Tag: স্বেচ্ছাসেবক লীগ

  • অপপ্রচারের জবাব দিতে হবে উন্নয়ন প্রচারে

    অপপ্রচারের জবাব দিতে হবে উন্নয়ন প্রচারে

    বিরোধী দলের অপপ্রচারের জবাব সরকারের উন্নয়ন প্রচারের মাধ্যমে দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি নেতাদের এ নির্দেশনা দেন। বৈঠককে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এ সব অপশক্তির বিরুদ্ধে সকলকে দাঁড়াতে হবে। সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে, সে জন্য স্বেচ্ছাসেবক লীগকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়নের প্রচার ও বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে হবে।

    সূত্র জানায়, বিএনপি জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র হরণের জনক, তারাই এ দেশে লুটপাট, হত্যা ক্যু, সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা এ দেশে হ্যাঁ না ভোট ও জালিয়াতি করেছে, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। তারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে।

    স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রতিটি এলাকায় এলাকাভিত্তিক তালিকা করতে বলেন। যদি কেউ গৃহহীন থাকে সে তালিকা দিলে তাদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষের ভোটের অধিকার হরণের মধ্য দিয়ে যাদের জন্ম তারা (বিএনপি) আবার জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়, লুটপাট করতে চায়। দেশের মানুষকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এটা মনে রাখতে হবে।

    ২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও আমাদের ১৪ দলীয় জোট এ দেশের মানুষের আস্থা অর্জন করেছিলাম। মাত্র ২৯টি সিট পেয়েছিল বিএনপি। বাংলাদেশের মানুষ বিএনপির অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, হাওয়া ভবন তৈরি করে পয়সা খাওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বারবার তারা ষড়যন্ত্র করে যাচ্ছে।

    সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। স্বাক্ষরতার হার বাড়িয়েছি, প্রতিটি ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট-ব্রিজ উন্নত করেছি। বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ যা বিশ্ববাসী স্বীকার করে। তবে এটা চোখে দেখে না কারা, ওই সন্ত্রাসী, লুটেরা দুর্নীতিবাজ বিএনপি। এরা চোখে দেখে না। আর কিছু আছে, যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে যারা তারা কিছু দেখে না। তাদের আমরা করুণা করতে পারি। সাধারণ মানুষ আমাদের পক্ষে।

    স্মার্ট দেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, স্মার্ট দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলব, সরকার হবে স্মার্ট সরকার, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সরকার পরিচালনা করব, অর্থনীতি হবে স্মার্ট ইকোনোমি, ডিজিটাল ইকোনোমির সঙ্গে সব কিছু জড়িত। স্মার্ট সমাজ হবে।

    স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশে বলেন, শুধু সংগঠন করলে হবে না, আমরা যে উন্নয়ন করেছি তা মানুষের কাছে তুলে ধরতে হবে। দেশ সেবায় উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে।জাতির পিতার আদর্শ অনুসরণ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। রাজনীতিবিদের ভোগ না মানুষের সেবা ও ত্যাগের মধ্য দিয়েই সবচেয়ে বেশি আনন্দ। এটা সবাইকে মনে রাখতে হবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

  • চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল, সম্পাদক রিয়াজ

    চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল, সম্পাদক রিয়াজ

    চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. এরাদুল হক নিজামী ভুট্টো এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাছির উদ্দিন রিয়াজ।

    মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু চট্টগ্রাম উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন।

    এ সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, দীর্ঘদিন পরে আমাদের উত্তর জেলা সম্মেলন হয়েছে।

    আমাদের নেতাকর্মীরা সম্মেলনকে সফল করেছেন। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী যারা হয়েছেন, তাদের যোগ্যতা অনুসারে কমিটিতে মূল্যায়ন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

    এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল। এতে ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছিল মো. এরাদুল হক নিজামী ভুট্টোকে।

