সীতাকুণ্ডে প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ১৬টি স্বর্ণের বারসহ সুজন কান্তি দাশ (৩৮) নামে আন্তর্জাতিক স্বর্ণ চোরা চালানকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার কুমিরাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোহাগ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন কান্তি দাশ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউপির ৯নং ওয়ার্ড উত্তর ঢেমশা গ্রামের মৃত নরেশ চন্দ্র দাশের পুত্র।
সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক স্বর্ণ চোরা চালানকারী চক্রের এক সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে সোহাগ পরিবহনের একটি বাসে চট্টগ্রামের দামপাড়া থেকে ঢাকায় যাচ্ছে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পুলিশের একটি দল চেক পোষ্ট স্থাপন করে সোহাগ পরিবহনের (ঢাকামেট্টো ব-১২-০৩৫৮) বাসটি দাঁড় করিয়ে তল্লাসী চালালে বাসের সিটে বসা যাত্রীকে তল্লাশী শুরু করলে এক পর্যায়ে সে স্বর্ণ রাখার কথা স্বীকার করে দেখিয়ে দিলে তার দুই পায়ের জুতো ভেতরে বিশেষ কায়দায় রাখা মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের দাম ৭ লক্ষ ২০ হাজার টাকা করে মোট এক কোটি ১৫ লক্ষ ২০ হাজার টাকা। আটক সুজন দাশ স্বীকার করেন যে এসব স্বর্ণ বিদেশ থেকে আমদানি করলেও এর বৈধ কোন কাগজপত্র নেই। অবৈধভাবে আমদানি করা এসব স্বর্ণ অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, ১৬টি স্বর্ণের বারসহ এক আসামিকে ডিবি পুলিশ সদস্যরা থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করেছেন।
২৪ঘণ্টা/জেআর