Tag: স্কুল শিক্ষার্থীর

  • সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর উপর হামলা

    সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর উপর হামলা

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরাফাত (১৩) নামের এক কিশোরের উপর হামলার খবর পাওয়া গেছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

    আরাফাত হযরত খাজা কালুশাহ মাদ্রাসার শিক্ষার্থী এবং এবারের জেএসসি পরিক্ষার্থী। এ ঘটনায় আরাফাতের পিতা মুসলেহ উদ্দিন বাদী হয়ে সীতাকু- মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। (নং ৫৪৩/১৯)।

    সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    জানা যায়, উত্তর সলিমপুর এলাকার মৌলবী ইয়াকুব এর বাড়ির মো. অলি আহমদের পুত্র মো. মোসলেম উদ্দিন এর সাথে একই এলাকার মো. আলাউদ্দিন এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলউদ্দিন মোসলেম উদ্দিনকে চড় থাপ্পড় ও কিল ঘুষি দিতে থাকে।

    বাজারে থাকা স্থানীয় লোকজন বিষয়টা মীমাংশা করে তাদের উভয় পক্ষকে পাঠিয়ে দেন। তার কিছুক্ষন পর মোসলেম উদ্দিন তার ছেলে আরাফাতকে অটোরিকশাটি আনার জন্য বাজারে পাঠায়। আলাউদ্দিন, ইউসুফ, মাহফুজ, মহিউদ্দিন, তসলিম, লিটন, আলী, তারেকসহ অজ্ঞাত আরো ৫/৭জন ব্যক্তি আরাফাতের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

    স্থানীয় ইউপি সদস্য মো. আরজুর বলেন এই ঘটনায় এলাকায় একটি ছোট সালিশি বৈঠক হয় এবং বৈঠকের সিন্ধান্ত এক পক্ষ মেনে নিলেও অপরপক্ষ মেনে নেননি এরপর ঘটনাটি আরো উত্তপ্ত হয়।

    সীতাকুণ্ড মডেল থানার এ.এস আই রুপন চন্দ্র ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে উভয় পক্ষকে থানায় বৈঠকের জন্য ডাকা হয়েছে।

    ১০ নং সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ এর সাথে কথা বললে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

    মো. মুসলিম উদ্দিন বলেন, হামলাকারী ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় পর্যায়ে সঠিক বিচার না পাওয়ায় আমি চট্টগ্রাম আদালতের শরণাপন্ন হয়। আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি মো. হেলাল উদ্দিনের আমলে আনলে তিনি ঘটনার বিষয়টি সঠিক তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন।

  • রাউজানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাউজানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে মোহাম্মদ তাকিব নামের এক স্কুল ছাত্র মারা গেছে। গত শুক্রবার উপজেলার ডাবুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

    নিহত তাকিব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাচন আলীর বাড়ির আবুল কালামের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। স্থানীয় হযরত মুছা শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    স্থানীয় লোকজন জানান, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে পানিতে ডুবে যায়। সে সাঁতার জানতো না। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় গহিরাস্থ জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়। বিকেলেই তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু বিষয়টি নিশ্চিত করেছেন।