  • বোয়ালখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

    বোয়ালখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

    সোমবার (২৫ জুলাই) মো.কায়ছার হামিদকে সভাপতি ও মোহাম্মদ হোসাইনকে (মাহমুদ) সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক সাইদুল আলম। তাদের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

  • স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লাইফসাপোর্টে

    স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লাইফসাপোর্টে

    আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফসাপোর্টে আছেন।

    রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।

    আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর আশুরোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান আফজালুর।

    নির্মলের পিএস মামুন বলেন, আগে নির্মল রঞ্জন গুহের একবার হার্টঅ্যাটাক হয়েছিল। তখন তিনি ভারতে গিয়ে চিকিৎসা নেন। ওষুধ চলছিল, কিন্তু এর মধ্যে গতকাল রাতে আবার তার রক্তচাপ বেড়ে তিনি অসুস্থ হয়ে যান।’

  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

    মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার (২৭ মার্চ) চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভা বিকেল চারটায় বঙ্গবন্ধু ল টেম্পল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা মো নুরুল কবির।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘শোষণমুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি জাতির জনকের কন্যা সেই পথ আমাদের দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের দেশের সকল খাতে উন্নতি। শুধু ভৌগলিক স্বাধীনতা নয়, আমাদের চাই অর্থনৈতিক মুক্তি, চাই নৈতিকতা সমৃদ্ধ মানবিক মানুষ।’

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ অনুষ্ঠানে সবাই আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সভায় বক্তব্য রাখেন রাখেন, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সাদেক হোসেন পাপ্পু, মো আনোয়ারুল ইসলাম বাপ্পি প্রমুখ।

  • রাউজানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল

    রাউজানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের  তত্বাবধানে রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ হতে আনন্দ মিছিল  অনুষ্ঠিত হয়।

    রবিবার দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জিয়া বাজার এলাকায় সংগঠনের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এস. এম. জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার সোহেল।

    বক্তব্যে রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য ইমরান আহমেদ ইমু। উপস্থিত আছেন উরকিরচর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোঃ নাছির উদ্দিন,  যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আইয়ুব, সরওয়ারুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন ইমন, দপ্তর সম্পাদক শেখ মুফিজুর রহমান, মোঃ নুরুল আবছার, সেলিম জাবেদ রানা, নাছির বাদশা,  আক্তারুজ্জামান পারভেজ, মোঃ সালাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজম জুয়েল, সেকান্দার বাদশা, কামরুল ইসলাম বাবু, মোরশেদ মন্টু, মোঃ হেলাল,  আনোয়ার আজম, মোঃ জাহেদুল আলম তাহেল,  বসু মিএ বড়ুয়া,  আজগর আলী চৌধুরী, আজমঙ্গীর, চন্দ্রশেন বড়ুয়া, মোঃ ফোরকান উদ্দিন, সৈয়দ আলম, মোঃ শফি, সাজেদুল আলম সাজু, আব্দুল্লাহ্ আল জাবেদ, মোঃ আবু মুছা তালুকদার, মোঃ রাজু, সৈয়দ রবিউল হোসেন আরিফ, এমরান হোসেন মনির, মোঃ বাবু, মোঃ জনি, রবিউল হোসেন, মোঃ শাহিন, আবছার, আলমগীর, এরশাদুল রহমান টিংকু, ওমর ফারুক জনি, লোকমান, মোঃ আবেদ, সুক্লা বড়ুয়া, লেয়াকত আলী, ইমাম হাসান বাবু, রুবেল, অমি, সাহেদ, কায়সার চৌধুরী, তৌহিদ, সাজ্জাদ, সুজন, নয়ন, এসকান্দার, মনির, হেলাল, রায়হান, মোঃ  সাহেব বড়ুয়া, সাম্য বড়ুয়া, ইফতেখার, ইউপি সদস্য মোঃ রফিকুল আলম, সদস্য জানে আলম জাহাঙ্গীর  প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • লোহাগাড়ায় চিহ্নিত শিবির ক্যাডার, সাজাপ্রাপ্ত আসামি, নৌকা বিরোধী, মোটর মেকানিক, প্রবাসীও এখন স্বেচ্ছাসেবক লীগের নেতা!

