Tag: স্কুল ছাত্রীর

  • ষষ্ঠ শ্রেণী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

    ষষ্ঠ শ্রেণী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

    চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ২ অক্টোবর বুধবার রাতে বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহরের কুড়িপুকুর পাড় এলাকার খান টাওয়ারের নিচতলার একটি বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ, তবে পরিবারের পক্ষ থেকে দাবী তুলেছেন তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

    নিহত ছাত্রীর নাম রেবেকা সুলতানা পলি। সে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মালয়েশিয়া প্রবাসী ফিরোজ খানের মেয়ে। কুড়িপুকুর পাড় এলাকার তার পোশাক শ্রমিক মা ও কলেজ পড়ুয়া ভাইকে নিয়ে খান টাওয়ারের নিচতলার একটি ভাড়া বাসায় বসবাস করত। এ সুবাধে সিটি করপোরেশন পরিচালিত স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করতো বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

    লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে বুধবার রাতে ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।

    তিনি বলেন. গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল নিহত স্কুল ছাত্রী পলি। প্রাথমিক ভাবে ঘটনাস্থল থেকে পাওয়া আলামতে আত্মহত্যা মনে হলেও পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ উঠেছে।

    তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সঠিকভাবে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।