Tag: স্বরণসভা

  • মাস্টার কাসেম সব শ্রেণীর মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন: স্বরণসভায় এম এ সালাম

    মাস্টার কাসেম সব শ্রেণীর মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন: স্বরণসভায় এম এ সালাম

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সাবেক এমপি মাষ্টার আবুল কাসেম ছিলেন সীতাকুণ্ডের গণমানুষের নেতা, সব শ্রেণীর মানুষের অকৃত্রিম বন্ধু। যুগ যুগ ধরে সীতাকুণ্ডবাসী আবুল কাসেমকে তাদের হৃদয়ে ধারণ করে রাখবে। সীতাকুণ্ডের সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টার এমপির ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মরহুমের বাড়িতে আয়োজিত স্বরনসভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সলাম।

    এর আগে সকালে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও সকাল মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ করেন
    সীতাকুণ্ডের সংসদ আলহাজ্ব দিদারুল আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগসহ দলের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া’র সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় স্বরণসভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা), পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা বদিউল আলম, মরহুমের পুত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ।

    আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল,খতমে কোরআন, কবরে পুস্পমাল্য অর্পণ, স্বরণসভা এবং জেয়াফতের আয়োজন করা হয়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ড উপজেলা আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্বরণসভা অনুষ্ঠিত

    সীতাকুণ্ড উপজেলা আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্বরণসভা অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকালে সলিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্দ্যেগে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর সাবেক এমপি মরহুম আবুল কাসেম মাস্টারের ছোট ভাই এ.কে.এম জাফর উল্লাহ।

    ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম উদ্দীন ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাকিম আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগেন সাবেক শ্রম সম্পাদক আজম খান, সলিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে করীম চৌধুরী নিউটন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ,আওয়ামী লীগ নেতা নেজাম উদ্দিন খালেদী, ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক মনজুরুল করীম নওশাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সদস্য এস এম আল নোমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    স্বরণসভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ গোলাম মোস্তফার কর্মময় জীবনের উপর আলোকপাত এবং তার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।