    লোহাগাড়ায় চিহ্নিত শিবির ক্যাডার, সাজাপ্রাপ্ত আসামি, নৌকা বিরোধী, মোটর মেকানিক, প্রবাসীও এখন স্বেচ্ছাসেবক লীগের নেতা!

    নিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীক নৌকার বিরোধিতাকারী এবং নিজের গ্রুপ ভারী করতে বিএনপি- জামায়াত থেকে লোক ভাড়া এনে দলের পদ-পদবীতে স্থান না দিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনাকে অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    গত উপজেলা ও ইউপি নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধিতাকারী, চিহ্নিত ছাত্রশিবির ক্যাডার ও রাজপথে ছাত্রদলের মিছিলে নেতৃত্বদানকারী, নারী নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, মোটরসাইকেল মেকানিক ও দুবাই প্রবাসীসহ বিতর্কিত ব্যাক্তিদের মুল নেতৃত্বে এনে গত ২৬ জানুয়ারী মধ্যরাতে ফেসবুকের মাধ্যমে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে নানা বিতর্কের জন্ম দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    অথচ গত ২০২০ সালের ১০ ডিসেম্বর নুরুল কবির সলিলকে আহবায়ক, আবছার উদ্দিন, জামিল উদ্দিন ও মিজানুর রহমান মিজানকে যুগ্ম আহবায়ক করে ৪ সদস্যের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। মাত্র ৪৭ দিনের ব্যবধানে এক উপজেলায় দুইটি কমিটিরই অনুমোদন দেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

    আর এতে পুরো উপজেলাজুড়ে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের মাঝে চলছে নানা বিতর্ক, চরম ক্ষোভ ও উত্তেজনা। চলছে নানা পাল্টা-পাল্টি কর্মসুচিও। ফলে, দুই কমিটির নেতাকর্মীদের মধ্যে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশংকা করছেন স্থানীয়রা।

    স্থানীয় নেতৃবৃন্দের অভিযোগ, মোটা অংকের টাকার বিনিময়ে দলের নির্যাতিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যাক্তিদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

    তাই, কমিটি ঘোষণার পর থেকেই ঘোষিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও এক নাম্বার সহ-সভাপতিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক লেখালেখি করে সমালোচনার ঝড় তুলেছেন দলের ত্যাগী নেতাকর্মীরা।

    লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করা মিজানুর রহমান মিজান জানান, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছিলেন ছাত্রশিবিরের সাবেক শীর্ষ ক্যাডার সাতকানিয়ার বহুল আলোচিত আহমদু বাহিনীর অন্যতম প্রধান সহযোগী। সাতকানিয়ায় আহমদুর প্রতিষ্টিত বিতর্কিত ক্যাডার ভিত্তিক সংগঠন ‘টাইগার ক্লাব’র প্রতিষ্টাতা সদস্য সে। পরে শিবিরের শীর্ষ ক্যাডার আহামদু বিএনপিতে যোগ দিলে হুমায়ুনও তার সাথে বিএনপিতে যোগ দেয়। বনে যায় রাতারাতি ছাত্রদলের হর্তাকর্তা। সাতকানিয়া উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি এহতেশামুল আজিমের সাথে আওয়ামী লীগ সরকার বিরোধী সকল আন্দোলন-সংগ্রামের মিছিলে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে হুমায়ুন। অলরেডি এসব মিছিলের ছবি ফেসবুকে ইতোমধ্যে ভাইরালও হয়েছে। এছাড়াও তার আদি বাড়ী সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বহু আওয়ামী নেতাকর্মীদের নির্যাতনকারী হিসেবে চিহ্নিত হুমায়ুন নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ি গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে আশ্রিত হন। পরে ২০১৮ সালের দিকে বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আরিফুর রহমানের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন।

    অতপর: মাত্র দুই বছরের ব্যবধানে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নেন হুমায়ুন। যিনি বহু আওয়ামী নেতাকর্মীকে নির্যাতনের দায়ে ঘৃনিত হয়ে নিজ গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর শ্বশুর বাড়িতে আশ্রিত এমন একজন ব্যক্তির নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মতো গুরুত্বপূর্ণ সংগঠন কতটুকু নিরাপদ? আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার জবাব চাই।

    এদিকে, ঘোষিত কমিটির সভাপতি রিদওয়ানুল হক সুজনের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে পরাজিত করতে আট-ঘাট বেঁধে মাঠে নেমেছিলেন সুজন। এ নির্বাচনে লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুলের অন্যতম নির্বাচনী সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি। নির্বাচনের পরে ২০১৯ সালের ৪ এপ্রিল দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো নৌকার বিরোধীতাকারীর তালিকায় সুজনের নাম রয়েছে ২৮ নাম্বারে। সদ্য সমাপ্ত লোহাগাড়া সদর ইউপি নির্বাচনেও নৌকা প্রতীকের বিরোধিতা করার অভিযোগ রয়েছে সুজনের বিরুদ্ধে। নির্বাচন পরবর্তী গত ২০২০ সালের ৭ নভেম্বর অনুষ্টিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় প্রতীক নৌকা বিরোধী ভূমিকায় রিদওয়ানুল হক সুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে দলের হাজারো নেতাকর্মীর সামনে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খোরশেদ আলম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এছাড়াও সুজনের বিরুদ্ধে বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা তৌকির হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততারও অভিযোগ তুলেছেন নিহত তৌকিরের বৃদ্ধ মা আয়েশা বেগম ও বড় ভাই মো: আলমগীর। তাঁরা গত ২০২০ সনের ৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলনে তৌকির হত্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে ভূঁয়া খালাতো ভাই সেজে তৌকিরের লাশ গ্রহণের অভিযোগও আনেন সুজনের বিরুদ্ধে। এসময় সুজনসহ এ হত্যাকান্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছিলেন তৌকিরের পরিবার।

    ৪৭ দিনের মধ্যে দুই কমিটি

    ঘোষিত কমিটির এক নাম্বার সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ ওরফে এলজি ফরিদের বিরুদ্ধেও রয়েছে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার অভিযোগ।

    গত ২০১৮ সালের ৩ জানুয়ারী আদালত নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেন। এছাড়াও অস্ত্র, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে আরও ৪/৫ টি মামলা।

    কমিটির তিন নাম্বার সহ-সভাপতি বেলাল উদ্দিন বেলাল কোন সময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন না। পেশায় মোটরসাইকেল মেকানিক। চার নাম্বার সহ-সভাপতি সাইফুল ইসলাম জিয়ার বিরুদ্ধে জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
    কমিটির দুই নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি দুবাই প্রবাসী। সে তিন মাস পূর্বে দেশে এসে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নিয়ে আবার দুবাই ফিরে যান। কমিটির অন্যান্য সদস্যের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ ও বিতর্ক। মোটা অংকের আর্থিক লেনদেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার সাথে ঘনিষ্টতার কারণে তারা তিনজনই স্বেচ্ছাসেবক লীগের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন- এমন অভিযোগ ৪৭ দিন পূর্বে গত ১০ ডিসেম্বর অনুমোদিত কমিটির আহবায়ক নুরুল কবির সলিল ও যুগ্ম আহবায়ক আবছার উদ্দিনের।

