Tag: সড়ক দূর্ঘটনায়

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় সুপার সপের সুপারভাইজার নিহত

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় সুপার সপের সুপারভাইজার নিহত

    সীতাকুণ্ডে তেলবাহী গাড়ির ধাক্কায় শরিফ আহমেদ নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    মঙ্গলবার (২মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ শিয়ারি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শরিফ আহমেদ লক্ষীপুর জেলার সদর থানার চরবৈতা গ্রামের মৃত রসিদ আহমেদের ছেলে। তিনি খুলশী সুপার সপের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে মোটর সাইকেল যোগে উপজেলার কুমিরা-সন্দ্বীপ ঘাটে বেড়াতে যাচ্ছিলেন এক বন্ধুসহ শরিফ আহমেদ।

    বার আউলিয়া মাজার পার হয়ে আমিনউল্লা পেট্রোল পাম্পের কাছে শেয়ারি পুল এলাকায় মহাসড়কে একটি তেলবাহী গাড়ি মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

    বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুক হক।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ২ জ‌নের মৃত্যু-আহত ৪

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক মর্মা‌ন্তিক সড়ক দূর্ঘটনায় ২ লেগুনা যাত্রীর মৃত হ‌য়ে‌ছে। একই ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছে আ‌রো ৪ জন।

    আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার নিজামপুর ক‌লেজ এলাকায় চট্টগ্রামুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০) ও একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)।

    আহদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান। অন্য দুজনের নাম জানা যায়নি।

    পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২শ মিটার দক্ষিণে চট্টগ্রাম মুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনা পরিবহণকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    এতে এক পথচারীসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহাজাহান মারা যান। আহত ৪ জন চমেকে চিকিৎসাধীন আছেন।

    দুর্ঘটনার বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহাকে ফোন দিলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।

    ২৪ ঘন্টা/আশরাফ

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুইজন মারা গেছে। গতকাল ২৫ মে ঈদের দিন রাতে দুজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়।

    নিহতরা হচ্ছে বেচুরাম দাশ (৪৫), সে জোরালগঞ্জ থানার মুরালীপুর গ্রামের আশুতোষ দাশের পুত্র। সুমন (৩০), সে কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুশাকুরিনিরপার গ্রামের মৃত কনু মিয়ার পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান।

    উল্লেখ্য যে, গতকাল ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মিজান।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলামদুলু/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত সফি’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত সফি’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শীতলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত মুক্তিযুদ্ধা সফি’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে শীতলপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলিমউল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা মোতাহের হোসেন সিদ্দিকী, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরো খবর : সীতাকুণ্ডের শীতলপুরে কারের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

    মুক্তিযুদ্ধা সফি শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন। নিহত শফি স্থানীয় বগুলা বাজার এলাকার মৃত মাজেদ মিয়ার ছেলে।

  • শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

    শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজাহয় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ ইউনিয়নের মুল্লুক শাহ কাজী বাড়ী নিবাসী,মুক্তিযোদ্ধা আবুল বশরের পুত্র কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন (৩৬)।

    জানা গেছে তিনি শনিবার সকালে শারজাহ বিএম ডব্লু ‘র ইউনিয়ন মলের কাছে গাড়ী পার্ক করে একটি সার্ভিস রোড পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মিতসুবিশী পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে শারজাহস্থ আল কাসেমী হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার স্থানীয় সময় বিকাল চার টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু ঘটে।

    মৃতের চাচাতো ভাই কাজী এনাম জানান,লিটনের জ্যেষ্ঠ ভাই কামরুজ্জামান মিন্টু সহ আত্মীয় পরিজনরা পেশায় ঠিকাদার নিহত লিটন দীর্ঘ সময় ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক ২৪ ঘন্টা পর আল কাসেমি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর সন্ধান পান।

    অপর বন্ধু এস জি মহিনউদ্দীন ময়ুর জানান, কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন মৃত্যুকালে ৪ বছরের এক পুত্র,দেড় বছরের কন্যা ও বিধবা স্ত্রী রেখে গেছেন। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ী ও তাঁর পাকিস্তানী চালককে আটক করেছে। বর্তমানে লাশ আল কাসেমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নিয়ে যাওয়া হবে।