Tag: স্থাপনা

  • চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ স্থাপনা

    চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ স্থাপনা

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুত্রপাত হওয়া আগুনে পুড়ল ১৭টি স্থাপনা।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মঙ্গলবার মধ্যরাত ৩টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আজ ১৮ মার্চ বুধবার ভোর পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ঠ আগুন নিয়ন্ত্রণে আনার আগে ৫টি দোকান ও ১২টি গুদাম পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ১২টি গুদামে বিভিন্ন মালামাল মজুদ ছিলো বলেও তিনি জানান।

    ২৪ ঘন্টা/আর এস পি…

  • পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

    পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী এলাকার ‘খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় সরকারি পাহাড়ি জমি কেটে তৈরি করা হচ্ছে রাস্তা। নির্মাণ করা হচ্ছে স্থাপনা ও সীমানা দেয়াল।

    গোপন তথ্যে এমন অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি ভ্রাম্যমান টিম। অভিযানে ৭ শ্রমিককে গ্রেফতারের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।

    তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া সরকারি পাহাড়ি জমি কেটে একদল শ্রমিক ডেইরি ফার্ম স্থাপনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান চালানো হয়।

    এসময় ৭ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। পরিবেশ আইনের নানা বিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযানে।

    তিনি আরো বলেন, গ্রেফতার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পাহাড় কাটার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম ও তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।