Tag: স্ত্রী হত্যা

  • ওয়ারড্রোবে স্ত্রীর মরদেহ রেখে থানায় গেলেন স্বামী

    ওয়ারড্রোবে স্ত্রীর মরদেহ রেখে থানায় গেলেন স্বামী

    দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রোবে লুকিয়ে রেখে স্বামী থানায় আত্মসমর্পন করেছেন।

    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হত্যার পর রাত ১০টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

    ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন (৩৩)। স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২৭)। সুমাইয়া মনোয়ারের দ্বিতীয় স্ত্রী। মনোয়ারের সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়ার এক মাস আগে বিয়ে হয়। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুড়গোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর ধরে ভাড়া থাকেন।

    স্বামী মনোয়ারের দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলা টিপে হত্যার পর মরদেহ ওয়ারড্রোবে লুকিয়ে রাখে। মরদেহ রাত পৌনে ১১টায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।

    হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু জানতে পারেনি।

  • চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

    চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

    চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় স্বামীর হাতে মারধরের শিকার হয়ে মৃত্যুবরণ করা ইতি বেগম (২৪) হত্যা মামলায় স্বামী সানু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামি সানু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সানু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

    পুরো বিচার প্রক্রিয়ায় গুরত্বপূর্ণ এ মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

    নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি খন্দকার আরিফুল ইসলাম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের-১১ (ক) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি সানু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আালত। সানু মিয়া সদরঘাটের মো. সিরাজ মিয়ার সন্তান।

    ২০১৭ সালের ১৫ জানুয়ারি নিজ স্ত্রীকে যৌতুকের জন্য মারধর ও নির্যাতন করে হত্যা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সানু মিয়া। এ ঘটনায় হত্যার শিকার ইতি বেগমের বোন বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম