Tag: স্বামী-স্ত্রী

  • লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

    লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

    চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী দম্পতি। আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো.ইকবাল উদ্দীন চৌধুরী (৩৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমা (৩৪)। সখিনার পিতার নাম সুলতান আহমেদ নিজামী।

    দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

    তিনি বলেন, মোটরসাইকেল আরোহী দম্পতিকে চাপা দেওয়া সে ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলী থানা পশ্চিম নাসিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৭।

    র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ওই বাসায় অভিযান চালায়।

    এসময় বাসার বাথরুমের ছাদে লুকানো ১৪ হাজার ১শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রির অপরাধে স্বামী মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং স্ত্রী নুর জাহান বেগম (৩২)কে আটক করে র‌্যাব।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান আটকের তথ্যটি নিশ্চিত করে বলেন, আটকৃত দুজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করার কথা স্বীকার করে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ,বাড়ি লকডাউন

    আনোয়ারায় স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ,বাড়ি লকডাউন

    আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের স্বামী-স্ত্রী দুই জনের করোনা ভাইরাসের (কোভিড-১৯) পজিটিভ রির্পোট এসেছে।

    বুধবার (২০ মে) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষার ফলাফলে আনোয়ারার দুই জনের পজেটিভ ঘোষণা করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, বুধবার রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে রির্পোট পাওয়ার পর আনোয়ারায় ২ আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। করোনা আক্রান্ত দু’জন স্বামী স্ত্রী।

    এ নিয়ে আনোয়ারায় পঞ্চম করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি করোনা ১৪ দিন কোয়ারান্টাইন থাকার পর সুস্থ হয়েছে এবং দ্বিতীয় রির্পোটে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। নতুন করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল