Tag: সড়ক দুর্ঘটনা

  • পটিয়ায় হানিফ বাসের ধাক্কায় মিনি বাসের ২ যাত্রী নিহত

    পটিয়ায় হানিফ বাসের ধাক্কায় মিনি বাসের ২ যাত্রী নিহত

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

    রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মোঃ ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০) দুর্ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাসের অপর চার যাত্রী আহত হয়।

    নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

    এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে জানিয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ দুর্ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

    রাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

    চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোঃ আবদুল কাদের (৩১) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।

    শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত গাড়ি চালক চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে যাত্রী নিয়ে রাউজানে এসেছিলেন সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদের। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় সড়কের পাশেই নিজের গাড়ী বন্ধ করে বসা অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে গুরুতর আহত হন চালক আবদুল কাদের। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে এসে আহাজারিতে ফেটে পড়েন।

    রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

  • বিয়ের পিঁড়িতে বসা হলোনা প্রবাসী জুয়েলের, সীতাকুণ্ডে প্রাণ গেল সড়কে

    বিয়ের পিঁড়িতে বসা হলোনা প্রবাসী জুয়েলের, সীতাকুণ্ডে প্রাণ গেল সড়কে

    কামরুল ইসলাম দুলু: সব প্রস্তুতি সম্পূর্ন, আগামী ২৪ জুলাই বিয়ে পিঁড়িতে বসার কথা ছিল প্রবাসী জুয়েলের। তাই গত ৪দিন আগে দেশে ফেরেন সৌদি আরব থেকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রবাস থেকে এসে বিয়ে আর করা হলো না জুয়েল (৩০) এর।

    নিহত প্রবাসী জুয়েল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা মোঃ শাহাজানের ছেলে।

    গতকাল বুধবার বিকাল তিনটার সময় সীতাকুণ্ড পৌরসদের এলাকার বাস স্ট্যান্ড এ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

    জানা গেছে, সৌদি আরব প্রবাসী জুয়েলের সাথে একই এলাকার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। এ নিয়ে ২৪ জুলাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌ কে ঘরে তোলার ব্যাপক ধুম ধামে প্রস্তুতি চলছিল। তবে জুয়েল বুধবার বিয়ের কেনাকাটা করতে সীতাকুণ্ড পৌরসদরে আসেন। বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে অবস্থানকালে পৌর সদর বাস স্ট্যান্ড এলাকায় তাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা চলে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

    এদিকে বারৈয়াঢালার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন (রেহান ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী যুবকটি বিয়ে করতে দেশে এসেছিল। আকদ ও হয়েছিল। আনুষ্টানিকভাবে ঘরে তুলে আনার আয়োজন ও চলছিলো তাদের। কিন্তু গাড়ি চাপায় সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সে । কুমিরা হাইওয়ে থানার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মোঃ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাটির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই প্রবাসী জুয়েলের লাশ বাড়ি নিয়ে গেছে প্রবাসির স্বজনরা। সে কারণে বিস্তারিত তথ্য পাইনি আমরা।

  • জুনে সড়কে প্রাণ গেছে ৮০১ জনের

    জুনে সড়কে প্রাণ গেছে ৮০১ জনের

    বিদায়ী জুন মাসে ৫৫৭টি সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত ও ৩ হাজার ২৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

    সংগঠনটি বলেছে, ওই মাসে রেলপথে ৪৬টি দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। নৌপথে ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৭ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬১২টি দুর্ঘটনায় ৮৫৫ জন নিহত এবং ৩ হাজার ২৮৩ জন আহত হয়েছেন। এই সময়ে ২১৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২২ জন নিহত ও এক হাজার ৯৩ জন আহত হয়েছেন।

    বুধবার (১০ জুলাই) সংবাদ মাধ্যমে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানোর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সংগঠনটি দেশের গণমাধ্যম ও পঙ্গু হাসপাতালে তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী জুন মাসে সংবাদপত্রে প্রকাশিত তথ্যমতে ৫৫৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৪ জন নিহত এক হাজার ১২৮ জন আহত হয়েছেন। অপরদিকে, ঢাকার পঙ্গু হাসপাতালের তথ্য অনুযায়ী ওই মাসে ২ হাজার ১৩৯ সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাত বা পা ভেঙে ভর্তি রোগী ৯২২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, সড়ক দুর্ঘটনায় আহত রোগীর ১৫ শতাংশ হাসপাতালে অথবা বাসায় চিকিৎসারত অবস্থায় মারা যায়। সেই হিসেবে বিদায়ী জনু মাসে ৮০১ জন নিহত ও ৩ হাজার ২৬৭ জন আহত হয়েছেন। দেশে প্রায় ৯ হাজার সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে জুন মাসে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়ে কতজন রোগী ভর্তি হয়েছে তা বিআরটিএ কে জানাতে হবে।

    প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল; জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ঈদে যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে এসব জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চালানো; জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টার্নিং চিহ্ন না থাকার ফলে নতুন চালকের এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছে; মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন; অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানোকে।

