Tag: স্ত্রী

  • সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এবার স্ত্রীরও করোনা পজেটিভ

    সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এবার স্ত্রীরও করোনা পজেটিভ

    চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনার নমুনা পরীক্ষার পর এবার পজেটিভ রিপোর্ট আসে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানার। 

    সোমবার (১২ অক্টোবর) করোনা টেস্টে করার পর একই দিন রাতে প্রকাশিত ফলাফলে তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

    বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল।

    স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ৮ অক্টোবর আমার আব্বার করোনা শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১২ অক্টোবর) আমার আম্মার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

    আম্মা এখন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং আল্লাহ পাকের অসীম কৃপায় ভালো আছেন। সবার প্রতি আমার আব্বা-আম্মার জন্য দোয়ার আর্জি থাকলো।

    দয়া করে সবাই করোনা প্রতিরোধে সচেতন হোন এবং করোনা বিস্তার রোধে সর্বোচ্চ মনোযোগ দিন, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি| আমরা সচেতন থাকলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে রাত ১০টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

    ওদিন রাতেই চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরের দিন প্রধানমন্ত্রীর পরামর্শে চট্টগ্রাম থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) পাঠানো হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ। বর্তমানে শারীরিক অবস্থা ভালো বলেই তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • দুবাই থেকে স্বামী আসার খবরে টাকা-স্বর্ণালাংকার নিয়ে আগাম পালালো স্ত্রী

    দুবাই থেকে স্বামী আসার খবরে টাকা-স্বর্ণালাংকার নিয়ে আগাম পালালো স্ত্রী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় দুবাই প্রবাসী স্বামী দেশে আসার খবরে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকার মালামাল নিয়ে শরমিন আকতার (২৫) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী মঞ্জুর ইসলাম লোহাগাড়া থানায় স্ত্রী শরমিন আকতার(২৫), শ্বশুর ছিদ্দিক আহমদ (৬৫), শ্বাশুড়ি জাহানারা বেগম (৫২), ছিদ্দিক আহমদের পুত্র কুতুব উদ্দিন (৩৫) ও হালিমা আকতার(৩৮) সহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আমিরাবাদ রাজ মহল কমিউনিটি সেন্টার ভবনের একটি ভাড়া বাসা থেকে ওই প্রবাসীর স্ত্রী পালিয়ে যায়।

    সে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ার দুবাই প্রবাসী মো. মঞ্জুর ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

    গৃহবধূর স্বামী প্রবাসী মঞ্জুর ইসলাম জানান, গত ২০১৯ সালের ১৬ এপ্রিল উপজেলার কলাউজান আদার চর এলাকার হাফেজ ছিদ্দিক আহমদের মেয়ে শরমিন আকতারের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর আমি জীবিকার তাগিদে দুবাই চলে যাই। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ভালো ও সু-সম্পর্ক বজায় ছিল। দুবাই থাকাকালীন সময়ে ফোনে প্রায়ই যোগাযোগ হতো। সর্বশেষ আমি কিছুদিন পূর্বে মোবাইল ফোনে আমার স্ত্রী শরমিন আকতারকে ১৬ সেপ্টেম্বর দেশে যাওয়ার খবরটি জানাই। তারও কিছুদিন পূর্বে আমি দুবাই থেকে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালাংকারও পাঠাই তার কাছে। গত ১৬ সেপ্টেম্বর দুবাই থেকে দেশে এসে বাসায় গিয়ে দেখি বাসার দরজা তালাবদ্ধ। তখন মনটা খুব খারাপ হয়ে গেল। পরে ভবনটির ম্যানেজারের কাছে জানতে চাইলে সে বলেন, আপনার স্ত্রী আপনি আসার দু-দিন পুর্বে (১৪ সেপ্টেম্বর) চলে গেছে। তবে, সে কি কারণে চলে গেছে তিনি কিছুই বুঁঝতে পারছেন না। এ সময় বাসায় থাকা মালামালও নিয়ে যায় বলে জানান তিনি । পরে অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করলাম।

    এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় প্রবাসী মনজুর ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করার জন্য থানার এসআই আবদুল হককে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    অন্যদিকে, বিদেশ থেকে স্বামী আসার খবরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম/আজাদ

  • পাপুলসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

    পাপুলসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

    লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

    বুধবার (১৭ জুন) দুদক থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

    তিনি বলেন, ‘সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন যেনও দেশত্যাগ করে কোথাও যেতে না পারেন সেই ব্যাপারে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।’

    দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে ইমিগ্রেশন পুলিশকে এই অনুরোধ জানানো হয়। আরও অনুসন্ধানের স্বার্থেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক পাপুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বলে জানিয়েছে দুদক।

    তবে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল বর্তমানে দেশে নেই। মানব ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন তাকে কুয়েতে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • এবার স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত

    এবার স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত

    স্পেনেও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে আক্রান্তদের মাঝে রয়েছেন অনেক রাজনৈতিক নেতা। মন্ত্রীও রয়েছেন সেই তালিকায়। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

    শনিবার স্পেনের সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

    এদিকে, মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।

    ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে। এখন পর্যন্ত স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৪ জন, মারা গেছেন ১৩০ জন ও সুস্থ হয়েছেন ১৮৯ জন। এই রকম ভয়াবহ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস শুক্রবার তার দেশে জরুরি অবস্থার ঘোষণা দেন।

    স্পেনে অধিক সংক্রামিত শহর মাদ্রিদে সংক্রামিত হয়েছে প্রায় ১৫০০ জন এবং মাদ্রিদে মৃত্যুর সংখ্যা ৫৭ জন। স্পেনে মাদ্রিদের পর অধিক সংক্রামিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে পাইস ভাস্কো এবং কাতালুনিয়া।

    সংক্রমণের এই সংখ্যা প্রতিনিয়ত জ্যামিতিক হারে বাড়ছে। করোনাভাইরাসের মহামারি ঠেকাতে স্পেনের প্রদেশগুলোর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

    প্রধানমন্ত্রী পেদ্রো ভাইরাসের সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ১৫ দিনের বিশেষ সতর্কবস্থার ঘোষণা দেন। এই সময়ের মধ্যে দেশের বড় বড় শহরগুলোর সব দোকান, বার এবং রেস্টুরেন্ট বন্ধ থাকার নির্দেশ দেন। এছাড়া এই সময়ের মধ্যে সব ধরনের লোক সমাগম, জনসভা এবং প্যারেড বন্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

  • সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন দগ্ধ শহিদুল

    সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন দগ্ধ শহিদুল

    রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান ও স্ত্রীর পর মারা গেলেন অগ্নিদগ্ধ শহিদুল কিরমানীও। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

    সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। শহিদুলকে নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

    গত বৃহস্পতিবার ভোরে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেদিনই মারা যায় শিশু রুশদিসহ তিনজন। আর আগুনে পুড়ে দগ্ধ হন শহিদুল কিরমানী ও তার স্ত্রী জান্নাতুল। এর মধ্যে শহিদুলের শরীরের ৪৩ শতাংশ ও তার স্ত্রী জান্নাতুলের ৯৫ শতাংশ পুড়ে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান জান্নাতুল। আর তার স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রবিবার সকালে নেয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে না ফেরার দেশে চলে যান শহিদুলও।

  • খাবারে চুল পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

    খাবারে চুল পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

    জয়পুরহাট সদর উপজেলায় ভাতের প্লেটে চুল পেয়ে গৃহবধূ আরজিনা বেগমকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয় স্বামী বাবলু মিয়া।

    সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে বাবলুকে আটক করে পুলিশ।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, বাবলু নিয়মিত স্ত্রী আরজিনাকে নির্যাতন করে আসছিল। সকালে বাবলু ভাত খাওয়ার সময় ভাতের প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করার এক পর্যায়ে তার হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে।

    খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। পরে থানায় এসে আরজিনা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • তেজগাঁও জোনের ডিসি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

    তেজগাঁও জোনের ডিসি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

    ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার তাদের হিসাব তলব করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক নারী সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

    আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

    এছাড়া বিএফআইইউ অন্য এক চিঠিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে তারও সব ব্যাংক হিসাব তলব করেছে।

    এর আগে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও সদস্য সদস্য নুরুন্নবি চৌধুরী শাওনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।