Tag: স্ত্রীর মৃত্যু

  • র‍্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু

    র‍্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু

    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।

    সোমবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

    র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

    খন্দকার আল মঈন বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান। তিনি স্ট্রোক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    দিলরুবা খুরশিদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে বলে জানা গেছে।

  • করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী

    করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।

    ১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

    লায়লা আরজুমান বানু ২ কন্যা, এক পুত্র এবং ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

    সোমবার বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে লায়লা আরজুমান্দ বানুর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লামায় পরকিয়া সন্দেহে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু : আহত ২,স্বামী আটক

    লামায় পরকিয়া সন্দেহে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু : আহত ২,স্বামী আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : পরকীয়ার সন্দেহে বান্দরবানের লামা উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।

    সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে ও দুই সন্তানের জননী।

    এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- তেলুনিয়া পাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও মৃত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর ঘাতক মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ।

    পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নজির আহমদের ছেলে মো. জাকির হোসেন একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। পর পুরুষের সাথে শাহিনা আক্তারের পরকীয়া সম্পর্ক আছে; এমন সন্দেহ করে আসছে স্বামী জাকির হোসেন।

    এর জের ধরে রবিবার দিনগত রাতের কোন এক সময় শাহিনা আক্তার ও স্বামী জাকির হোসেনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করেন জাকির হোসেন।

    স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম মজুমদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

    ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক মো. জাকির হোসেনকে আটক করা হয়।

  • স্বামীর চলন্ত বাইক থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু,আহত শিশুপুত্র

    স্বামীর চলন্ত বাইক থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু,আহত শিশুপুত্র

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : শিশু পুত্রকে নিয়ে স্বামীর মোটরবাইকে উঠেছিলেন গৃহবধু তানজিলা আকতার (২৫)। বাইক চলন্ত অবস্থায় পেছন থেকে শিশুপুত্রকে নিয়ে হঠাৎ ছিটকে পড়েন তানজিলা। 

    এতে শিশুপুত্রকে রক্ষা করতে পারলেও না ফেরার দেশে চলে গেলেন মা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে শিশুটি।

    গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার সময় নগরীর পাহাড়তলী থানা সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, শুক্রবার রাতে স্বামী, স্ত্রী ও শিশুপুত্র মিলে মোটর সাইকেলে চড়ে নগরীর পাহাড়তলি এলাকার সিডিএ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। বাইকটি চলন্ত অবস্থায় হঠাৎ করে পেছন থেকে স্ত্রী ও শিশুপুত্র ছিটকে পড়েন।

    স্থানীয় পথচারিরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্ত্রী তানজিলাকে মৃত ঘোষণা করেন এবং আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।