Tag: স্কুল ছাত্র

  • সীতাকুণ্ডে ৩ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র রবিউলের

    সীতাকুণ্ডে ৩ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র রবিউলের

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিন মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র রবিউল হাসানের। তার অবিভাবকরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও না পেয়ে বর্তমানে চরম উদ্বিগ্ন। মাতা একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায়।

    পরিবারিক সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের চৌধুরী পাড়া গ্রামের মুনছুর ভেন্ডার বাড়ির মৃত ইকবাল উদ্দিনের পুত্র সীতাকুণ্ড দত্তবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র মো. রবিউল হাসান পৌরসদর কলেজ রোড থেকে হারিয়ে যায়।

    তার মামা মো. নিজাম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তার বয়স আনুমারিনক ১০ বছর। গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি। সে আজ থেকে প্রায় তিন মাস পূর্বে কিছু পণ্য ক্রয়ের জন্য তার মা দোকানে পাঠালে কলেজ রোডে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি।

    তার মাতা সাইনুরসহ আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার মাতা সাইনরুন একমাত্র পুত্রকে হারিয়ে এখন নির্বাক।

    কেউ তার সন্ধান পেলে মামা নিজাম উদ্দিনের মোবাইলে (০১৮২৫-৩৮৮৪১৪) যোগাযোগ করার জন্য পরিবারে পক্ষ থেকে অনুরোধ করেছেন তার মাতা সাহিনুর।

  • পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় মো. মোসাদ্দেক ফয়েজ অপু (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার আমজুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অপু উপজেলার এয়াকুবদন্ডী গ্রামের মো. মোরশেদ আলমের ছেলে এবং জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

    জানা গেছে, অপু বৃহস্পতিবার দুপুরে পটিয়ায় সদরে যান। বিকেলে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম মূখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২২-২৪১০) পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, কাভার্ডভ্যান চাপায় তাদের স্কুলের ভোকেশনাল দশম শ্রেণীর এক ছাত্র প্রাণ হারিয়েছেন।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের হওয়ার ঘটনায় কুষ্টিয়া জেলার টিপু সুলতানের ছেলে ও কাভার্ডভ্যান চালক চান মিয়াকে আটক করা হয়েছে।