবার রাতে মাছের বকেয়া টাকা আনতে জেদ্দায় থেকে মদিনায় যান। সেখান থেকে ফেরার পথে বাংলাদেশ সময় রাত ১টার সময় তাদের লেন্ডকোজার পাজারু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ ও ফাইম মারা যায়। আহত হয় তিনজন।