Tag: সড়ক দুর্ঘটনা

  • জানুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ঝরল ৬৪২ জনের প্রাণ

    জানুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ঝরল ৬৪২ জনের প্রাণ

    সারাদেশে গত জানুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জন নিহত ও ৯৭৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে। এ ছাড়া নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত, ১ জন আহত ও ৬ জন নিখোঁজ হয়েছে। এ মাসে ২১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছে।

    আজ শনিবার সকালে প্রকাশিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়।

    দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, ২০২২ সালের জানুয়ারির চেয়ে ২০২৩ সালের জানুয়ারিতে সড়কে দুর্ঘটনা ৫ দশমিক ৩ শতাংশ বাড়লেও প্রাণহানি ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। তবে আহতের সংখ্যা ১০ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২০৬ জন চালক, ১০৯ জন পথচারী, ৩৫ জন পরিবহন শ্রমিক, ৫৩ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ১৩ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৫ জন নারী, ৬২ জন শিশু, ৫ জন সাংবাদিক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ২ জন আইনজীবী ও ৩ জন প্রকৌশলী ও ১৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

    এতে আরও বলা হয়, উল্লেখিত সময়ে দুর্ঘটনাকবলিত মোট ৮১৬টি যানবাহনের পরিচয় মিলেছে, যার ১২ দশমিক ৫ শতাংশ বাস, ২৪ দশমিক ৭৫ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ৫ দশমিক ০২ শতাংশ কার-জীপ-মাইক্রোবাস, ৫ দশমিক ৮৮ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ২৭ দশমিক ৩২ শতাংশ মোটরসাইকেল, ১৪ দশমিক ৫৮ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৯ দশমিক ৯২ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা।

    প্রতিবেদনে আরও বলা হয়, মোট দুর্ঘটনার ৫১ দশমিক ৬০ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২ দশমিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১২ দশমিক ৪৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ১১ দশমিক ৯৭ শতাংশ বিবিধ কারণে, দশমিক ৬৭ শতাংশ যানবাহনের চাকায় ওড়না পেচিয়ে এবং ১ দশমিক ০১ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।

    দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার ২৯ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৮ দশমিক ৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪ দশমিক ৪৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ২২ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ১৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে, ১ দশমিক ০১ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

  • মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রণি (২২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

    বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রণির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক থেকে সিমেন্ট খালাশের কাজ চলছিলো। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সেভেন রিং সিমেন্ট বহনকারী ট্রাকের সহকারী রণিকে অপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সিভেন রিং সিমেন্টের একজন বিপনন কর্মকর্তা নিজের নাম ও পদবী প্রকাশ না করা শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

    অন্যদিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর জানান, দুর্ঘটনার বিষয়টি তারা জানেন না। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছেন।

  • সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

    সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে হেঁটে সড়ক পার হওয়ার সময় মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে মো. রাসেল ওরফে সালাউদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

    সোমবার ৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সালাউদ্দিন ইউনিয়নের দক্ষিণ মাহামুদাবাদ (নড়ালিয়া) এলাকার মৃত মুনছুর আহাম্মদের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, বিকেলে পিএইচপি গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় সালাউদ্দিনকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার সময় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

  • পেরুতে বাস খাদে, নিহত অন্তত ২৪

    পেরুতে বাস খাদে, নিহত অন্তত ২৪

    দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

    দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। রয়টার্স।

    পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

    সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এ ঘটনা ঘটে।

    রয়টার্স জানিয়েছে, পেরুতে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকে।

    এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনায় ২৯ জন প্রাণ হারিয়েছিল।

  • মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মধ্য বয়সের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

    শুক্রবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

    জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে সড়ক পারাপারের সময় দ্রুতগামি গাড়ির ধাক্কায় আনুমানিক ৫২ বছরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়ানা তদন্তের জন্য নিহতের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • জাজিরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬

    জাজিরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ উদ্দিন আহমেদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন মারা যান।

    ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

  • কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

    কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

    মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চার বাংলাদেশি। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত প্রবাসীদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জে। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অপর নিহত মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

    নিহত তিনজনের মরদেহ রাখা হয়েছে স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে। আর রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

    অন্যদিকে আহত মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপুকে দোহা হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এই দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।

    জানা যায়, আল শামাল মহাসড়কে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

    কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তিনজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

  • ঝিনাইদহ সড়কে ঝরলো ৩ যুবকের প্রাণ

    ঝিনাইদহ সড়কে ঝরলো ৩ যুবকের প্রাণ

    ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শাকিল হোসেন (২০), রকি (২০) ও তুষার হোসেন (৩৮) নামের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এবং শৈলকুপার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন ও মিটুল হোসেনের ছেলে রকি (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধ ফার্মেসিতে কাজ করতো।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    অন্যদিকে, জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার হাবিবপুরে বাসের চাপায় তুষার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শৈলকুপা শহর থেকে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে কবিরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

  • শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

    শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

    শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বী (১৪)। নিহত আরেকজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত রফিক মিয়া নালিতাবাড়ী উপজেলায় আজাহার স্টোরের মালিক। তিনি তার ছেলেকে শেরপুর শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

    শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে চালের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

  • রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন।

    আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০), একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া (৩৮)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত কয়েকজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত ১০ থেকে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

    ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাসের চালক ও হেলপাররা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন, এ কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • হবিগঞ্জে দুই ট্রাক ও মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

    হবিগঞ্জে দুই ট্রাক ও মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

    হবিগঞ্জের মাধবপুরে দুইটি ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার সাহাপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।

    নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার পিতা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে। নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

  • কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত

    কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত

    কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত এবং চালকসহ সাত জন আহত হয়েছেন। রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, শুক্রবার রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই পরস্পর আত্মীয়-স্বজন।

    আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, ‘রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চালকসহ আট জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

    হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, ‘আহতদের হাসপাতালে আনার আগে পথেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাত জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’