Tag: স্থাপত্য বিভাগ

  • ভারতের ‘সুন্দর বাড়ি’ আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় চুয়েটের স্থাপত্য বিভাগের সাফল্য

    ভারতের ‘সুন্দর বাড়ি’ আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় চুয়েটের স্থাপত্য বিভাগের সাফল্য

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের একটি দল ভারতে অনুষ্ঠিত ‘সুন্দর বাড়ি’ শীর্ষক একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে।

    প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীদের উপস্থাপিত প্রজেক্টের নাম ‘শেল-টার’। বিজয়ী দলের সদস্যরা হলেন- অনিরুদ্ধ দে নিলয়, মাহজেরীন সুলতানা ঐশী ও আবুল হাসান সিকদার রাহাত।

    গতকাল ১৫ আগস্ট (শনিবার) প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল অনলাইনে ঘোষণা করা হয়।

    ভারতের বিশ্বব্যাপি স্থাপত্য, পরিকল্পনা, ডিজাইন ও নগর অধ্যয়ন বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সার্চ ফর ট্রাস্ট’ উক্ত প্রতিযোগিতার আয়োজন করে। এতে ২৯৩ টি দলের সমন্বয়ে প্রায় সাড়ে আটশ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

    চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

    আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের স্থাপত্য বিভাগের এই সফলতা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চুয়েটের স্থাপত্য বিভাগে “ডিজাইন উইথ কমিউনিটি” শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    চুয়েটের স্থাপত্য বিভাগে “ডিজাইন উইথ কমিউনিটি” শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের আরবান ডিজাইন অ্যান্ড রিসার্চ ল্যাবের উদ্যোগে “ডিজাইন উইথ কমিউনিটি” (Design with Community) র্শীষক একটি মুক্ত আলোচনা ও শিক্ষানির্ভর অনলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

    ১৮ জুলাই (শনিবার) রাত ৯ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত কমিউনিটি স্থপতি কো-ক্রিয়েশন আর্কিটেক্টস এর সহ-প্রতিষ্ঠাতা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি খন্দকার হাসিবুল কবির।

    এতে সভাপতিত্ব করেন চুয়েট স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। উক্ত ভার্চুয়াল সভার সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মুস্তাফিজ আল মামুন।

    প্রায় সাড়ে ৩ ঘন্টা ব্যাপি উক্ত ভার্চুয়াল সেশনে স্থাপত্য বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, আয়োজনের উদ্যোগ এবং ভিজ্যুয়ালাইজশেন করেছেন স্থাপত্য বিভাগের প্রভাষক রাহানাত আরা জাফর।

    এ সময় স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী মণ্ডল, তাজিয়া রহমান, শায়লা শারমিন এবং প্রভাষক অমতি ইমতিয়াজ ও শুভ্র দাশ ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চুয়েটের স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী প্রাণবন্ত জুরি সম্পন্ন

    চুয়েটের স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী প্রাণবন্ত জুরি সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের ‘১৩ ব্যাচের দুইদিনব্যাপী ৫ম সমাপনী উন্মুক্ত জুরি সম্প্রতি (২২-২৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

    উক্ত আয়োজনে সুচনাপর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

    এবারের জুরিতে বিচারক ছিলেন বাংলাদেশের স্বনামধন্য স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক স্থপতি ড. কাজী আজিজুল মাওলা ও সহযোগী অধ্যাপক স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ স্থপতি শাহিনুল ইসলাম খান।

    বিভাগের সহকারী অধ্যাপক কানু কুমার দাশের সঞ্চলনায় জুরিতে বিভিন্ন সমসাময়িক বিষয়সহ স্থাপত্যের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলদেশের মত স্বল্পোন্নত দেশে পরিকল্পিতভাবে সুষম উন্নয়নে স্থপতিদের ভুমিকা অপরিসীম ও অপরিহার্য। চুয়েট স্থাপত্য বিভাগ মানসম্মত স্থপতি তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নবনির্মিত শামসেন নাহার খান হল এবং টিএসসি’র অত্যাধুনিক ও পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী প্রমাণ করে দিয়েছে চুয়েটের স্থাপত্য বিভাগের সক্ষমতা।

    সুচনাপর্বে স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস শিক্ষার্থীদের স্থাপত্য পেশায় প্রবেশের জন্য প্রস্তুত হতে বলেন পাশাপাশি এ ব্যাপারে দিকনির্দেশনাও দেন। স্থাপত্যের শাস্ত্রীয় রূপ কি হওয়া উচিৎ তার ব্যাখ্যা করেন বক্তব্য ও অংকনের মাধ্যমে। স্থাপত্য মৌলিক উপাদানের সমন্বয় সাধন করে কাজ করার পাশাপাশি ভালো স্থাপত্য উদাহরণ দিয়ে স্থাপত্যের আধুুনিকতা বিষয়ে পরার্মশ দেন।

    শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ভবনে আলো-বাতাসের ব্যবহার, প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়া, নগরীর সকল জনগণের জন্য সমসুযোগে চিন্তা করতে হবে। মনে করিয়ে দেন মানুষের পঞ্চেন্দ্রিয় যেন স্থাপত্যের মাধ্যমে সঠিক সংবেদনশীল হয়।

    উক্ত জুরিতে বিভাগীয় প্রকল্প সুপারভাইজর ও সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজ আল মামুন, সজীব পাল, মো. নাজমুল লতিফ, বিপ্লব কান্তি বিশ্বাস, শায়লা শারমিন ও প্রভাষক অমিত ইমতিয়াজ জুরিতে অংশ নেন। এছাড়া সাবেক বিভাগীয় প্রধান সুলতান মোহাম্মদ ফারুক, সহকারী অধ্যাপক দেবশ্রী মন্ডল এবং বিভাগের প্রভাষক শুভ্র দাশ, সৈয়দা তাহমিনা তাসমিন, মুর্ছনা মাধুরী, রাহানাত আরা জাফরসহ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক, স্থপতি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    জুরিতে বিশেষজ্ঞরা ভবনে আলো-বাতাসের ব্যবহার ও প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।