Tag: স্বর্ণসহ যাত্রী আটক

  • শাহ আমানতে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

    শাহ আমানতে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) BG148 নম্বর ফ্লাইটে রামেজিং করে এক যাত্রীর কাছ থেকে ৭ পিস স্বর্ণের বার (প্রতিটি ১১৬ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

    শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আটক স্বর্ণের মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

    কক্সবাজারের চকরিয়ার ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে

  • ওসমানীতে বিশেষ কায়দায় আবুধাবি থেকে আনা ১১৬০ গ্রাম সোনা জব্দ

    ওসমানীতে বিশেষ কায়দায় আবুধাবি থেকে আনা ১১৬০ গ্রাম সোনা জব্দ

    বিশেষ কায়দায় আনা একটি স্বর্ণের চালান জব্দ করেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে স্বর্ণের চালান নিয়ে আসা যাত্রীকেও।

    বাইরে অ্যালুমিনিয়ামের রঙ লাগিয়ে আনা স্বর্ণের পাতগুলোতে ১ কেজি ১৬০ গ্রাম পরিমাণ স্বর্ণ রয়েছে, যার বাজারমূল্য কোটি টাকার বেশি।

    বৃহস্পতিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে আসা ময়নুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ময়নুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট বাজার এলাকার ফয়জুর রহমানের ছেলে। তিনি আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরেন।

    ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আল আমিন জানান, অ্যালুমিনিয়ামের রঙ করা পাতগুলো ঘষতেই ভেতরের স্বর্ণ বেরিয়ে আসে। এর পর মইনুলকে স্বর্ণসহ আটক করা হয়।

    এর আগে গত ২৭ মে নেবুলাইজার মেশিনে লুকিয়ে আনা ১১ পিস স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তিনিও ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণ নিয়ে এসেছিলেন।

  • শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ যাত্রী আটক

    শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ যাত্রী আটক

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

    বুধবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।

    বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ওই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

  • শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

    শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

    ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

    এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আগত এমএইচ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লালি করা হলে তার কাছে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

    আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।