    অন্যদিকে, সাতকানিয়া-লোহাগাড়া আসনের স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনকে পাশ কাটিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে। তাছাড়া কোন মতামতও নেয়া হয়নি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ থেকেও। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতাকে সন্তুষ্ট করতেই তাঁর অনুসারীদের নিয়ে তড়িঘড়ি করে একতরফাভাবে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করতে লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। দুটি কমিটি অনুমোদন করা হয়নি। আমরা অফিসিয়ালি সুজন- হুমায়ুনের নেতৃত্বাধীন কমিটিই পাবলিষ্ট করেছি।

    কমিটি অনুমোদনের ক্ষেত্রে দলের স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের মতামত নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আসলে এদের কোন মতামত নেয়া হয়নি। দক্ষিণ জেলা কমিটিকে থাকা লোহাগাড়ার নেতাদের সুপারিশে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ সম্পাদক হুমায়ুনের বিরুদ্ধে আনা অভিযোগ কয়েকজনের ফেসবুক পোষ্টে দেখেছি ; আবার অনেকেই আমার মেসেঞ্জারেও পাঠিয়েছে।

    সভাপতি সুজনের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে আমি অবগত নই। তবে, এসব অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি দেখবো।

    এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু মুঠোফোনে বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ৪৭ দিনের মাথায় এক উপজেলায় দুটি কমিটি ঘোষণার বিষয়ে আমি অবগত নই। কমিটিতে নৌকার বিরোধিতাকারী, শিবির ক্যাডার, নারী নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্থান পাওয়ার বিষয়ে আমি খোঁজ নিচ্ছি। এ মুহুর্তে আমি একটি মিটিং এ আছি ভাই জানালেন আফজালুর রহমান বাবু।

    এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার সন্তান হিসেবে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার বিষয়ে আমার কোন মতামত চাওয়া হয়নি এবং এ বিষয়ে আমি কিছুই জানি না।

    আওয়ামী লীগের দলীয় স্থানীয় সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী বলেন, দলের স্থানীয় সংসদ সদস্য হিসেবে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের ক্ষেত্রে আমার মতামত নেওয়া উচিত ছিল জেলা কমিটির। কিন্তু আমার কোন মতামত নেয়া হয়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না। ফেসবুকে কমিটি দেখেছি মাত্র। বিপ্লব বড়ুয়াকে সন্তুষ্ট করতেই মধ্যরাতে ফেসবুকে এ কমিটি ঘোষণা করা হয়েছে। জানতে পারলাম নৌকার বিরোধিতাকারী, ছাত্রলীগ নেতা হত্যার সাথে জড়িত, সাতকানিয়ার চিহ্নিত শিবির ক্যাডার, নারী নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল মেকানিকসহ বিতর্কিত ব্যক্তিদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি গঠনের ক্ষেত্রে মোটা অংকের লেনদেনও হয়েছে বলে আমি শুনেছি।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের কাছ থেকে কোন মতামত নেয়া তো দুরের কথা জানিও না কমিটি দেয়া হচ্ছে। সাতকানিয়া থেকে শিবির ক্যাডারকে ভাড়া করে এনে লোহাগাড়ায় নেতা বানানো হচ্ছে বিষয়টি বুঝলাম না। আর উপজেলা ও ইউপি নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধিতা করা ও এলডিপির সভাপতির পক্ষে ভুমিকা পালনকারী ব্যক্তিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা কর্ণেল অলির এজেন্ডা বাস্তবায়ন নয় কি? জেলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী খোরশেদ আলম চৌধুরী।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • লোহাগাড়ায় ধর্ম প্রতিমন্ত্রীর আগমনে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

    লোহাগাড়ায় ধর্ম প্রতিমন্ত্রীর আগমনে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীকাল বৃহষ্পতিবার উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে আসছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

    তাঁর আগমনকে স্বাগত জানিয়ে আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক আনন্দ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    স্বাগত মিছিলটি উপজেলা সদর বটতলী মোটরষ্টেশন থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    পরে বটতলী মোটরষ্টেশনস্থ মোস্তাফিজ মার্কেটের সামনে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামিল উদ্দিন ও উপজেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মুহাম্মদ ইউসুফ কবির প্রমুখ।

    এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, কার্যনির্বাহী সদস্য মামুন-অর রশিদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু,
    উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসেন মাসুম, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস কোম্পানী, লোহাগাড়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ রেজাউল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুরাদ সিকদার, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান ফরহাদ, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক হোবাইর সিকদার, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইরফান আলী, সাধারণ সম্পাদক শেখ ছোটন, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক প্রীতি কুসুম সিকদার, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর আলম কোম্পানী, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সুমন, সহ-সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরফাত, চুনতি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • লোহাগাড়ায় ড. নদভী এমপি’কে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

    লোহাগাড়ায় ড. নদভী এমপি’কে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

    সোমবার (৩১ জানুয়ারী) বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত আহবায়ক নুরুল কবির সলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামিল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এসময় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটিকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • রাউজানে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রাউজানে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা সংকটময় সময়ে স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রামের রাউজানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

    কর্মসূচীর মধ্যে ছিল ২৭ জুলাই (সোমবার) সকাল ১১ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, রাউজান কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

    রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীগ নেতা তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান বিল্পব, মোহাম্মদ আবছার, ফজল করিম, চন্দ্র সেন বড়ুয়া, ফোরকান উদ্দিন সিরাজী, নাছির উদ্দিন বাদশা, সৈয়দ মোহাম্মদ আলম, বশর কোম্পানি, জাবেদ হোসেন, ডা: ফিপন বড়ুয়া, সাইফুল ইসলাম বখতিয়ার, সাইফুদ্দিন শেখর, সাইফুদ্দিন বাবর, মোহাম্মদ এরশাদ ও এস এম আবদুল্লা আল জাবেদ প্রমূখ। দোয়া, মিলাদ পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বোরহান উদ্দিন।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

    অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনা ভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁওয়ে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সময়ে দরিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ও মাড়াই করে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

    রোববার (২১ জুন) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর নেতৃত্বে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের অসহায় শারিরীক প্রতিবন্ধী কৃষক আবুল হোসেনের ২৫ শতক জমির ধান কাটার কাজটি করে ৩০ জনের একটি দল।

    কৃষক আবুল হোসেন বলেন, করোনায় ঘরবন্দি ও কর্মহীন হয়ে বসে থাকায় হাতে কোন টাকা পয়সা নেই। তার উপর ক্ষেতের ধান পেকে গেছে। একদিকে অর্থ সংকট অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট। সবমিলিয়ে পাকা ধান কাটতে পারছিলাম না। নষ্ট হয়ে যাচ্ছিল ধান।

    খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে ধান কেটে ও মাড়াই করে দিয়েছে। ধান কেটে ও মাড়াই করে দেওয়ায় আমরা সবাই খুশি।

    জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দি অর্থকষ্টে থাকা ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না কৃষকরা। এমন বর্গাচাষি, ক্ষুদ্র চাষির পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনায় আমরা এক অসহায় কৃষকের ২৫ শতক জমির ধান কেটে ও মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। চলমান পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়ানো ও যে কোনও সমস্যায় তাদের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।

    নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, জেলার পাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের গরীব ও বর্গাচাষি ও প্রান্তিকচাষিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
    এই সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ লিটন, সাধারণ সম্পাদক সুলতান চৌধুরী,চিলারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কায়সার, সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম, চৌধুরী,চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল করোনায় আক্রান্ত

    স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

    শুক্রবার (১৯ জুন) নির্মল নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

    নির্মল রঞ্জন বলেন, ‘কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। তিন দিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে আমার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।’

    তিনি বলেন, ‘আমি বাসায় আইসোলেশনে আছি ভালোই আছি। এখন অন্যকোন উপসর্গ নাই। আমার জন্য দোয়া করবেন।’

    ২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয় নির্মল রঞ্জন গুহকে।

    ২৪ ঘণ্টা/এম আর