Tag: স্যোসাল ইসলামি ব্যাংক

  • রাউজানের পথেরহাট এসআইবিএল’র ২৪তম বর্ষপূর্তি উদযাপন

    রাউজানের পথেরহাট এসআইবিএল’র ২৪তম বর্ষপূর্তি উদযাপন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্যোশাল ইসলামী ব্যাংকের ২৪ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন, সেবা দিয়ে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনই ব্যাংকিং খাতে সফলতার অন্যতম পূর্বশর্ত। কারণ গ্রাহকরাই ব্যাংকের মূল চালিকাশক্তি।

    ২৪ নভেম্বর রবিবার সকালে উপজেলার দক্ষিণ রাউজানের পথেরহাট বাজারস্থ খায়েজ আহমদ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন এভিপি ও শাখা ব্যবস্থাপক ফোরকানুল ইসলাম।

    প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ নাজিম উদ্দিন। অতিথি ছিলেন দৈনিক ভোরের দর্পনের রাউজান প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী।

    শাখার দ্বিতীয় কর্মকর্তা মোহাম্মদ হাসানুল করিম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাহক মোঃ মুছা, মোঃ ইউসুফ, আবু তাহের, নাছির উদ্দিন, লায়লা বেগমসহ নোয়াপাড়া পথেরহাট শাখার কর্মকর্তাবৃন্দ।

    পরে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।