Tag: সড়ক দুর্ঘটনা

  • শিবচরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

    শিবচরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

    মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ যাত্রী। রোববার সকালে পদ্মা সেতুর এ্যাপরোচ সড়কের পাঁচচর এলাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক।

    স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমডে মুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
    দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধারের পর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     

  • সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাফিক সার্জেন্ট

    সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাফিক সার্জেন্ট

    চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মোহাম্মদ মুজাহিদ চৌধুরী নামের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে বন্দরের আউটার রিং রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এ ট্রাফিক সার্জেন্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির বন্দর ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

    তিনি বলেন, পতেঙ্গা এলাকায় ডিউটি ছিল মুজাহিদের। আরেক সার্জেন্ট ও কনস্টেবলের সঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেলে তারা ফৌজদারহাটের দিকে যাচ্ছিলেন। পথে ওয়াই জংশন এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মুজাহিদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পাহাড়তলি থানার পুলিশ প্রাইভেটকারচালককে আটক করেছে।

    পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মুজাহিদের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। আগামী মাসেই তিনি সন্তান প্রসব করবেন বলে চিকিৎসক সম্ভাব্য তারিখ জানিয়েছেন। প্রিয় সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন মুজাহিদ। সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

  • বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫)। ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

    এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন । তাদের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও সহকারীসহ চারজন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহর দিকে যাচ্ছিল। নাটরোগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।

    তিনি জানান, অটোরিকশা এবং পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী প্রাণ হারালেন

    বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী প্রাণ হারালেন

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    সোমবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।

    নিহত আলমগীর হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

    তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, সোমবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি মোটরসাইকেল ওই এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসচাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

    তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

  • লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

    লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

    শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
    নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

    হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, আহত ২

    দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, আহত ২

    দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

    শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়ি ফেনী ও অপরজনের বাড়ি নোয়াখালী জেলায়। তারা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। অন্যদিকে আহতরা হলেন, আনিসুল হক ও নাহিদ।

    জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফোল নামক শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।

    গুরুতর আহত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

  • সীতাকুণ্ডে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার হলো না শিশু শিক্ষর্থী সোহানের

    সীতাকুণ্ডে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার হলো না শিশু শিক্ষর্থী সোহানের

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়িতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোঃ সোহান (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সোহান হযরত পন্থীশাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে ঐ গ্রামের মুকিম আফজাল বাড়ির মোঃ মোজাহের হোসেনের পুত্র।

    বিষয়টি নিশ্চিত করে হযরত পন্থীশাহ মাদ্রাসার পরিচালক মোঃ মুসলিম উদ্দিন খালেদ বলেন, শিশুটি ক্লাস শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়, এই সময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই মোঃ শওকত বলেন, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু আহত হয়। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

  • বগুড়ায় বাস পিষে দিল অটোরিকশার ৫ প্রাণ

    বগুড়ায় বাস পিষে দিল অটোরিকশার ৫ প্রাণ

    বগুড়ার মাদলা সুজাবাদ এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুজন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস বগুড়ার সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, ওই সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও বগুড়া থেকে বাগবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী সহ তিনজন মারা যান। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালক হযরত আলী আহত অবস্থায় নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয়রা জানান।

    এদিকে দুপুর আড়াইটার দিকে ওই দুর্ঘটনায় গুরুতর আহত ৯ বছরের এক কন্যাশিশু চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।

  • মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

    মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

    মিরসরাই প্রতিনিধি ::::: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় আরাকান সড়কে ইট বোঝাই একটি ব্যাপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন ( ৩৫) নামে এক যুবকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

    বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ৪নং ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মানিয়া মসজিদের কাছে আরাকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত যুবক মোশাররফ হোসেন (৩৫) ধুম ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন আলীর বাড়ির আব্দুল মোনাফ প্রকাশ তিতা মিয়ার ছেলে।

    স্থানিয় ইউপি সদস্য মারুফ হাসান জানান, নিহত মোশাররফ বাংলাবাজার মানিয়া মসজিদ আরাকান সড়কের পাশে গাছের ডাল কাটার কাজে ব্যাস্ত ছিলেন। এসময় ইট বোঝাই দ্রুত গতির একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মোশাররফ হোসেন এর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক গাড়ির ড্রাইবার গাড়িটি রেখে পালিয়ে যায়।

    জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন জানান, দুর্ঘটনা স্থলে পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের লাশ উদ্ধার সহ আইনি পদক্ষেপ নেয়া হবে।

  • মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    টাঙ্গাইলে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ৩ যুবক নিহত হয়েছেন।

    মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার গুগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ঘাটাইলের লাউয়াগ্রামের সোনা মিয়া (২৭) একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৬) ও একই গ্রামের শামীম মিয়া (২৫)।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মধুপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ৩ জন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা সবাই স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করতেন।

    ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।

    নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

    কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

    উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

    সেখানকার অধিবাসি আহসান রাজীব বুলবুল জানিয়েছেন, নিহতেরা হলেন শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরেক শিক্ষার্থী কুমার দে।

    চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

    টরেন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

    ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। পেছনের সিটে বসা দুজনকে তখনই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। গাড়ির চালক অপর এক শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

    এ ঘটনায় কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

     

  • জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

    জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

    জয়পুরহাটের ক্ষেতলাল-বটতলী রোড়ে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার সময় পৌর এলাকার মালিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও জয়পুরহাট গামী একটি ট্রাক ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া মোড়ে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা ড্রাইভার ও ৫ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চালকসহ ২ জন নিহত হন। সিএনজিতে থাকা বাঁকি ৪ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ২ জনকে জয়পুরহাট সদর হাসপাতালে ও ২ জনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ওই ৪ জনের মধ্যে আরো ৩ জনসহ মোট ৫ জন নিহত হন।

    নিহত ব্যক্তিরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের রবিয়ার ছেলে সিএনজি ড্রাইভার আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহানাজ (৪২), শাখারুন্জ চৌধুরী পাড়া গ্রামের রফিকুলের ছেলে নাফিস (২১), নসিরপুর পূর্ব পাড়া গ্রামের ইমাম ধামুরহাটের সিরাজুল ইসলাম (৬০), জয়পুরহাট বুলুপাড়া গ্রামের ফেরদৌস এর স্ত্রী ক্ষেতলাল বিআরডিবির ফিল্ড অফিসার শাহিনুর (৩৮)।

    ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষেতলাল থানাধীন মালিপাড়া এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৬ জনার মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। বাঁকি চারজনকে হাসপাতালে ভর্তি করালে আরো তিন জনসহ মোট ৫ জন নিহত হয়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ যাত্রীর মধ্যে ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন জীবিত আছেন।