Tag: সড়ক

  • সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সাইকেল র‌্যালি করার প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন মো. হাশেম খান নামে ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

    তথ্যটি নিশ্চিত করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বললেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য। তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি করছিলো।

    ওইসময় রিকশাযোগে জরুরি কাজে বাসায় যাচ্ছিলেন যুবক হাশেম। সড়ক বন্ধ করে র‌্যালি করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

    পরে হাশেমের প্রতিবাদে একমত পোষণ করে আশেপাশের আরো কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। পিটুনীতে এক পর্যায়ে গুরুতর আহত হয় হাশেম, সজীব, আরমান ও রবিউল।

    পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় যুবক হাশেম। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • বিয়ে খাওয়া হলনা তিন বন্ধুর! পথেই দুজনের মৃত্যু-একজন হাসপাতালে

    বিয়ে খাওয়া হলনা তিন বন্ধুর! পথেই দুজনের মৃত্যু-একজন হাসপাতালে

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া পৌরসদর থেকে মাত্র এক কিলোমিটার পথ পারি দিয়ে বিয়ে খেতে যাবে তিন বন্ধু। তাই সন্ধ্যা থেকেই ছিল তাদের ব্যস্ততা। সাজ গোজ সারতেই বেজে যায় রাত ৯টা।

    তখনও কি তারা জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। জানলে হয়তো আরো একটু দেরি করে বের হতো বা বিয়ে খাওয়া আজকের মত বাদ দিতো।

    নানা ব্যস্ততা শেষে তিন বন্ধু এক হতেই সময় তখন প্রায় ১০টা ছুঁই ছুঁই। তিন বন্ধুই এখন প্রস্তুত। পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী থেকে মোটর বাইকে উঠে রওনা দেন উপজেলার কমল মুন্সির হাট এলাকাস্থ বিয়ের ক্লাবের উদ্দ্যেশে।

    তবে বিয়ের ক্লাব পর্যন্ত তাদের আর যাওয়া হয়নি। রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় জীবন তরী থেমে যায় দুই বন্ধুর। গুরুতর আঘাত পেয়ে হাসপাতালেই কাতরাচ্ছেন অপরজন।

    পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় যাত্রীবাহী টেম্পুর সাথে তাদের আরোহীত মোটর বাইকের সংঘর্ষ হলে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটর বাইকে করে কমলমুন্সির হাটের দিকে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন।

    গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। নিহতরা সকলেই পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী ওয়ার্ড এলাকার বাসিন্দা।

    নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও আহত ব্যাক্তির তাৎক্ষনিক পরিচয় মেলেনি। নিহতরা হলেন, ওই এলাকার রতন সেনের ছেলে অভি সেন (২৩) ও সুজন মিত্র (৩৫)।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • যে জাতি যত সভ্য সে জাতি তত আইন মানে-ইলিয়াস কাঞ্চন

    যে জাতি যত সভ্য সে জাতি তত আইন মানে-ইলিয়াস কাঞ্চন

    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন যেসব দেশে সড়ক দুর্ঘটনা কম সেসব দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা সড়কের আইন, নিয়ম কানুন মেনে চলেন। যে জাতি যত সভ্য সে জাতি তত আইন মানে।

    ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া সড়ক পরিবহণ আইন মেনে চলতে সকলের প্রতি তিনি আহবান জানান।

    গতকাল ৩১ অক্টোবর ২০১৯ইং, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এস রহমান হলে ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্য বিষয়ে দেশজুড়ে উদ্যাপিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ এর মাসব্যাপি কর্মসূচির সমাপনী উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নিসচা চেয়ারম্যান।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব, কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই’র ব্যুরো প্রধান ও নগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ রিটন।

    নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল, লায়ন গণি মিয়া বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুর রহমান আসাদ, বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম নগর সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নিসচা শিক্ষার্থী প্রশিক্ষণ বিষয়ক ইউনিট প্রধান মোঃ সাকিব হোসেন, মোঃ মহসিন খান, চট্টগ্রাম নগর নিসচা নগর কমিটির সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা কামাল লিটন ও সনত তালুকদারসহ চট্টগ্রাম মহানগর কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ।