Tag: স্বাস্থ্যবিধি অমান্য

  • রাউজানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬জনকে জরিমানা

    রাউজানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬জনকে জরিমানা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে বিভিন্ন শপিং কমপ্লেক্সের ক্রেতা-বিক্রেতা, গাড়ি চালক, পথচারীসহ ১৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা সদর ফকির হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    এসময় মাস্ক না পড়াসহ স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৬জনকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় রাউজানে ১৬জনকে জরিমানা করেছি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রুহিয়ার ঝুঁকিতে বৈরাগীবাজার, মানছেনা স্বাস্থ্যবিধি

    রুহিয়ার ঝুঁকিতে বৈরাগীবাজার, মানছেনা স্বাস্থ্যবিধি

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনার থাবায় থমকে আছে গোটা বিশ্ব। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন প্রাণ। শহর থেকে গ্রাম-সব স্থানেই মানুষের অসতর্কতায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। অসতর্কভাবে চলছে গ্রামের মানুষদের দৈনন্দিক কার্যক্রম। অসচেতনতা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞতাসহ নানা কারণে মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি।

    ঠাকুরগাঁও সদর উপজেলার বৈরাগীবাজার ঘুরে দেখা যায়, বিকাল হলে  বাজারগুলো মানুষের উপস্থিতি বেশ।তাতে মানছেন না স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসে আড্ডায় ব্যস্ত সবাই। চায়ের দোকানেও দেখা গেল একই অবস্থা। যেখানে কারোরই নেই মাস্ক কিংবা হ্যান্ড গ্লাভস।

    এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক এক চা বিক্রেতা বলেন, করোনা গরীবদের ধরে না। করোনা আমাদের কিছুই করবে না। এ সব হয়রানি করার কথাবার্তা!বাজারের আর এক পান বিক্রেতা বলেন করোনা ভাইরাস আগের থেকে দুর্বল হয়ে পড়ছে। তাই শুধু শুধু ভয় পেয়ে কাজ নাই।

    গ্রাম্য ব্যবসায়ী রহিম বিরক্তির সূরে বলেন, করোনার নিউজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। করোনা শহরের রোগ, গ্ৰামে আসবে না।

    এলাকার সুশিল সমাজের প্রতিনিধিদের মতে- সারাদেশের মত বৈরাগী বাজারেও  সরকারী নিয়মনীতি মেনে চলাটাও বর্তমান সময়ে খুবই জরুরী। যদি বৈরাগীবাজার এলাকায় করোনাভাইরাস একবার ছড়িয়ে যায়, তাতে করে দুই ইউনিয়ন  আক্রান্ত হয়ে যাবে নিমিষেই। তাই আমাদের এখনই সচেতন হতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগের মাধ্যেমে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • স্বাস্থ্যবিধি অমান্য: ঠাকুরগাঁওয়ে মার্কেট, শপিংমল বন্ধ ঘোষণা

    স্বাস্থ্যবিধি অমান্য: ঠাকুরগাঁওয়ে মার্কেট, শপিংমল বন্ধ ঘোষণা

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে বিপণী-বিতান খোলার এক সপ্তাহ যেতেই আবারও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

    শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    রবিবার (১৭ মে) বিকেলে এক গণবিজ্ঞপ্তিতে সব ধরণের কাপড়, তৈরী পোশাকের দোকান, কসমেটিক ও জুতার দোকান বন্ধের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়। তবে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট আগের মতোই খোলা থাকবে বলে জানানো হয়েছে।

    জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়,পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকারকর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    কিন্তু বিগত কয়েকদিন দোকানপাট বিশেষত কাপড়, তৈরী পোশাকের দোকান, কসমেটিক ও জুতার দোকানসমূহ সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতা সরকারকর্তৃক প্রদত্ত শর্তসমূহ মেনে চলার বিষয়ে অবহেলা প্রদর্শন করছেন বা নির্লিপ্ত থেকেছেন।

    ঠাকুরগাঁওবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় অংশগ্রহণকারী সকল পক্ষের সিদ্ধান্তক্রমে কাপড়, তৈরী পোশাকের দোকান, কসমেটিক ও জুতার দোকানসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এ আদেশ আগামীকাল সকাল ৬টা হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।

    জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওষুধসহ নিত্য প্রয়োজনীয় ব্যতীত ঠাকুরগাঁও জেলার সকল কাপড়, তৈরী পোশাকের দোকান, কসমেটিক ও জুতার দোকানসমূহ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশনা অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম