Tag: স্টেশন রোডে

  • চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    মঙ্গলবার ২৯ অক্টোবর সকারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারি হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামুরি এলাকার আবুল বশরের ছেলে আনিছ-উর-রহমান (২২)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইয়াবা কারবারি আনিছের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।