২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে স্বামী। জানা যায়, গতকাল ২৬ মে মঙ্গলবার রাত ১২টার সময় উপজেলার গাবতল আশ্রয়ন প্রকল্প এলাকার নিজ বাড়িতে বিষপান করেন।
রাতেই লোহাগাড়া উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা ঝামেলা হবে ভেবে রোগীকে বাড়ি নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, বিষপান করা এক রোগী রাতে চিকিৎসা নিতে এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে প্রেরণ করা হয়েছে।
আজ ২৭ মে বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করার তথ্যটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো: আইয়ুব। তিনি বলেন, শাহ্ আলম (৪২) নামের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কলাউজান গাবতল আশ্রয়ন প্রকল্প এলাকার আলী আহমদের ছেলে। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে তিনি জানান।
এদিকে বিষপান করে আত্মহত্যা করার কারণ অনুসন্ধানে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স