Tag: স্বামীর

  • স্ত্রীর সাথে অভিমান করে বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা

    স্ত্রীর সাথে অভিমান করে বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে স্বামী। জানা যায়, গতকাল ২৬ মে মঙ্গলবার রাত ১২টার সময় উপজেলার গাবতল আশ্রয়ন প্রকল্প এলাকার নিজ বাড়িতে বিষপান করেন।

    রাতেই লোহাগাড়া উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা ঝামেলা হবে ভেবে রোগীকে বাড়ি নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

    লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, বিষপান করা এক রোগী রাতে চিকিৎসা নিতে এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে প্রেরণ করা হয়েছে।

    আজ ২৭ মে বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করার তথ্যটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো: আইয়ুব। তিনি বলেন, শাহ্ আলম (৪২) নামের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কলাউজান গাবতল আশ্রয়ন প্রকল্প এলাকার আলী আহমদের ছেলে। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে তিনি জানান।

    এদিকে বিষপান করে আত্মহত্যা করার কারণ অনুসন্ধানে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা/ হবু স্বামীর টানে ৮০ কিলোমিটার পায়ে হেটে কনে গেলেন বরের বাড়ি, মাস্ক পরেই বিয়ে!

    করোনা/ হবু স্বামীর টানে ৮০ কিলোমিটার পায়ে হেটে কনে গেলেন বরের বাড়ি, মাস্ক পরেই বিয়ে!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে ভারতে প্রায় ২ মাস ধরে চলা লকডাউনের জেরে অসংখ্য বিয়ে পিছিয়ে গেছ। তবে নিজরবিহীন ভাবে বিয়ে সেরেছেন অনেকেই। কেউ ভিডিও কলে বিয়ে করেছেন। কোনও ক্ষেত্রে আবার পাত্র বা পাত্রী কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে পৌঁছেছেন গন্তব্যে।

    এমনই একটা চমকপ্রদ বিয়ে সম্পন্ন হয়েছে ভারতের উত্তর প্রদেশে। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে লকডাউনের মধ্যে ৮০ কিলোমিটার পায়ে হেঁটে হবু স্বামীর বাড়িতে গেছেন এক তরুণী।

    শুধুমাত্র বিয়ে করবে বলে উত্তরপ্রদেশের কানপুর থেকে ৮০ কিলোমিটার দূর পথ পায়ে হেঁটে বছর ২০-র ওই তরুণী একাই এতটা পথ সফর করেছেন।

    জানা গিয়েছে, গত ৪ মে বিয়ের দিন ঠিক হয়েছিল এই তরুণীর। তবে বাধ সেধেছিল লকডাউন। গত মার্চ থেকেই ভারতে যান চলাচল বন্ধ। তবে থেমে ছিল না যোগাযোগ। ফোনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন গোল্ডি এবং তার হবু বর বীরেন্দ্র কুমার (২৩)।

    বিয়ে পিছিয়ে যাওয়ায় মুষড়ে পড়েছিলেন দুজনেই। লকডাউন ঘোষণার পর তাদের বিয়ে দুবার ভেস্তে যাওয়ায় দুজনেই বেশ বিষন্ন হয়ে পড়েন। অবশেষে গত বুধবার সাহসী পদক্ষেপ নিলেন কনে গোল্ডি।

    ওই দিন বিকালে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। তবে গোল্ডি যে তাঁদের বাড়িতে আসছেন একথা কাউকেই জানাননি বীরেন্দ্র। হবু বউমার আচমকা আগমনে খানিক হতবাক হয়ে যায় পাত্রের পরিবার।

    মুহুর্তেই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে তাদের। পাত্র-পাত্রী মাস্ক পরেই বসেছিলেন বিয়ে পিঁড়িতে। সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার জন্য হাতেগোনা ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বিয়ে হাজির ছিলেন না কেউই।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনের গায়ে ছিল লাল শাড়ি, ওড়না এবং বর পরেছিলেন সাদা শার্ট আর জিন্সের প্যান্ট। তবে তারা দু’জনেই মাস্ক পরে ছিলেন। ওই বিয়েতে এক সমাজকর্মীও উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করল স্বামী

    ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করল স্বামী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ || সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুনের দায় স্বীকার করেছে পাষণ্ড স্বামী।

    আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে স্ত্রী খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন স্বামী।

    এর আগে ফেনীর পৌরসভার বারাহীপুর থেকে গ্রেফতার করা হয় স্বামী ওবায়দুল হক টুটুল ভুঁইয়াকে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত রেকর্ড করেন।

    আরো খবর// ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা করল স্বামী!

    মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ায় মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে এবং আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি হবে।

    ফেনী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না সেটিও তদন্ত করা হচ্ছে। যদি থাকে তাকেও মামলার আসামী করা হবে।

    এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ফেসবুক লাইভে এসে তার স্ত্রী তাহমিনা আক্তারকে নৃশংসভাবে হত্যা করে টুটুল।

    রাতে তাহমিনার পিতা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় টুটুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করে।

    আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামে নিহত তাহমিনার জানাযা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি