Tag: স্টার লুব লিমিটেড

  • শর্ত ভঙ্গের অভিযোগে সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

    শর্ত ভঙ্গের অভিযোগে সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ ছাড়পত্রের নবায়ন না করাই এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অভিযোগে সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশের বেসরকারি খাতে শীর্ষস্থানীয় বড় বাস বডি নির্মাতা প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেডকে পরিবেশ ছাড়পত্র নবায়ন না করাই এক লক্ষ টাকা এবং উপজেলার কদমরসুলস্থ লালবেগ এলাকায় কালো তেল থেকে মুবিল তৈরী কারখানা স্টার লুব লিমিটেডকে ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় স্টার লুবকে ৪০ হাজার ও গাড়ি তৈরী কারখানা আফতাব অটো মোবাইল লিঃকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।