Tag: স্থগিত

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

    টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

    মহামারী করোনাভাইরাসের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হয়েছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।

    সোমবার আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বে মহামারী আকার ধারণ করা ছোঁয়াচে ভাইরাস করোনার কারণে অলিম্পিক গেমসসহ বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়।

    তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সুবিধা হয়েছে ভারতীয় কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। আইপিএল আয়োজনে তাদের আর কোনো সমস্যা থাকল না। পরিস্থিতি স্বাভাবিক না হলেও ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরতে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হতে পারে।

    আইপিএল না হলে প্রায় চার হাজার কোটি টাকা রাজস্ব হারাতো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

    গত বছর আইপিএলের ব্রান্ড ভেল্যু ছিল ৬.৭ বিলিয়ন। স্টার স্পোর্টস ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য ২২০ মিলিয়ন ডলারে ভারতীয় ক্রিকেটের টিভি স্বত্ব কিনে নেয়। ২০২০ সাল পর্যন্ত তাদের টার্গেট ছিল ৪০০ মিলিয়ন ডলার উপার্জনের। আইপিএল না হলে মিডিয়ারাইটস থেকেও চুক্তি অনুসারে অর্থ পাবে না বিসিসিআই।

    প্রসঙ্গত, এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত তা পিছিয়ে দেয়া হয়। বিসিসিআই চাচ্ছে সেপ্টেম্বর-নভেম্বরে আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ‘রেনিটিডিন’ ওষুধ বিক্রি স্থগিত

    ‘রেনিটিডিন’ ওষুধ বিক্রি স্থগিত

    দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

    আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

    ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।

    পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে NDMA impurity গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত করা হলো।

  • স্থগিত করা হল চবি’র ডি ইউনিটের ফলাফল, পুন:পরীক্ষা ৬ নভেম্বর

    স্থগিত করা হল চবি’র ডি ইউনিটের ফলাফল, পুন:পরীক্ষা ৬ নভেম্বর

    কারিগরি ত্রুটির কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফলাফল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় পাঠ্যক্রমে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে জটিলতায় (চবি) ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    একই সাথে শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে সম্মিলিত ফল ঘোষণা করার কথাও জানিয়েছেন ডি ইউনিটের সমন্বয়ক ও শিক্ষা অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক।

    তিনি বলেন, একটি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য সাধারণত তিন ধরনের প্রশ্ন প্রনয়ণ করা হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো ১-জেনারেল, এতে শুধুমাত্র ইংরেজির প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে। এছাড়া বাকী প্রশ্ন বাংলায় করা হয়। ২- ন্যাশনাল কারিকুলাম, এতে বাংলা ছাড়া সকল প্রশ্ন ইংরেজিতে করা হয়। ৩- ব্রিটিশ কারিকুলাম, এতে সকল প্রশ্নই ইংরেজিতে করা হয়।

    সাধারণ ও ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী ‘ডি’ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ছাপানো হয়। ন্যাশনাল কারিকুলামের ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের ঐচ্ছিক ইংরেজি পরীক্ষার প্রস্তুতি না থাকায় জটিলতা দেখা দিলে মঙ্গলবার ‘ডি’ ইউনিটের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

    তিনি বলেন, আগামী ৬ নভেম্বর ন্যাশনাল কারিকুলাম ইন ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদেও পুনরায় পরীক্ষা নিয়ে তারপর ফলাফল ঘোষণা করা হবে।

    ‘ডি’ ইউনিটের এক হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জনের আবেদন জমা পড়েছে এবার। গত সোমবার এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৪ হাজার ৯শ ৯০ জন।

    এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ, আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের সব বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬ জন।