সীতাকুণ্ডে তেলবাহী গাড়ির ধাক্কায় শরিফ আহমেদ নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ শিয়ারি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফ আহমেদ লক্ষীপুর জেলার সদর থানার চরবৈতা গ্রামের মৃত রসিদ আহমেদের ছেলে। তিনি খুলশী সুপার সপের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে মোটর সাইকেল যোগে উপজেলার কুমিরা-সন্দ্বীপ ঘাটে বেড়াতে যাচ্ছিলেন এক বন্ধুসহ শরিফ আহমেদ।
বার আউলিয়া মাজার পার হয়ে আমিনউল্লা পেট্রোল পাম্পের কাছে শেয়ারি পুল এলাকায় মহাসড়কে একটি তেলবাহী গাড়ি মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুক হক।
২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব