Tag: স্বর্ণ উদ্ধার

  • শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

    শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

    শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা এগুলো উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার ছিল।

    সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৮৫ এর মাধ্যমে ১টি কাঠের ক্যারেট এবং একই ফ্লাইটে শনিবার (২৮ ডিসেম্বর) ৩টি ক্যারেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে এগুলো লুকিয়ে আনা হয়। উদ্ধার স্বর্ণগুলোর মোট ওজন ৬৪ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

    কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, কারা এই স্বর্ণগুলো এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটা আমরা তদন্ত করে দেখব।

  • শাহজালালে চার কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

    শাহজালালে চার কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার কেজি স্বর্ণ ও স্বর্ণের চুড়িসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।

    আটককৃত ওই যাত্রীদের নাম সৈয়দ আহমেদ মল্লিক (৪২) ও মো: ইউসুফ (৫০)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা।

    ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা ও শুক্রবার ভোর ৬টায় শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সোদি আরব ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণেরবার ও চুড়ি জব্দ করা হয়।

    তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আসেন আহমেদ মল্লিক (৪২)। তিনি বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তার পিছু নেয়। পরে তার শরীর, পরনের জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে তল্লাশী করে ২কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার মধ্যে ১৭ পিস স্বর্ণের চুড়ি রয়েছে।এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে আছে।

    অপরদিকে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় মো: ইউসুফ (৫২) নামে এক যাত্রী এয়ার এমিরেটসের একটি বিমানযোগে দুবাই থেকে ঢাকায় আসেন। তিনি বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। এসময় তার প্যান্টের পকেটের ভেতর থেকে ১০ তোলা ওজনের ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন হল এক কেজি ৮৫৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।

    বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বর্ণ চোরাচালান আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

  • ৬ চার্জার লাইটে ৭ কোটি টাকার স্বর্ণ এলো চট্টগ্রাম, বিমান যাত্রী আটক

    ৬ চার্জার লাইটে ৭ কোটি টাকার স্বর্ণ এলো চট্টগ্রাম, বিমান যাত্রী আটক

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে মিলল ১৫ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের স্বর্ণ।

    আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি ল্যান্ড করার পর জয়নাল আবেদীন নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

    প্রায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণবারগুলো ৬টি চার্জার লাইটের ভেতরে করে আনা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে কাস্টমস কর্মকর্তারা।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে  বলেন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় জয়নালকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়।

    পরে জয়নালের একটি লাগেজ তল্লাশি করে সেখানে থাকা ৬টি চার্জার লাইটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

    তিনি জানান, জব্দ স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

    আটক জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।