Tag: স্বর্ণের বার উদ্ধার

  • শাহ আমানত বিমানবন্দরে ফের মিলল ১৪ স্বর্ণের বার

    শাহ আমানত বিমানবন্দরে ফের মিলল ১৪ স্বর্ণের বার

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পাওয়া সিগারেটের প্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

    শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ।

    তিনি জানান, সকালে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের এ৯-৫২৬ যোগে শারজাহ হতে এসব স্বর্ণের বার আনতে পারে কোনো যাত্রী। তবে ওই যাত্রীকে শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি।

    গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের এ৯-৫২৬ যোগে শারজাহ হতে অত্র বিমানবন্দরে আনতে পারে। নিয়মিত তল্লাশির সময় ১৪ পিস স্বর্ণের বার কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেট পাওয়া যায়। যার ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে গত শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। জব্দ হওয়া এসব স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে জমা হচ্ছে বলে জানান উইং কমান্ডার তসলিম আহমেদ।

  • শাহ আমানতে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

    শাহ আমানতে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ (২৮টি বার) এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।

    রোববার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান।

    তিনি বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়।

    পরে লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফি আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • শাহ আমানতে স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রী আটক

    শাহ আমানতে স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রী আটক

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত অহিদুল আলম (৩০) নামের যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

    আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ চালান আটক করে। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ দুই কেজি ৩৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

    আটক অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর জ্যাকেটের ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    এরপর আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো আইনি কার্যক্রম ও মামলার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

  • টয়লেটে মিলল ৪ কোটি টাকার স্বর্ণেরর বার

    টয়লেটে মিলল ৪ কোটি টাকার স্বর্ণেরর বার

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেবে প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের ৭০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

    শুক্রবার (২২ নভেম্বর) পরিত্যক্ত অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, দুপুরে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর বিমানবন্দরে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পলিথিনে মোড়ানো ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।

    ধারণা করা হচ্ছে, তল্লাশির বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে লুকিয়ে রেখে চলে যায়।

    তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করবেন। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

    বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

    আজ বুধবার সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।

    গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ, ঢাকার দায়িত্বরত প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি ও তল্লাশি চালায়। এক পর্যায়ে সকাল ৮টা ৪০ মিনিটে ৮ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের (ফ্লাইট নম্বর- বিজি০২২, সিট নম্বর-২২সি) সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • মোটরসাইকেল দুর্ঘটনা: আহত আরোহীর জুতায় মিলল স্বর্ণের বার

    মোটরসাইকেল দুর্ঘটনা: আহত আরোহীর জুতায় মিলল স্বর্ণের বার

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার সাইনবোর্ড এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত এক মোটরসাইকেল আরোহীর জুতার ভেতর থেকে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ স্বর্ণের বারগুলো উদ্ধার করে। এ ঘটনায় বিপ্লব হোসেন (২৫) নামে এক যুবককে পুলিশি হেফাজতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বিপ্লব মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

    মোটরসাইকেল চালক দেওয়ান ইসমাইল জানান, কুষ্টিয়াতে বিএডিসির চাকরিতে যোগদানের জন্য যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে এলাকার ফরহাদের ছেলে বিল্পব নামের এক যুবক ছিলো। বিপ্লবের জুতার ভিতরে যে স্বর্ণের বার পাওয়া গেছে এগুলো তার না এবং তিনি জানেনও না।

    রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) মো. ফজলুল করিম জানান, বিপ্লব ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে দৌলতদিয়াঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

    এ সময় তার জুতা খুলে গেলে তাতে স্বর্ণের বার দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

    পরে পুলিশ গিয়ে ১৮টি স্বর্ণের বার ও তাকে উদ্ধার করে। আহতাবস্থায় তিনি পুলিশি হেফাজতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।

    উদ্ধারকৃত একেকটি স্বর্ণের বারের ১০ তোলা করে ওজন। ধারণা করা হচ্ছে, বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে নেয়া হয়েছিল।

    তবে বিপ্লব হোসেনের দাবি, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বৈধ কাগজপত্র রয়েছে। যদি তিনি বৈধতা প্রমাণ করতে পারেন, তা হলে তাকে ছেড়ে দেয়া হবে। আর যদি না পারেন, তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

  • শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

    শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় জি৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন। এসময় তল্লাশীকালে কাছে একজনের কাছে একটি স্বর্ণের বার অপরজনের কাছে সিগারেটের কার্টূন পাওয়া যায়।

    চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট শাখার সহকারী কমিশনার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেটসহ একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। একজনের লাগেজের মধ্যে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

    তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণের বারের মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    তবে কাষ্টমস কর্মকর্তা তাৎক্ষনিক দুজনের নাম পরিচয় জানাতে পারেন নি।