Tag: স্বপন ভট্টাচার্য্য

  • যশোরে ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে: প্রতিমন্ত্রী স্বপন

    যশোরে ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে: প্রতিমন্ত্রী স্বপন

    নিলয় ধর,যশোর প্রতিনিধি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। তার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে ভবদহের জলাবদ্ধতার আর সমস্যা থাকবেই না। বর্তমানে ভবদহ বিস্তার এলাকায় নদীতে পলি জমে বিলের পানি নিষ্কাশিত হচ্ছে না।

    যার কারনে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এলাকার জনসাধারণ চরম দূর্ভোগের মধ্যে দিন জীবনযাপন করছে। চাষীদের ফসল ও মৎস ঘেরে মাছ ভেসে যাওয়াসহ বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এগুলো মাথায় নিয়ে সরকার ভবদহের স্থানীয় সমাধানের জন্য যা করণিয় তা দ্রুত করবেন বলে জানান।

    প্রতিমন্ত্রী শুক্রবার রাতে মণিরামপুর হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের হলরুমে মণিরামপুর ও অভয়নগর উপজেলার সূধীজনের সাথে ভবদহের সমস্যা বিষয় প্রল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।

    অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধীর কুমার পাঁড়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র এনামুল হক ফরাজী বাবুল।

    এই সময় হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার মল্লিক,কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়,অভয়নগর উপজেলার সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র বিশ্বাস,প্রেমবাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজুর রহমানসহ ভবদহ পানি নিষ্কাশন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সূধীজন।

    ২৪ ঘণ্টা/আসাদ

     

  • মণিরামপুরে কোন অন্যায়কারিকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

    মণিরামপুরে কোন অন্যায়কারিকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

    নিলয় ধর, যশোর প্রতিনিধি:এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছে, কোন অন্যায়কারিকে ছাড় দেওয়া হবে না। দেশের এই পরিস্থিতিতে আইন-শৃংখলা ঠিক রাখতে সকলকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে বলা হয়েছে ।

    উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, যারা দলের মধ্যে থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজি মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,সাধরন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান কাজি জলি আক্তার,সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন প্রমূখ।

    সভায় উপস্থিত সদস্যরা গত (৪ এপ্রিল) পুলিশর হাতে আটক চাল কোন প্রকল্পের এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেছেন, এই চাল ত্রাণের নয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদও একই কথা বলেছেন।।