২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি জমির মাটি কেটে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনেছেন এক ব্যবসায়ী। এ সময় মাটি কাটার একটি স্ক্যাভেটর জব্দ করেন আদালত।
বুধবার (৪ মার্চ) উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে স্থানীয় এসএম দুদু মিয়ার ছেলে এসএম মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত ও মাটির কাটার একটি স্ক্যাভেটর জব্দ করে পোপাদিয়া ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়।
কৃষি জমির সয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।