২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পাইপ লাইন স্থাপন কর্মসূচির আওতায় সড়ক কাটার ক্ষতিপূরণ বাবদ মেয়রের হাতে সাড়ে ৬ কোটি টাকার চেক দিয়েছেন ওয়াসা।
গতকাল সোমবার দুপুরে, টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের নিকট ক্ষতিপূরণের চেকটি তুলে দেন চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ চসিক ও চট্টগ্রাম ওয়াসার কর্তৃপক্ষের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।