Tag: সড়ক দুর্ঘটনা

  • গাইবান্ধায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    গাইবান্ধায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

    শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তোহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাস। এতে চারজন মারাত্মকভাবে আহত হন। উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় পলাশবাড়ীতে আটক করা হয়েছে।

  • পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পটিয়া উপজেলায় হানিফ ও নাবিল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (৩২) ও শাহীদা (২৮) নামে দুজন নিহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি (৩) ও আবুল কালাম (৫২)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি পটিয়ার শান্তিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি ৬ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা রয়েছে।

  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

    আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    হাসাঁড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, বিকল হওয়া একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরিয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তারা হলেন হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরিফ (২৩) ও অজ্ঞাত এক নারী মারা গেছে। বাকি আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

    স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন নিহত রয়েছে। আহত ১৮ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহত

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ রাজন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।

    বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টার সময় উপজেলার ডালিপাড়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুরের মোঃ শাহ আলমের পুত্র।

    স্থানীয় সুত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালক রাজন সকাল হেটে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাভার্টভ্যানটি স্থানীয়র আটক করেছে বলে জানা যায়।

    স্থানীয় যুবক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করলেও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান।

  • সীতাকুণ্ডে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

    সীতাকুণ্ডে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ পিতা-পুত্র নিহত হয়েছে।

    শনিবার রাত ১০ টর দিকে বড় দারোগারহাট উত্তর বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পিতা সেলিম উদ্দিন(৪০) ও পুত্র মিনহাজ (১০)। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজন।

    স্থানীয় সুত্রে জানা যায়, বড় দারোগারহাট থেকে মহাসড়কে নিষিদ্ধ সিএনজি অটোরিকশা উল্ট পথে মীরসরাইয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সিএনজি অটোরিকশার দিকে আসতে থাকে। এসময় অটোরিকশা চালক সিএনজি ইসটিয়ারিং ছেড়ে সড়কের পার্শ্ববর্তী জমিতে লাফ দেয়। এতে সিএনজি অটোরিকশা সড়কের উপর থাকায় চালক বিহীন নিয়ন্ত্রণ ছাড়া কাভার্ড ভ্যানের দিকে গেলে কাভার্ড ভ্যানটি সিএনজি অটোরিকশার উপরে গিয়ে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই আরোহির মৃত্যু হয়।

    এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শাহাদাত হোসেন বলেন, আমরা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিতাপুত্র নিহত হয়েছে।

  • চারদিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মারা গেলো সীতাকুণ্ডে স্কুল ছাত্রী সানজিদা

    চারদিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মারা গেলো সীতাকুণ্ডে স্কুল ছাত্রী সানজিদা

    সীতাকুণ্ডে প্রতিনিধি: চারদিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলো সীতাকুণ্ডের বাড়বকুণ্ডস্থ চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সানজিদা আক্তার (১৪)।

    শুক্রবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার সময় তার মুত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী।

    সানজিদা বাড়বকুণ্ড ইউনিয়নের আলি চৌধুরী পাড়ার সরোয়ার আলম বাবুলের মেয়ে। মা হারা মেয়েটি ৯ বছর ধরে দাদী, খালা ও দিনমজুর বাবার কোলে পিঠে করে বড় হয়। গত মঙ্গলবার স্কুল ছুটি শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় সানজিদা মারাত্মক জখম হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দে বলেন, “সানজিদা আক্তারের মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে শরীরের অনেক অঙ্গ কাজ করছিল না। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেলোনা।

  • সৌ‌দি‌তে সড়ক দুর্ঘটনায় বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৮

    সৌ‌দি‌তে সড়ক দুর্ঘটনায় বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৮

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬ জন।

    বুধবার (২৯ মার্চ) রা‌তে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইতোমধ্যে নিহতদের পরিচয় প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    নিহত ১৮ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল উদ্দিন, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ ও শাফাতুল ইসলাম, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুকু মিয়া, যশোরের কোতয়ালীর মো. নজরুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস, কক্সবাজারের রামুর মো. হোসাইন। এছাড়াও এ তালিকায় রয়েছেন- খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব, রানা মিয়া।

    প্রসঙ্গত, গত সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে ঘটনাস্থলে ২০ জন নিহত ও ২৯ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

    এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

  • ওমরাহ করতে গিয়ে সৌদিতে দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশি

    ওমরাহ করতে গিয়ে সৌদিতে দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশি

    সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    নিহত ১৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

    তারা হলেন- নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবীদ্বারের গিয়াস হামিদ, যশোরের কাওসার মিয়ার ছেলে মোহাম্মদ নাজমুল, যশোর ইস্কান্দারের ছেলে রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সৌদি আরবে যে বাস দুর্ঘটনা ঘটেছে, সেই বাসে ৪৭ জন যাত্রী ছিলেন।

    এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। বাস দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এছাড়া বাসে ভিন্নদেশি ১২ জন যাত্রীদের মধ্যে ৫ জনকে মৃত এবং ৭ জনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে শনাক্ত করা সম্ভব হয়েছে।

    সূত্র জানায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ওমরাহ যাত্রীরা নিহত হয়েছেন। ২৭ মার্চ ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

  • সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ৮ জন বাংলাদেশী

    সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ৮ জন বাংলাদেশী

    সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

    নিহতরা হলেনঃ নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, একই জেলার মো. হেলাল, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, একই উপজেলার রাসেল মোল্লা, লক্ষ্মীপুর জেলার সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আসিফ হোসাইন, গাজীপুর জেলার টঙ্গী থানার আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি ও চাঁদপুর জেলার কালু মিয়ার ছেলে বকু মিয়া।

    এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, বাসটিতে থাকা ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।

    এর আগে সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে ২২ জন নিহত।

    গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

    খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

    সহায়তার জন্য সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে হতাহতদের পরিবারকে +966553026814 ও +966538643532 নম্বর দুটিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯

    সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯

    সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো একে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

    গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

    খবর পাওয়া মাত্রই সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। কোনও বিদেশি নাগরিক ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

     

  • সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার কালুশাহ নগর এলাকার বশর খলিফার বাড়ীর মো. মুছার পুত্র মো. ইউচুপ (৩৪) ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসার সংলগ্ন মো. আজিজের পুত্র মহিউদ্দিন রাজু (৩০)।

    বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা মাথায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা মাথায় বিএসআরএম করাখানার সংলগ্ন দুই ব্যবসায়ি দোকানের মালের জন্য মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালিরহাট এলাকায় অতিক্রমকালে একই মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

    খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানর এসআই আমির উদ্দিন বলে, দুই ব্যবসায়ি দোকানের মালের জন্য মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালির হাট এলাকায় অতিক্রমকালে একই মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আমরা লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • রুমায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৬

    রুমায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৬

    বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

    সোমবার দুপুরে রুমা উপজেলার বগালেক সড়কের ঢালু পথে দুই ট্রাকের এ সংঘর্ষ হয়। রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন।

    নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার ১৬-১৭ জন বাসিন্দা রুমা সদরে আসছিলেন। পথে বগালেকের ঢালু রাস্তা দিয়ে ওই ট্রাক নামার সময় আরেক ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং পরে আরও দুজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ১২ জন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

    রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দৈনিক বাংলাকে বলেন, রুমার বগালেকের সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।