Tag: স্ত্রীকে

  • পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

    পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

    চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর গুচ্চগ্রাম এলাকায় গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

    বুধবার ভোরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় খুনী স্বামী সামশুল আলমকে (৪০) এলাকাবাসীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    নিহত স্ত্রীর নাম হাজেরা বেগম (৪৫)। তিনি বাঁশখালী নাপুরা ৫ নং ওয়ার্ডের শেখের খীল এলাকার মৃত ফজল আহম্মদরে মেয়ে। স্বামী সামশুল আলম একই এলাকার জাফর আহম্মদের পুত্র।

    স্থানীয়রা জানান, গত ১২ বৎসর আগে হাজেরা বেগম ১ম সংসারের দুই সন্তান রেখে সামশুল আলমের সাথে পালিয়ে ২য় বিয়ে করে বাশঁখালী থেকে পটিয়া গুচ্চগ্রাম চলে আসে। এরপর থেকে দুজনে সুন্দর করে সংসার করে আসছে।

    তবে তাদের ১২ বৎসরে সংসারে কোন সন্তান না থাকায় দুজনের মধ্যে কিছুটা মনমালিন্য ছিলো। কিছুদিন ধরে সামশুল আলম ২য় বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে স্ত্রী হাজেরা তাতে বাধা দেন। ফলে হাজেরাকে নির্যাতন করে আসছে সামশু।

    তাতেও স্ত্রী হাজেরা রাজী না হওয়ায়  বুধবার গলায় ফাঁস লাগিয়ে হাজেরাকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সামশুকে আটক করে পুলিশে খবর দেয়।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহত হাজেরার লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।