    অন্যদিকে দুর্ঘটনা প্রতিরোধে বলা হয়েছে— জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা; জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা; দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান; ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা; সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা; মহাসড়কে ফুটপাত ও পথচারী পারাপারের ব্যবস্থা রাখা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা; সড়ক পরিবহন আইন যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা; উন্নতমানের আধুনিক বাস নেটওর্য়াক গড়ে তোলা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা; মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেইফটি অডিট করা এবং মেয়াদোর্ত্তীণ গণপরিবহন ও দীর্ঘদিন যাবৎ ফিটনেসহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়াকে।

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ট্রাকের চাপায় মোঃ শাহাজাহান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

    রোববার বিকাল ৫টা ১০ মিনিটের সময় উপজেলার বার আউলিয়া মাজারের সন্নিকটে এঘটনা ঘটে। নিহত শাহজাহান ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অনু মিয়া দফাদার বাড়ির সুলতান আহমেদ এর ছেলে।

    জানা যায়, মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ২২-৫৪২১) ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করে ট্রাকসহ চালক, হেলপারকে আটক করে।

    খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন।

    ওসি ওসি খোকন চন্দ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গাড়ি আটক আছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • পেছন থেকে লরির ধাক্কা, পাহাড় থেকে পড়ে গেল সিএনজি

    পেছন থেকে লরির ধাক্কা, পাহাড় থেকে পড়ে গেল সিএনজি

    রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় লরির ধাক্কায় সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত আরও দুইজনকে রাঙামাটি মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল নয়টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আনসার বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেন। নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— আমির হোসেন(৪৫), মো. হানিফ (৪৪)। তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম পাওয়া যায়নি। আহতরা হলেন— সৈকত চাকমা ও নূর আজিম।

    পুলিশ জানায়, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশা কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় পৌঁছুলে পিছন থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে সিএনজি ও লরিটি রাস্তার পাশে ৩০-৪০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যায়। তবে লরির চালক কিংবা হেলপার কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

    রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে। লরির চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।

  • সীতাকুণ্ডে সড়কের পাশে কার্ভাডভ্যান খাদে পড়ে চালক নিহত

    সীতাকুণ্ডে সড়কের পাশে কার্ভাডভ্যান খাদে পড়ে চালক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়কের পাশে কার্ভাডভ্যান খাদে পড়ে গাড়ির চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টা ৪০ মিনিটের সময় উপজেলার ছোট কুমিরা কাজীপাড়া এলাকায় এঘটনা ঘটে।

    নিহত কার্ভাডভ্যান চালকের নাম মোঃ লোকমান (৪০)। সে চাঁদপুর জেলার মতলব থানার আইঠাদি মাথাভাঙা গ্রামের মোজাম্মেল এর ছেলে।

    হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি কার্ভাডভ্যান (চট্টমেট্টো-ট-১১-০০৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক লোকমান গুরুতর আহত হলে স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

    বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার্ভাডভ্যান সড়কের পাশে পড়ে গেলে চালক নিহত হন। তার পরিবারে সংবাদ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ার পর লাশ হস্তান্তর করা হবে।

  • দিনাজপুরে বাসচাপায় নিহত ৪

    দিনাজপুরে বাসচাপায় নিহত ৪

    দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি চার্জারভ্যানে বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

    চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।

  • বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

    বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

    বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাপায় আনোয়ার পারভেজ নামের এক নিরাপত্তাকর্মীর মারা গেছন। এতে গুরুতর আহত হয় আরও দুই যুবক।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আনোয়ার পারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

    তিনি কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি ডিউটিতে যাচ্ছিলেন বলে জানায় তার পরিবার।

    অন্যদিকে আহতরা হলেন- মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, টানেল সড়কে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন।

    মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে বেপরোয়া গতির চয়েস বাসের চাপায় মো. মামুন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জিয়া উদ্দিন (২১) নামে আরও একজন।

    শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার মুখে দ্রুত গতির একটি চয়েচ বাস একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় গুরুতর আহত হন অপর আরোহী।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সড়ক দূর্ঘটনার শিকার ২ ব্যক্তিকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

    জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার দুর্ঘটনা সম্পর্কে অবগত নন‌বলে জানান।

  • বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ১০

    বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ১০

    বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দি‌কে রুমা-কেউক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি চিং‌ড়ি ঝি‌রি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত দুই নারী হলেন- জয়নব (২৪) ও ডা. ফি‌রোজা (৫০)। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি নিয়ে কেউক্রাডং ভ্রমণে যায়। আজ ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকার চিং‌ড়ি ঝি‌রি নামক স্থানে গেলে একটি ভি-৭০ চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও ১০ জন আহত হন। দুর্ঘটনা কবলিত পর্যটকদের সবার বাড়ি মাগুরা বলে জানা গেছে।

    রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। নিহত বা আহত‌দের পরিচয় এখনও জানা যায়নি।

  • প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগের চার কর্মী নিহত

    প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগের চার কর্মী নিহত

    সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷ নিহতরা সবাই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

    এদিকে এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানা য়ায়, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন উপজেলা ছাত্রলীগের ৪ কর্মী ৷ ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।

    দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিহতরা সবাই তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন ৷ ৪নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠান ৷ সিলেটে নিয়ে যাওয়ার পথে আরও দুইজন মারা যান।

    জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক ইউনুছ আলী জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপতালে নেওয়া হয়। সেখানে চারজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর প্রশাসনের অনুমতি নেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।