Tag: স্কেভেটর

  • সীতাকুণ্ডে দুইলাখ টাকা জরিমানা গুনে ফেরত পেলেন জব্দকৃত স্কেভেটর

    সীতাকুণ্ডে দুইলাখ টাকা জরিমানা গুনে ফেরত পেলেন জব্দকৃত স্কেভেটর

    ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে অবৈধভাবে পাহাড় কাটার সময় জব্দকৃত তিন স্কেভেটর দু’লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন জনৈক মোহাম্মদ আলী নামের ঔই পাহাড়খোর।

    আজ (২৬ মে) বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তার দপ্তরে এক শুনানীতে এ জরিমানা করেন। মোঃ আলী চট্টগ্রামের পাঁচলাইশ বায়েজিদ বার্মা কলোনীর বাসিন্দা আব্দুর রহিমের পুত্র।

    গত ১৮ মে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড়ে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। সেসময় দুটি স্কেভেটর ও একটি বুলডোজার মেশিন জব্দ করা হয়।

    অভিযানের খবরে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় সেদিন তাৎক্ষণিক কাউকে আইনের আওতায় আনা যায়নি।

    ৮ দিন পর পাহাড় কাটার দায় স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) র কার্যালয়ে হাজির হলে মোঃ আলী নামে ওই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (১) এর ৬ (খ) ও ১৫ এর ৫ বিধি মতে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    ২৪ ঘন্টা/রাজীব

  • ঠাকুরগাঁওয়ে স্কেভেটর মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে স্কেভেটর মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

    ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মাটিকাটার স্কেভেটর মেশিনের ধাক্কায় সুমাইয়া (১১) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) জেলার সদর উপজেলার গড়েয়া কিসমত সুখানপুখরী গ্রামে এঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার আবু হানিফের মেয়ে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, কিসমত সুখানপুখুরী গ্রামের পার্শ্বে পাথরাজ নদীতে স্কেভেটর দিয়ে খননের কাজ করছিল। এসময় পার্শ্বে দাড়িয়ে খনন কাজ দেখছিল শিশু সুমাইয়াসহ ওই গ্রামের অনেকে। এসময় ড্রাইভার ভুল করে স্কেভেটর ঘুরাতে গিয়ে শিশুটির মাথায় আঘাত লাগলে রক্ত খনন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও স্কেভেটর জব্দ কিংবা কাউকে আটক করেনি।

    এ বিষয়ে সদর থানার এসআই হারুন অর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় আমরা এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নিতে পারছিনা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ

    মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ

    মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

    সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের হাদি মুছা এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক দুটি জব্দ করা হয়।

    জানাগেছে, ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় স্কেভেটর ও ট্রাক মালিক পালিয়ে যায়। মালিক না পেয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের জিম্মায় দেয়া হয়েছে স্কেভেটরটি এবং ট্রাক দুটি মিরসরাই থানার জিম্মায় রাখা হয়।

    স্থানীয় এলাকাবাসি অভিযোগ করেন, গত ৮/১০দিন ধরে শরিফ উদ্দিন শোভন নামে জনৈক ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে।

    এলাকার সচেতন মহল অভিযোগ করেন, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাবে জমির মালিকরা এক শ্রেনীর মুনাফা লোভীর প্রলোভনে পড়ে কৃষি জমির টপ সয়েল বিক্রি করে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিরসরাই সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম জানান,এভাবে মাটি কাটার ফলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে মানুষ। মিরসরাই উপজেলা প্রশাসন এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবে।

    মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়বে। এধরণের অপরাধ মূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

  • আনোয়ারায় অভিযান : বালু তোলার ড্রেজার ও স্কেভেটার জব্দ

    আনোয়ারায় অভিযান : বালু তোলার ড্রেজার ও স্কেভেটার জব্দ

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীর তৈলার দ্বীপ সেতুর নিচে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

    রবিবার (২৪ নবেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যান।

    উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করা হয়।

    তবে অভিযানের খবর পেয়ে এ কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।